মৌরবি বিপর্যয়ের পেছনে প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে বিজেপি। ভোটমুখী গুজরাটে প্রচারে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিশানা করলেন বিজেপিকে। গত ৩০ অক্টোবর মৌরবিতে ব্রিজ ভেঙে ১৩৫জনের মৃত্যু হয়েছিল।
রাহুলের দাবি, মৌরবি বিপর্যয় নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। রাহুল বলেন, আসল প্রশ্নটা উঠছে যারা এই বিপর্যয়ের পেছনে দায়ী তাদের বিরুদ্ধে কোনও এফআইআর হল না? তাদের কেসে কোনও নামও নেই। তাদের(কোম্পানির মালিক) সঙ্গে বিজেপি নেতাদের ভালো সম্পর্ক। আর তার জেরে আসল দোষীদের আড়াল করা হচ্ছে। নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হল। কিন্তু যারা এই ঘটনার পেছনে দায়ী তাদের গ্রেফতার করা হল না।
তিনি বলেন, যুব সমাজ কাজ পাচ্ছেন না। গত ৪৫ বছর ধরে চূড়়ান্ত বেকারত্ব চলছে। কারণ সব সরকারি প্রতিষ্ঠান বেসরসকারি করণ হচ্ছে। ধনী শিল্পপতিদের হাতে তা চলে আসছে।
রাহুল বলেন, কালো টাকা বন্ধ করার জন্য নোট বাতিল করা হয়েছিল। জিএসটি আনা হয়েছিল। আসলে ছোট শিল্পপতিদের ধ্বংস করার জন্য ধনী শিল্পপতিদের জন্য রাস্তা পরিষ্কার করা হয়েছে। কৃষকরা আমাদের বলেছেন, তিনচারজন শিল্পপতি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন। আর তাদের সেই লোন মকুবও করা হয়েছে। কিন্তু আমাদের লোন কেন মকুব করা হল না? যখন শিল্পপতিরা লোন শোধ করেন না তখন বলা হয় নন পারফর্মিং অ্যাসেট আর যখন কৃষকরা লোন শোধ করতে পারেন না তখন বলা হয় ঋণখেলাপি।