এবার যে হিমাচল প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তা ইঙ্গিত মিলেছে বুথফেরত সমীক্ষায়। ওই সব সমীক্ষা থেকে আভাস মিলেছে, সামান্য ভোট সুইংয়েই নির্ধারিত হতে পারে হিমাচলের ভাগ্য।
শেষপর্যন্ত কী হয়, তা কিছুটা পরেই বোঝা যাবে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে দেখে নিন, ২০১৭ সালের বিধানসভা ভোটে কি বুথফেরত সমীক্ষা সঠিকভাবে আভাস দিতে পেরেছিল কিনা। এমনিতে বুথফেরত সমীক্ষা যে হুবহু মিলে যাবে, তার কোনও নিশ্চয়তা নেই। অতীতে এক্সিট পোল পুরো ভুলও প্রমাণিত হয়েছে।
২০১৭ সালের হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের বুথফেরত সমীক্ষার পূর্বাভাস
বিজেপি যে হিমাচল প্রদেশে ক্ষমতায় আসতে চলেছে, সেই আভাস মিলেছিল বুথফেরত সমীক্ষায়। ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষায় অনুমান করা হয়েছিল, বিজেপি ৫৫ টি আসনে জিততে পারে। টাইমস নাওয়ের বুথফেরত সমীক্ষায় আভাস মিলেছিল যে বিজেপির ঝুলিতে যেতে পারে ৫১ টি আসন। ১৭ টি আসনে জিততে পারে কংগ্রেস। এবিপির সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছিল যে ৩৮ টি আসনে জিততে পারে বিজেপি। কংগ্রেসের আসন সংখ্যা দাঁড়াতে পারে ২৯।
২০১৭ সালের হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল
বিজেপি জিতেছিল ৪৪ টি আসনে। প্রাপ্ত ভোট ৪৮.৭৯ শতাংশ। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ২১ টি আসন। ৪১.৬৬ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। সিপিএম একটি আসনে জিতেছিল। দুটি আসন গিয়েছিল নির্দল প্রার্থীদের ঝুলিতে। ২০২২ সালের নির্বাচনের আগে হিমাচল বিধানসভায় বিজেপির হাতে ছিল ৪৫ জন বিধায়ক। কংগ্রেসের বিধায়কের সংখ্যা ২২। সিপিআইএমের একজন বিধায়ক ছিলেন। অর্থাৎ ২০১৭ সালের হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফলের থেকে খুব একটা বেশি হেরফের হয়নি।
আরও পড়ুন: Himachal Election Result LIVE: চার দশকের 'রেওয়াজ' ভাঙবে BJP? জিতবে কংগ্রেস?
২০২২ সালের হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা
- নিউজ২৪ এবং টুডে'স চাণক্যের বুথফেরত সমীক্ষা: কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ৩৩ টি আসনে জিততে পারে বিজেপি। ৩৩ টি আসনে জিততে পারে কংগ্রেস। নির্দলদের ঝুলিতে যেতে দুটি আসন। অর্থাৎ কিং মেকার হতে পারে নির্দলরা।
- ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা অনুযায়ী, হিমাচল প্রদেশে ৩০ থেকে ৪০ টি আসন কংগ্রেস ঝুলিতে যেতে পারে। ২৪ থেকে ৩৪ টি আসনে জিততে পারে বিজেপি। আম আদমি পার্টি (আপ) খাতা খুলতেই পারবে না। চার থেকে আটটি আসনে জিতবে নির্দল।
- রিপাবলিক-পি মার্কের বুথফেরত সমীক্ষা: হিমাচল প্রদেশে বিজেপি ৩৪-৩৯ টি আসনে জিততে পারে। কংগ্রেস জিততে পারে ২৮-৩৩ আসনন। আম আদমি পার্টির (আপ) ঝুলিতে যেতে পারে সর্বাধিক একটি আসন। নির্দলরা একটি থেকে চারটি আসনে জিততে পারে।
- টাইমস নাও-ইটিজি বুথফেরত সমীক্ষা: হিমাচল প্রদেশে ৩৪ থেকে ৪২ টি আসনে জিততে পারবে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২৪ থেকে ৩২ টি আসন। আপের ঝুলিতে কোনও আসন যাবে না। একটি থেকে তিনটি আসনে জিততে পারে নির্দল।