বাংলা নিউজ > ভোটযুদ্ধ > BJP Rebel Candidates in Himachal Election: পদ্মের কাঁটা হল BJP-র বিক্ষুব্ধরা! জয়ের পথে ৩ জন, গড়তে পারে হিমাচলের ভাগ্য

BJP Rebel Candidates in Himachal Election: পদ্মের কাঁটা হল BJP-র বিক্ষুব্ধরা! জয়ের পথে ৩ জন, গড়তে পারে হিমাচলের ভাগ্য

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

BJP Rebel Candidates in Himachal Election Results 2022: হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের তিনটি আসনে এগিয়ে আছেন বিজেপির বিক্ষুব্ধ প্রার্থীরা। যদিও বিজেপির দাবি, ‘আমরা সরকাার গঠন করব। বিক্ষুব্ধরা আমাদের সঙ্গেই আছেন।’

বিক্ষুব্ধ কাঁটায় হিমাচল প্রদেশে কি বিদ্ধ হতে চলেছে বিজেপি? আপাতত যা ট্রেন্ড, তাতে সেই ইঙ্গিতই মিলেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপাতত কমপক্ষে বিজেপির তিন বিক্ষুব্ধ প্রার্থী এগিয়ে আছেন। যাঁরা নির্দল হিসেবে ভোটে দাঁড়ান।

এমনিতে প্রায় চার দশক ধরে হিমাচলে প্রতিবার ভোটে সরকার পরিবর্তনের ‘রেওয়াজ’ চলে আসছে। এবার সেই ‘রেওয়াজ’ ভাঙতে মরিয়া হয়ে ওঠে বিজেপি। পুরোদমে প্রচার চালিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মাত্র ৬৮ বিধানসভা আসনের রাজ্যে বিজেপির কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন বিক্ষুব্ধ প্রার্থীরা। শেষপর্যন্ত সেই ভয় সত্যি হয়েছে। তিনটি আসনে এগিয়ে আছেন বিজেপির বিক্ষুব্ধ প্রার্থীরা।

 ১) হোশিয়ার সিং: নির্দল প্রার্থী হিসেবে ডেহরা থেকে লড়াই করছেন বিজেপির ‘বিক্ষুব্ধ’। আপাতত কংগ্রেস প্রার্থী রাজেশ শর্মার থেকে ৫,৯১২ ভোটে এগিয়ে আছেন হোশিয়ার।  

২) আশিস শর্মা: হরিমপুর আসনে এগিয়ে আছেন নির্দল প্রার্থী আশিস শর্মা। যিনি বিজেপির বিক্ষুব্ধ এবং নির্দল হিসেবে হিমাচল বিধানসভা নির্বাচনে হরিমপুর আসন থেকে লড়াই করেছেন। বিজেপি প্রার্থী নরিন্দর ঠাকুরের থেকে ১১,৬৬৪ ভোটে এগিয়ে আছেন আশিস। যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রেমকুমার ধুমালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 

আরও পড়ুন: Himachal Pradesh Heavyweight Candidates: ২০,০০০-র বেশি ভোটে জয় হিমাচলের মুখ্যমন্ত্রীর! বাকি হেভিওয়েটদের কী অবস্থা?

 ৩) কে এল ঠাকুর: সোলান জেলার নালাগড় থেকে এগিয়ে আছেন প্রাক্তন বিজেপি বিধায়ক কে এল ঠাকুর। বর্তমান বিজেপি প্রার্থী লখিন্দর সিং রানা ১০,৭৩৭ ভোটে এগিয়ে আছেন তিনি। যে রানা বিধানসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেস থেকে গেরুয়া শিবিরে যোগ দেন। 

আরও পড়ুন: Himachal Election Result LIVE: লিড বাড়াচ্ছে কংগ্রেস! পিছিয়ে যাচ্ছে BJP

তারইমধ্যে আত্মবিশ্বাসের সঙ্গে হিমাচল প্রদেশের এক বিজেপি নেতা জানিয়েছেন, বিক্ষুব্ধ প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেছে দল। কমপক্ষে দু'জন বিক্ষুব্ধ প্রার্থী জিততে চলেছেন বলে দাবি করেছেন ওই নেতা। শিমলা থেকে ওই বিজেপি নেতা বলেন, ‘আমরা সরকাার গঠন করব। বিক্ষুব্ধরা আমাদের সঙ্গেই আছেন।’

ভোটযুদ্ধ খবর

Latest News

আরজি কর আন্দোলনের মাঝে CJI-কে নিয়ে ভাইরাল ভুয়ো পোস্ট, এবার মুখ খুলল শাহের পুলিশ চা খেতে চলো, প্রস্তাব প্রতিযোগীকে! কোন প্রশংসায় কেবিসিতে অমিতাভের মন জয় মহিলার ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল শুক্রে অতি ভারী বৃষ্টি ৬ জেলায়, জারি কমলা সতর্কতা, ভাসবে আরও ৯টি, শনিতে কোথায়? ১১ জনে ঘিরে ধরে দুর্গরক্ষা, ভনের ছেলের ১১ উইকেটে হারতে হারতে জয় সামারসেটের-Video 'জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে মৃত্যু', যুবকের স্ত্রীকে চাকরি দেওয়ার ভাবনা এত রাগ কোথা থেকে এল?প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপকে প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীর বসিরহাটে শাহজাহানকে পরপর গুলি, ‘এত ভালো ছেলে, কে গুলি চালাল?’ ধন্দে পরিবার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.