উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে ১০ মার্চ। এর আগে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফলাফল নিয়ে বিশ্লেষণ চলছে। কেউ এক্সিট পোলকে সঠিক বলে মেনে নিচ্ছেন আবার কেউ তা প্রত্যাখ্যান করছেন। উল্লেখ্য, অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে ফের একবার সরকার গড়তে চলেছে বিজেপি। তাছাড়া গোয়া, উত্তরাখণ্ডে বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয়েছে বুথ ফেরত সমীক্ষায়। এই আবহে কতটা সত্যি হতে পারে এই বুথ ফেরত সমীক্ষা? তা জানা যাবে আক কয়েক ঘণ্টার অপেক্ষাতেই।
দেখা গিয়েছে, ১৯৮০ সাল থেকে দেশে ৮৩৩টি জনমত সমীক্ষা হয়েছে। ১৯৮০ সাল থেকে যতবার বুথ ফেরত সমীক্ষা হয়েছে, তাতে ৭৫ শতাংশ ক্ষেত্রে সংস্থাগুলির আগাম দাবি সঠিক প্রমাণিত হয়েছে। এদিকে আসনের (সামান্য হেরফের) নিরিখে সঠিক প্রমাণিত হয়েছে মাত্র ২৩ শতাংশ জনমত সমীক্ষা।
বিশ্বে প্রথম এক্সিট পোল ১৯৬৭ সালে এসেছিল। এটি শুরু করার কৃতিত্ব নেদারল্যান্ডসের একজন সমাজবিজ্ঞানী এবং প্রাক্তন রাজনীতিবিদ মার্সেল ভন ড্যামের। তিনি ১৯৬৭ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো এক্সিট পোল শুরু করেন। তাঁর মূল্যায়ন সঠিক ছিল। এরপর বিভিন্ন দেশেই নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষার দিকে নজর থাকে আম জনতার।
গত ৫টি লোকসভা নির্বাচনে, অর্থাৎ ১৯৯৯ থেকে এখনও পর্যন্ত, মোট ৩৭টি বড় এক্সিট পোল হয়েছে। ১৯৯৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে, বেশিরভাগ এক্সিট পোলে দাবি করা হয়েছিল যে এনডিএ বড় জয় পাবে। এক একটি এক্সিট পোলে দাবি করা হয়েছিল যে বিজেপি ৩১৫টিরও বেশি আসন পেতে পারে। তবে ফলাফল প্রকাশের পর দেখা যায় এনডিএ পেয়েছে ২৯৬টি আসন।
এরপর ২০০৪ সালে এক্সিট পোল সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছিল। দাবি করা হয়েছিল যে কংগ্রেস নির্বাচনে জিতবে না। প্রায় সব এক্সিট পোলেই দাবি করা হয়েছিল যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে কিন্তু তা হয়নি। সেবার এনডিএ ২০০টি আসনও পায়নি। সেবার এসপি ও বিএসপির সমর্থনে কেন্দ্রে সরকার গঠন করেছিল কংগ্রেস।
এরপর ২০০৯ সালেও বিভিন্ন সংস্থার সমীক্ষায় বলা হয়েছিল ইউপিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বলা হয়েছিল, এইপিএ ১৯৯টি আসন এবং এনডিএ ১৯৭টি আসন পাবে। কিন্তু সেবার ফলাফল প্রকাশের পর দেখা যায়, ইউপিএ ২৬২টি আসন পেয়েছিল। এবং এনডিএ পেয়েছিল ১৫৯টি আসন।
এরপর ২০১৪ সালে, এক্সিট পোল দেখায় যে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। একটি সংস্থা বিজেপির ২৯১টি এবং এনডিএ-র জন্য মোট ৩৪০টি আসনের ভবিষ্যদ্বাণী করেছিল। ফলাফল অনুমানের কাছাকাছি ছিল। সেবার বিজেপি পেয়েছিল ২৮২টি আসন এবং এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন।
২০১৯ লোকসভা নির্বাচনে যে ১০টি এক্সিট পোলে দাবি করা হয়েছিল যে ক্ষমতায় ফের এনডিএ ফিরবে। গড়ে এনডিএকে ৩০৪টি করে আসন দিয়েছিল সংস্থাগুলি। অর্থাৎ এনডিএ আবার ক্ষমতায় আসার ভবিষ্যদ্বাণী ঠিকই ছিল। কিন্তু এখানে আসনের ক্ষেত্রে হিসেব মেলেনি। ফলাফল প্রকাশ হলে দেখা যায়, বিজেপি একাই ৩০৩ আসন পেয়েছে। এনডিএ মোট ৩৫১টি আসন পেয়েছে।