নিজের দলের জন্য টার্গেট ঠিক করে দিয়েছেন আগেই। এবার দেশে তৃণমূল কটা আসন পাবে, কংগ্রেসের ঝুলিতে যাবে কটা, বামেরাই বা কটা আসন পাবে, তার ভবিষ্যৎবাণী করে দিলেন নরেন্দ্র মোদী। নদিয়ার তেহট্টের সভা থেকে কেন বিজেপিকে ভোট দেবেন, তা বলতে গিয়ে রাজ্যে বিজেপি বিরোধী দলগুলি কটা করে আসন পাবেন তার হিসাব দিলেন মোদী।
শুক্রবার সভা থেকে তাঁর প্রশ্ন, 'কেন আপনারা বিজেপিকে ভোট দেবেন? সারা দেশে ১৫টিও আসন পাবে না তৃণমূল। আর কংগ্রেস হাফ সেঞ্চুরিও করতে পারবে না।' আর বামেদের কটাক্ষ করে তাঁর মন্তব্য,'এখন তো লাল পতাকা দেখা যায় না।' মোদীর মতে এখন দেশ জুড়ে চর্চা শুধু এনডিএ চারশ পার করতে পারবে কিনা। তাঁই তিনি আর্জি জানান, উন্নয়নের পথ প্রশস্ত করার জন্য বিজেপিকে ভোট দেওয়ার।
লোকসভা ভোটের সব খবর পড়ুন এখানে
বিজেপিকে ভোট দেওয়া স্বপক্ষে যুক্তি
কেন ভোট দেওয়া উচিত তা স্বপক্ষে যুক্তি দিয়ে মোদী বলেন, 'এই নির্বাচন দেশের নির্বাচন। এই ভোট পুরো হিন্দুস্তানের জন্য সরকার বেছে নেবার সুযোগ। দেশে সরকার কে গঠন করতে পারে? তৃণমূল কংগ্রেস তো পুরো দেশে ১৫ট আসনও জিততে পারবে না। এবার আপনারা আমাকে বলুন তৃণমূল কংগ্রেস ১৫টা আসন নিয়ে সরকার গঠন করতে পারবে কি? আমাকে উত্তর দিন, ১৫ আসন নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে পারবে কি? কংগ্রেসও পুরো দেশে যতই শক্তি লাগিয়ে দিক, এবার হাফ সেঞ্চুরি করা মুসকিল। ৫০ আসন পেতেও ওরা সমস্যা রয়েছে। এবার আমাকে বলুন ৫০ আসনও পাচ্ছে না, ওরা কি সরকার গঠন করতে পারবে?'
আরও পড়ুন। 'শাহজাদা ভয়ে আমেঠি ছেড়ে পালিয়েছে…', বাংলার মাটি থেকে রাহুলকে কড়া কটাক্ষ মোদীর
রাজা কৃষ্ণচন্দ্র প্রসঙ্গে
কৃষ্ণনগর কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী হয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির বধূ অমৃতা রায়। তাঁকে ভোট দিয়ে মোদির হাত শক্ত করার আর্জি জানান প্রধানমন্ত্রী।
এদিন বক্তব্য মহারাজা কৃষ্ণচন্দ্র প্রসঙ্গও উত্থাপন করেন মোদী। তিনি বলেন, 'পশ্চিম বাংলার ইতিহাস দেশকে দিশা দেখাতো। এখানে রাজা কৃষ্ণচন্দ্রের সুশাসন ও ভারত ভক্তির উদাহরণ রয়েছে। যিনি আমাদের আস্থা ও সংস্কৃতিকে বাঁচানোর জন্য কাজ করেছেন। এখানকার উন্নয়নের জন্য অনেক কিছু দান করেছেন। কিন্তু, তৃণমূল কংগ্রেস এরকম রাজ্যক বদনাম করতে সচেষ্ট। দেশের ইতিহাসে প্রথম কোনও সরকার যাদের প্রত্যেক দিন আদালতকে স্মরণ করিয়ে দিতে হয় যে তাদের কাজ কী।'
আজ নদিয়া ছাড়াও বর্ধমান ও বোলপুরে প্রধানমন্ত্রীর সভা ছিল।