বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Karnataka election: কংগ্রেস যদি মমতাকে সমর্থন করত বাংলায়… ভোল বদল অভিষেকের, ধুয়ে দিলেন অধীর

Karnataka election: কংগ্রেস যদি মমতাকে সমর্থন করত বাংলায়… ভোল বদল অভিষেকের, ধুয়ে দিলেন অধীর

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অধীর চৌধুরী। সংগৃহীত ছবি 

পূর্ব বর্ধমানের সভা থেকে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় অতীতে বলেছিলেন যে কোনও দলকে ভোট দিন কিন্তু বিজেপিকে হারান। বাংলাতে যে নো ভোট টু বিজেপি প্রচার করা হয়েছে, কর্ণাটকেও তাই হয়েছে।

কংগ্রেসের মরা গাঙে কার্যত জোয়ার এনে দিল কর্ণাটক। একেবারে বিপুল জয়। অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল বিষয়টি। কিন্তু আরও একবার প্রমাণ দিল কর্ণাটক, মেরুকরণের তাস সব রাজ্যে কাজ করবে না। তবে কর্ণাটকে কংগ্রেসের জয়ে কার্যত অক্সিজেন পেয়েছে বঙ্গ কংগ্রেস। আর সেই সঙ্গে আচমকাই বদলে গেল তৃণমূলের সুর। 

একদিকে যখন কর্ণাটকের জয় নিয়ে বলতে গিয়ে রাহুল গান্ধীর নাম মুখে আনলেন না তৃণমূল নেত্রী। তখনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় অবশ্য কংগ্রেসের নাম মুখে আনতে ভুললেন না। সেই সঙ্গেই দিন কয়েক আগেও যে অভিষেক বলতেন দাদার পুলিশ কেন অধীর চৌধুরীর সঙ্গে থাকে? সেই অভিষেকের গলাতেই এদিন অন্য় সুর।

অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন,কংগ্রেসকেও ভোট দেবেন না, বিজেপিকেও ভোট দেবেন না। এটা তো আমরা করিনি। আমরা জানি কর্ণাটকে বিজেপির বিরুদ্ধে লড়াইতে প্রধান দল হল কংগ্রস। আমরা সেকারণে মানুষের কাছে আপিল করেছিলাম। ডিফারেন্স থাকা সত্ত্বেও। নিজের রাজনৈতিক স্বার্থের উর্ধে উঠে যদি কেউ মানুষের কথা না বলেন তাহলে তাঁর রাজনীতিতে থাকা উচিত নয়। অধীর চৌধুরী যদি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করেন তাহলে অধীর চৌধুরী বিজেপির হাতই শক্তিশালী করছেন। কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট করে কার কার হাত শক্তিশালী করেছে? কার সুবিধা হয়েছে? অভিষেকের পরামর্শ যদি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতেন আরও দশটা পাঁচটা আসন হলেও বাড়ত। ১৫টা আসন বাড়ত। লোকসান তো আখেরে বিজেপিরই হত। যদি কেউ তৃণমূলকে আক্রমণ করে বিজেপির লাভ করে দিতে চান তাহলে ধরে নিতে হবে তিনি বিজেপির হাত শক্তিশালী করছেন।

এদিকে পূর্ব বর্ধমানের সভা থেকে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় অতীতে বলেছিলেন যে কোনও দলকে ভোট দিন কিন্তু বিজেপিকে হারান। বাংলাতে যে নো ভোট টু বিজেপি প্রচার করা হয়েছে, কর্ণাটকেও তাই হয়েছে।

সেই সঙ্গেই অভিষেক জানিয়েছেন, কর্ণাটকের মানুষ শুধু বিজেপিকে হারায়নি বাংলার মতো কর্ণাটকেও ল্যাজেগোবরে হয়ে গিয়েছে।

এদিকে অধীরের দাবি, তোমায় জোটের কথা বলতে হবে না। আগামী দিনে তোমার দলের লোকজনকে কংগ্রেসে আসতে হবেই, আসতে হবেই, আসতে হবেই। জোর দিলেন অধীর চৌধুরী।

 

বন্ধ করুন