কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন, বাছাই করতে চলেছে কংগ্রেস হাইকমান্ড। সেই ইস্যুতে কথা বলতে দিল্লি উড়ে গিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দাপুটে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। দিল্লি গিয়েছেন শিবকুমারও।
1/5কর্ণাটকের কুর্সি শেষমেশ কার দখলে যাবে? এই লাখ টাকার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশ জুড়ে। কংগ্রেসের তরফে কর্ণাটকে দুই হেভিওয়েট স্থানীয় নেতার মধ্যে থেকে কোন একজনকে মুখ্যমন্ত্রী পদে বেছে নিতে হবে কংগ্রেসের হাইকমান্ডকে। কুর্সির একদিকে ডিকে শিবকুমার, অন্যদিকে সিদ্দারামাইয়া। এদিকে, দুই নেতাই এবার মুখ্যমন্ত্রী পদ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। (PTI Photo/Shailendra Bhojak)(PTI05_13_2023_000434B) (PTI)
2/5কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন, বাছাই করতে চলেছে কংগ্রেস হাইকমান্ড। সেই ইস্যুতে কথা বলতে দিল্লি উড়ে গিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দাপুটে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। বেঙ্গালুরু থেকে রওয়া হওয়ার আগে তিনি বলেন,'আমার ধারণা অনুযায়ী বেশিরভাগ বিধায়ক আমার সমর্থনে রয়েছেন। তাঁরা চান আমি মুখ্যমন্ত্রী হই। এই রেজোলিউশন (পদে কে থাকবেন তা নির্ধারণ) একটি প্রক্রিয়া। তবে আমি বিধায়কদের মত নিয়েছি। আমার আস্থা রয়েছে হাইকমান্ডে। ' (ANI Photo) (PTI)
3/5এরপর সিদ্দারামাইয়াকে প্রশ্ন করা হয় যে, যদি এমন পরিস্থিতি তৈরি হয়, যেখানে ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী হতে হয়, তাহলে কি ডিকেকে তিনি সমর্থন করবেন? জবাবে সিদ্দা বলেন,'এমন পরিস্থিতি আসবেই না। আমার মতে, বিধায়করা আমার পক্ষে ভোট দিয়েছেন।' (ANI Photo) (PTI)
4/5শিবকুমার বলেন, ‘আমার আজ জন্মদিন। একটি পুজো হবে। মন্দিরে যাব। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে তা আমি নেব। আমার জন্মদিনের উপহার ১৩৫ বিধায়ক।’ তিনি বলেন, ‘আমি কোনও সংখ্যায় যেতে চাই না, তবে আমার সভাপতিত্বে( রাজ্যে) ১৩৫ জন বিধায়ক গিয়েছেন বিধানসভায় কংগ্রেস থেকে। যেভাবে প্রচার করেছি, স্ট্র্যাটেজি তৈরি করেছি, আমাদের ঐক্য, দেশের কাছে মডেল। আমি অনেক কিছু করতে পারতাম আরও সময় পেলে। সংখ্যাটা আরও বাড়ত। ’ . (PTI Photo)(PTI04_06_2023_000288B) (PTI)
5/5এদিকে, ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশ বলছেন, ‘তিনিই (শিবকুমার) ই এগিয়ে রয়েছেন। গত এক বছর ধরে তিনি পার্টির জন্য অনেক কিছু করেছেন। পার্টির উচিত ন্যায় বিচার করা। মাটির স্তরের ক্যাডাররা ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী চাইছেন। গত ১৮ বছরে সিদ্দারামাইয়া অনেক পোস্টে ছিলেন। তাঁর কর্ণাটক ও কংগ্রেসের জন্য ত্যাগ সাধন করা উচিত। ’(PTI Photo/Ravi Choudhary)(PTI05_15_2023_000169B) (PTI)