মেরুকরণের রাজনীতি আদৌ কি বিজেপির জন্য বুমেরাং হয়েছে কর্ণাটক ভোটে? পরিসংখ্যানে কোন ইঙ্গিত
Updated: 13 May 2023, 10:50 PM ISTউড়ুপিতে বিজেপির বিধায়ক ছিলেন রঘুপতি ভাট। তাঁকে সেখানের টিকিট না দিয়ে যশপাল সুবর্ণাকে বিজেপি উড়ুপির প্রার্থী হিসাবে বেছে নেয়। উড়ুপির যে কলেজে হিজাব ঘিরে বিতর্ক ছিল, সেই কলেজেরই ভাইস প্রিন্সিপাল যশপাল। যিনি ভোটে নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বীকে ৩২,৭৭৬ ভোটে হারিয়েছেন।
পরবর্তী ফটো গ্যালারি