সদ্য সমাপ্ত হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হল আজ। আজ সকালে কংগ্রেস এগিয়ে গিয়েছিল হরিয়ানায়। তবে বেলা গড়াতেই ১৮০ ডিগ্রি ঘুরে যায় ফলাফল। বিজেপি এগিয়ে যায় হরিয়ানায়। শেষপর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হরিয়ানায় ঐতিহাসিক তৃতীয়বারের জন্য সরকার গঠন করছে বিজেপি। পদ্মশিবিরের প্রাপ্ত আসন হল ৪৮। আর কংগ্রেস জিতেছে ৩৭টি আসনে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে ইন্ডিয়া জোটে আস্থা রেখেছেন মানুষ। ন্যাশনাল কনফারেন্স ৪২টি আসন জিতেছে। বিজেপি ২৯টি আসন জিতেছে। কংগ্রেস ৬টি আসন জিতেছে। পিডিপি ৩টি আসন জিতেছে। অন্যান্যরা ১০টি আসন জিতেছে।
মোদী ও মানুষকে জয় উৎসর্গ করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মানুষকে জয় উৎসর্গ করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। এবার তাঁর লড়াইটা কঠিন ছিল। তা সত্ত্বেও সেরা পারফরম্যান্সের দিকে এগিয়ে যাচ্ছেন।
হরিয়ানায় হ্যাটট্রিকের পথে বিজেপি
আপাতত হরিয়ানায় বিজেপি এগিয়ে আছে বা জিতেছে ৪৯টি আসনে। এগিয়ে আছে ২৭টি আসনে। এগিয়ে আছে ২২টি আসনে। ২৫টি আসনে জিতেছে কংগ্রেস। ১১টি আসনে এগিয়ে আছে কংগ্রেস।
জম্মু ও কশ্মীরে মুখ থুবড়ে পড়ল বিজেপি, কুলগামে লাল দুর্গ অক্ষত
জম্মু ও কাশ্মীরে বিজেপি এগিয়ে বা জয়ী হয়েছে ২৯টি আসনে। জম্মু ও কাশ্মীর বিজেপির সভাপতি রবিন্দর রায়না নিজে হেরেছেন নৌশেরা আসন থেকে। এদিকে ন্যাশনাল কনফারেন্স ৪২টি আসনে এগিয়ে বা জয়ী। কংগ্রেস জয়ী ৬টি আসনে। সিপিএম-এর তারিগামি জিতেছেন কুলগাম আসনে।
হরিয়ানায় পিছন থেকে এসে বাজিমাত বিজেপির
হরিয়ানায় বিজেপি ৫০টি আসনে জিতেছে বা এগিয়ে আছে। কংগ্রেস সেখানে এগিয়ে বা জয়ী ৩৫টি আসনে।
কে হবেন জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী
জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা হবেন বলে ঘোষণা করলেন ন্যাশনা কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা।
জম্মু ও কাশ্মীরে হার বিজেপি রাজ্য সভাপতির
হেলে গেলেন জম্মু ও কাশ্মীরের বিজেপি রাজ্য সভাপতি রবিন্দর রায়না। নৌশেরা আসন থেকে লড়েছিলেন তিনি।
জয়ী ভিনেশ ফোগাট
হরিয়ানায় কংগ্রেস পিছিয়ে থাকলেও জয়ী হলেন অলিম্পিয়ান ভিনেশ ফোগাট।
জম্মু ও কাশ্মীরে আরও এগিয়ে গেল 'ইন্ডিয়া'
জম্মু ও কাশ্মীরে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোট ৪৭টি আসনে এগিয়ে আছে। আর বিজেপি এগিয়ে মাত্র ২৮টি আসনে। ৯০ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভার ভোটগণনায় যদি এই ধারা বজায় থাকে, তাহলে এখানে সরকার গড়বে 'ইন্ডিয়া' জোট।
৫ আসনে ব্যবধান ৫০০-র কম
হরিয়ানায় খেলা ঘুরিয়ে দিল বিজেপি। বেলা গড়াতেই হাফ সেঞ্চুরির দোরগোড়ায় দল। তবে এখনও ১৬টি আসনে ব্যবধান ১০০০ ভোটেরও কম। এর মধ্যে ৮টিতে এগিয়ে বিজেপি, ৮টিতে কংগ্রেস। এর মধ্যে আবার ৫টি আসনে ভোটের ব্যবধান ৫০০রও কম। সেগুলির মধ্যে ৩টিতে এগিয়ে কংগ্রেস, ২টিতে বিজেপি।
৩১টি আসনে ব্যবধান ১০০০ ভোটের কম
হরিয়ানায় ৩১টি আসনে ব্যবধান ১০০০ ভোটের কম। এই ৩১টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে ১৫টি আসনে, ১৬টি আসনে এগিয়ে কংগ্রেস।
হরিয়ানায় হাড্ডাহাড্ডি লড়াই
হরিয়ানায় হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস এবং বিজেপির। কংগ্রেস প্রাথমিক ভাবে এগিয়ে গেলও বিজেপি ফের কড়া টক্কর দিয়ে পিছনে ফেলল হাত শিবিরকে। সকাল ১০টা ৫ মিনিটে বিজেপি হরিয়ানার ৪৫টি আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে ৩৯টি আসনে।
জম্মু ও কাশ্মীরে এগিয়ে ‘ইন্ডিয়া’
জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট ৩৭টি আসনে এগিয়ে গিয়েছে। এখানে বিজেপি এগিয়ে আছে ২৭টি আসনে।
ম্যাজিক ফিগার পার কংগ্রেসের
হরিয়ানা বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই ৫০টির বেশি আসনে এগিয়ে গিয়েছে কংগ্রেস। উল্লেখ্য, এই রাজ্যে ৯০টি আসন রয়েছে। এই আবহে ম্যাজিক ফিগার হল ৪৬। তার অনেকটাই ওপরে চলে গিয়েছে হাত শিবির। আর বিজেপি আপাতত এগিয়ে মাত্র ২২টি আসনে।
জম্মু-কাশ্মীরে এগিয়ে কে?
জম্মু ও কাশ্মীরে বিজেপি আপাতত এগিয়ে আছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোটের থেকে। এখনও পর্যন্ত যতগুলি আসনে ভোটের ট্রেন্ড সামনে এসেছে, তার মধ্যে বিজেপি এগিয়ে ১৫টি আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে ১০টি আসনে। এছাড়া অন্যান্যরা এগিয়ে ২টি আসনে।
হরিয়ানায় এগিয়ে কংগ্রেস
এদিকে ভোট গণনা শুরু হওয়ার প্রায় ৫০ মিনিট পরে হরিয়ানায় ম্যাজিক ফিগার ছোঁয়ার দিকে ছুটছে কংগ্রেস। এখনও পর্যন্ত ৯০ আসনের বিধানসভায় ৩৯টিতে এগিয়ে গিয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে মাত্র ২২টি আসনে।
উল্লেখযোগ্য কোন প্রার্থীরা এগিয়ে আছেন?
জম্মু ও কাশ্মীরের গন্দেরবল থেকে এগিয়ে আছেন ন্যাশনাল কনফারেন্স প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এদিকে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেন্দ্র সিং হুডা এগিয়ে আছেন গারহি সাম্পলা-কিলোই থেকে। এবার কংগ্রেসের টিকিটে হরিয়ানার জুলানা থেকে প্রার্থী হয়েছেন অলিম্পিকে ফাইনালে ওঠা ভিনেশ ফোগট। তিনি এগিয়ে আছেন আপাতত। এদিকে হরিয়ানার বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি প্রার্থী অনিল ভিজ এগিয়ে আছেন আম্বালা ক্যান্টনমেন্ট আসন থেকে।
কোথায় কে কটা আসনে এগিয়ে শুরুতেই?
ভোট গণনা শুরু হয়েছে হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে। প্রথমে সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটের গণনা হওয়ার কথা। এই আবহে গণনা শুরুর প্রায় ২৫ মিনিট পরে জম্মু ও কাশ্মীরে আপাতত ৪টি আসনে এগিয়ে বিজেপি, ৩টি আসনে এগিয়ে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট। এদিকে হরিয়ানায় বিজেপি এগিয়ে ১৮টি আসনে, কংগ্রেস ১৫টিতে। এছাড়া বিএসপি এবং আইএনএলডি জোট এগিয়ে রয়েছে দু’টি আসনে। উভয় দই একটি করে আসনে এগিয়ে। জেজেপি এগিয়ে একটি আসনে।
হরিয়ানায় কিংমেকার কে?
এবার হরিয়ানায় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াইয়ে কিংমেকারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টি (জেপিপি), আম আদমি পার্টি (আপ) এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)। আইএনএলডি থেকে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে ২০১৯ সালে হাত মিলিয়েছিল জেপিপি। আইএনএলডির নেতৃত্বে আছেন চারবারের মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা।
২০১৯ সালে হরিয়ানায় কী ফলাফল হয়েছিল?
এর আগে ২০১৯ সালে হরিয়ানায় ৪০টি আসনে জিতেছিল বিজেপি। যা একক সংখ্যাগরিষ্ঠতার থেকে কম। হরিয়ানায় মোট বিধানসভা আসনের সংখ্যা হল ৯০। আর ম্যাজিক ফিগার হল ৪৬। কংগ্রেস জিতেছিল ৩১টি আসনে। জননায়ক জনতা পার্টি (জেপিপি) জিতেছিল ১০টি আসনে।
পিপলস পালসের সমীক্ষায় কার ঝুলিতে জম্মু ও কাশ্মীর?
এদিকে পিপলস পালসের সমীক্ষা অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে একক বৃহত্তম দল হতে পারে ন্যাশনাল কনফারেন্স। জিততে পারে ৩৩-৩৫টি আসন। কংগ্রেস ১৩-১৫টি আসনে জিততে পারে। বিজেপি জিততে পারে ২৩-৩৭টি আসন। পিডিপির ঝুলিতে যেতে পারে সাতটি থেকে ১১টি আসন। অর্থাৎ ইন্ডিয়া জোট মিলে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।
জম্মু-কাশ্মীর নিয়ে কী বলছে ইন্ডিয়া টুডে এবং সি-ভোটারের এক্সিট পোল?
ইন্ডিয়া টুডে এবং সি-ভোটারের এক্সিট পোল অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে ৪০-৪৮টি আসন পেতে পারে ইন্ডিয়া (কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স)। শুধুমাত্র কাশ্মীর উপত্যকায় ইন্ডিয়া জোট পেতে পারে ২৯-৩৩টি আসনে। বিজেপি একটি আসনে জিততে পারে। পিডিপি জিততে পারে ছ'টি থেকে ১০টি আসনে। অন্যান্যদের ঝুলিতেও ছ'টি থেকে ১০টি আসন যেতে পারে।
জম্মু ও কাশ্মীরে ভোটদানের হার কত ছিল?
জম্মু ও কাশ্মীরে তিনটি দফায় বিধানসভা নির্বাচন হয়েছে - ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনটি দফায় জম্মু ও কাশ্মীরে মোট ৬৩.৮৮ শতাংশ ভোট পড়েছে। পুরুষদের ভোটদানের হার হল ৬৪.৬৮ শতাংশ। আর মহিলাদের ভোটদানের হার হল ৬৩.০৪ শতাংশ। আর তৃতীয় লিঙ্গের ভোটারদের মধ্যে হল ৩৮.২৪ শতাংশ।
জোট বেঁধেছে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স
এবারের ভোটে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট বেঁধে লড়ছে বিজেপির বিরুদ্ধে। এদিকে লড়াইতে আছে মেহবুবা মুফতির পিডিপি। উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনের পরে বিজেপি এবং পিডিপি মিলে জোট সরকার গঠন করেছিল জম্মু ও কাশ্মীরে। পরে সেই সরকার ভেঙে গিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। আর রাষ্ট্রপতি শাসন চলাকালীনই জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়। লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়া হয় জম্মু ও কাশ্মীর থেকে। এদিকে এই নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের ইস্তেহারে ৩৭০ ধারা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি রয়েছে। এদিকে কংগ্রেস ৩৭০ ধারা নিয়ে 'নীরব'। তবে তারা জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে ইস্তেহারে।
জম্মু ও কাশ্মীরের এই নির্বাচন বিজেপির জন্য একটি বড় পরীক্ষা
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের এই নির্বাচন বিজেপির জন্য একটি বড় পরীক্ষা। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার আগে থেকে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। পরে রাজ্য ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল হয় জম্মু ও কাশ্মীর। এরপর থেকে দিল্লিরই কাঁধে ছিল জম্মু ও কাশ্মীর শাসনের দায়িত্বভার। তবে গত কয়েকদিন ধরে কাশ্মীরে পরপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।
জম্মু-কাশ্মীরে উল্লেখযোগ্য প্রার্থী কারা?
এবরে জম্মু-কাশ্মীরে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছে ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ওমর এ বার লড়ছেন দু’টি কেন্দ্র থেকে। ওমর ছাড়াও জম্মু ও কাশ্মীরের রাজ্য বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না, প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাড়রা, জম্মু ও কাশ্মীর আপনি পার্টির প্রধান আলতাফ বুখারির দিকে নজর থাকবে
কবে কবে ভোট হয় জম্মু-কাশ্মীরে?
জম্মু-কাশ্মীরে প্রথম দফার ভোট হয়েছিল গত ১৮ সেপ্টেম্বর। এরপর ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছিল সেখানে। আর ১ অক্টোবর। জম্মু ও কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ, ৮ অক্টোবর, সেখানে ভোট গণনা হবে।
তিন দফায় ভোট জম্মু-কাশ্মীরে
এদিকে এবার মোট তিন দফায় জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম বিধানসভা ভোট হচ্ছে সেখানে। এর আগে ২০১৪ সালে যখন জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন সেটি পূর্ণ রাজ্য ছিল। তবে এখন এটি কেন্দ্রশাসিত অঞ্চল।
হরিয়ানায় উল্লেখযোগ্য প্রার্থী কারা?
হরিয়ানায় এবারের ভোটে ৯০টি আসনের জন্যে মোট প্রার্থী সংখ্যা ১০৩১। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন - বিজেপি মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি (লডওয়া থেকে প্রার্থী হয়েছেন), কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা ভূপেন্দ্র সিংহ হুডা (প্রার্থী হয়েছেন গারহি সাম্পলা-কিলোই থেকে), জেজেপি নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা (প্রার্থী হয়েছেন উচানা কালান থেকে)। কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন অলিম্পিকে ফাইনালে ওঠা ভিনেশ ফোগটও।
হরিয়ানায় মূল লড়াইতে কারা?
হরিয়ানার ৯০টি কেন্দ্রে এক দফাতেই ভোট হয় গত ৫ অক্টোবর। আজ, ৮ অক্টোবর ভোটের ফল ঘোষণা করা হবে এই রাজ্যে। হরিয়ানায় মূল লড়াই শাসকদল বিজেপি এবং বিরোধী কংগ্রেসের মধ্যে। তবে এই ভোটে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল এবং তাঁর নাতি তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার দল জননায়ক জনতা পার্টি।