আজ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথথ দফার ভোট। মোট ৪৩টি আসনে আজ নির্বাচন হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ পর্যন্ত গিয়ে ঝাড়খণ্ডে 'বাংলাদেশি অনু্রবেশকারী' ইস্যুতে সুর চড়িয়েছেন। এদিকে বিগত দিনে দুর্নীতির অভিযোগে জেল খাটতে হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। তাঁর দলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন আবার শিবির বদলে পদ্ম প্রতীকে লড়ছেন এবার। এই আবহে ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনের যাবতীয় লাইভ আপডেট পেতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
EVM সিল করা হল
পূর্ব সিংভূম: প্রথম পর্যায়ের ভোটদানের শেষে বুথে ইভিএম সিল করার কাজ চলছে।
দুপুর ৩ টে পর্যন্ত ঝাড়খণ্ডে ভোট ৫৯.২৮% ভোট, লাস্ট রাঁচি
দুপুর তিনটে পর্যন্ত ঝাড়খণ্ডে ভোটদানের হার হল ৫৯.২৮ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে সরাইখেল্লায় - ৬৬.৩৮ শতাংশ। রাঁচিতে ভোটদানের হার সবথেকে কম - ৫৩.৪ শতাংশ।
রাঁচিতে ভোট দিলেন ধোনি
রাঁচিতে ভোট দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য নিজের কেন্দ্রে ভোট দিলেন। মাসকয়েক আগে লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
দুপুর ১টা পর্যন্ত কত ভোট পড়েছে?
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় দুপুর একটা পর্যন্ত ভোটদানের হার ৪৬.২৫ শতাংশ।
‘ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করুন’, আবেদন হেমন্তের
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং বারহাইত আসন থেকে জেএমএম প্রার্থী হেমন্ত সোরেন বললেন, 'আজ, আমরা আমাদের নিজ নিজ ভোটকেন্দ্রে আমাদের ভোট দিয়েছি। আমি ঝাড়খণ্ডের জনগণের কাছে অনুরোধ করব, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করুন।'
সাড়ে ৪ বছর ঠিক ভাবে কাজ করেনি সরকার: চম্পাই সোরেন
সারাইকেলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন বলেন, ‘প্রত্যেকের নিজের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার অধিকার আছে। আমরা অনুপ্রবেশকারী এবং জমি দখলের ইস্যু তুলেছি এবং আমি এই ইস্যুটি উত্থাপন করতে থাকব। মাইয়া সম্মান যোজনার মতো প্রকল্পগুলি মানুষের জন্য ততটা লাভদায়ক না। গত সাড়ে ৪ বছর ধরে সরকার সঠিকভাবে কাজ না করায় কয়লা, বালি এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে দুর্নীতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখানে।’
ঝাড়খণ্ড-মহারাষ্ট্রের ভোট আগামীর পথ নির্দেশ করবে: সিপিআই সাধারণ সম্পাদক
সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, 'ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এই দুই রাজ্যের নির্বাচন ভারতের রাজনীতির ভবিষ্যত গতিপথ নির্দেশ করবে। সেই কারণেই প্রধানমন্ত্রী ও বিজেপির মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। তারা নির্বাচন নিয়ে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, বিরোধী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ ও গালিগালাজ করছে, তাতে বোঝা যাচ্ছে তারা বিচলিত। তবে আমি অবশ্যই এই সত্যটি তুলে ধরতে চাই যে কোনও দলই জনগণকে ছোট করে দেখতে পারে না। জনগণ নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী ভোট দেবে।'
নকশালদের হুমকি উপেক্ষা বুথে ভোটারদের ভিড়
নকশালদের হুমকি উপেক্ষা করে বিপুল সংখ্যক ভোটার ভোট দিলেন সোনাপিতে। আজ ভোটের দিন সেখানে নকশালদের হুমকি লেখা এক ব্যানার দেখা যায় পথের ধারে। তবে নিরাপত্তা বাহিনী সেই ব্যানার সরিয়ে দেয়। এই হুমকির মাঝেই সকাল ১১টার মধ্যে পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর বিধানসভা কেন্দ্রের সোনাপিতে অবস্থিত ২৫ নং বুথে ৬০% ভোটদান রেকর্ড করা হয়েছে।
ভোট দিলেন সোরেন দম্পতি
এদিকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী কল্পনা সোরেন।
ঝাড়খণ্ডে কত ভোট পড়েছে?
সকাল ১১টা পর্যন্ত ২৯.৩১% ভোট পড়েছে ঝাড়খণ্ডে। এর মধ্যে সর্বোচ্চ ৩৪.১২% ভোট পড়েছে খুন্তি আসনে।
‘যে প্রার্থী জনগণের জন্যে কাজ করবে, তাঁকেই ভোট দিন’, আবেদন প্রাক্তন বিজেপি সাংসদের
প্রাক্তন বিজেপি সাংসদ জয়ন্ত সিনহা নিজের ভোটাধিকার প্রয়োগ করে বললেন, ‘আমি একজন সাধারণ নাগরিক এবং ভোটার। জনসাধারণের সেবা করবেন এবং অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করবেন, এমন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সবার কাছে আবেদন জানাব।’
সকাল ৯টা পর্যন্ত ১৩.৪ শতাংশ ভোট পড়েছে ঝাড়খণ্ডে
ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। সকাল ৯টা পর্যন্ত ১৩.৪ শতাংশ ভোট পড়েছে।
কোডার্মায় ভোটাধিকার প্রয়োগ কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবীর
কোডার্মায় ভোটাধিকার প্রয়োগ কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবীর। নির্বাচন নিয়ে তিনি বলেন, 'আজ গণতন্ত্রের মহান উৎসব। ঝাড়খণ্ডের ৪৩টি আসনে ভোট হচ্ছে। গণতন্ত্রের এই মহান উৎসবে উৎসাহের সাথে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।'
‘বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডকে ধ্বংস করে দিয়েছে’
বিজেপি সাংসদ দীপক প্রকাশ বলেন, 'ঝাড়খণ্ডকে উন্নত এবং দুর্নীতিমুক্ত করতে হবে। যুবকদের চাকরি ও কর্মসংস্থান দিতে হবে। মহিলাদের নৃশংসতা থেকে রক্ষা করতে হবে... এটাই আসন্ন ডবল ইঞ্জিন সরকারের রেজোলিউশন... বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডকে ধ্বংস করে দিয়েছে... তারা ভারতকে দুর্বল করার ষড়যন্ত্র করছে..."
রাঁচিতে ভোট দিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান
রাঁচিতে ভোট দিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তথা জেডিইউ নেতা হরিবংশ। ভোট দিয়ে সাংবাদিকদের সামনে গিয়ে নিজের কালি লাগানো আঙুল দেখান ক্যামেরার জন্যে।
'পরিবর্তনের আশায়' পদ্ম শিবির
জামশেদপুরের এনডিএ প্রার্থী সরযূ রাই এ দিন ভোট দিয়ে বলেন, 'আশা করছি ২৩ নভেম্বর পরিবর্তন আসবে এবং এনডিএ সরকার গঠন হবে।'
ভোট দিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল
ভোট গ্রহণ শুরু হওয়ার পর প্রথম এক ঘণ্টার মধ্যেই নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার। ভোট দিয়ে বেরিয়ে তিনি সাধারণ ভোটারদের কাছে বুথে এসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আর্জি জানান।
আজ জেএমএম-কংগ্রেস জোটের উল্লেখযোগ্য প্রার্থী কারা?
এদিকে জেএমএম-কংগ্রেস জোটের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন আইপিএস অজয় কুমার, হেমন্ত সোরেনের মন্ত্রিসভার সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর ওরাওঁ।
বিজেপির হেভিওয়েট প্রার্থী কারা?
প্রথম দফার ভোটে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন দল বদল করা প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন, তাঁর পুত্র বাবুলাল, প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার স্ত্রী তথা প্রাক্তন সাংসদ গীতা কোড়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার স্ত্রী মীরা, প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের পুত্রবধূ পূর্ণিমা।
তফসিলি জনজাতিদের মন জয়ে সফল হবে বিজেপি?
এই ৪৩টি আসনের মধ্যে ২০টি তফসিলি জনজাতি এবং ছ’টি তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। তফসিলি জনজাতিদের জন্য সংরক্ষিত আসনগুলির মধ্যে ১২টি জেএমএম এবং পাঁচটি কংগ্রেসের দখলে গিয়েছিল। উল্লেখ্য, বিগত দিনে ঝাড়খণ্ডের আদিবাসীদের মন সেভাবে জয় করতে পারেনি বিজেপি। এরই মধ্যে আবার আদিবাসীদের মধ্যে অভিন্ন দেওয়ান বিধি নিয়ে শঙ্কা রয়েছে। যদিও বিজেপি দাবি করেছে, আদিবাসীদের ইউসিসি থেকে আলাদা রাখা হবে।
লোকসভা ভোটের নিরিখে এগিয়ে কে?
এদিকে গত লোকসভা ভোটে ঝাড়খণ্ডে ভালো ফল করেছিল বিজেপি। বিরোধী 'ইন্ডিয়া' জোটকে এখানে তারা পিছনে ফেলে দিয়েছিল। সেই লোকসভা ভোটের হিসাবে এই ৪৩টি আসনের মধ্যে ২৬টিতে এগিয়ে বিজেপি। আর ১৭টি আসনে এগিয়ে জেএমএম, কংগ্রেস এবং আরজেডির ‘ইন্ডিয়া’।
২০১৯ সালে কী ফল হয়েছিল?
আজ ঝাড়খণ্ডের যে ৪৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে, ২০১৯ সালে তার মধ্যে থেকে ১৭টি আসনে জিতেছিল হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। অপরদিকে এর মধ্যে ৮টি আসনে জয়ী হয়েছিল তাদের সহযোগী কংগ্রেস এবং একটিতে আরজেডি। অপরদিকে এই ৪৩টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে গতবার গিয়েছিল মাত্র ৭টি আসন। আর অন্যান্যরা পেয়েছিল ৪টি আসন।
ঝাড়খণ্ডের কোন অংশে ভোট আজ?
প্রথম দফার বিধানসভা ভোটে কোলহান ডিভিশনের দুই সিংভূম, সেরাইকেলা এবং খরসঁওয়া জেলায় ভোট হবে। এছাড়া ভোট হবে পলামুতে। এই এলাকাগুলি একটা সময়ে মাওবাদী অধ্যুষিত ছিল। গত কয়েকবছরে যদিও এখানে মাওবাদীদের দাপাদাপি দেখা যায়নি। তবে তা সত্ত্বেও সতর্কতা অবলম্বন করে প্রতিটি বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ইস্যুতে সরগরম ঝাড়খণ্ড
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ইস্যুতে এবার সরগরম পড়শি রাজ্য ঝাড়খণ্ডের নির্বাচন। এই আবহে আজ সেই রাজ্যে প্রথম দফায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। আজ ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৩টি আসনে নির্বাচন হবে। আজ ভোটগ্রহণ হবে ঝাড়খণ্ডের ১৫,৩৪৪টি বুথে। পরীক্ষায় বসবেন সব মিলিয়ে মোট ৬৮৩ জন প্রার্থী।