বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Karnataka election Result 2023:'বিজেপির কাছে হার জিত নতুন নয়', কর্ণাটকে বললেন লিঙ্গায়েত স্ট্রংম্যান ইয়েদুরাপ্পা

Karnataka election Result 2023:'বিজেপির কাছে হার জিত নতুন নয়', কর্ণাটকে বললেন লিঙ্গায়েত স্ট্রংম্যান ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি ইয়েদুরাপ্পা. (ANI Photo) (ANI)

কর্ণাটকে বর্ষীয়ান বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা বলেন, ‘জয় আর পরাজয় বিজেপির কাছে নতুন ঘটনা নয়। দলের কর্মীদের এই ফল দেখে আতঙ্কিত হওয়া ঠিক নয়।'

কর্ণাটক বিধানসভা নির্বাচন ২০২৩ এর ভোটের ফলাফলের বিশ্লেষণে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির লিঙ্গায়েত ভোটব্যাঙ্কে ভরাডুবি এই হারের অন্যতম কারণ। আর কর্ণাটকের বুকে বিজেপির লিঙ্গায়েত স্ট্রংম্যান বিএস ইয়েদুরাপ্পা এবার মুখ খুললেন বিজেপির ধরাশায়ী হার নিয়ে। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলছেন, হার আর জিত নতুন কোনও ঘটনা নয়।

২২৪ আসনের কর্ণাটক বিধানসভা ভোটে কংগ্রেস ১৩৫ আসনে এগিয়ে থেকে কার্যত বিজেপিকে মাত দিয়েছে সেরাজ্যে। কংগ্রেসের হাইভোল্টেজ এই জয়ের মধ্যেই বিজেপির তরফে এল প্রতিক্রিয়া। কর্ণাটকে বর্ষীয়ান বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা বলেন, ‘জয় আর পরাজয় বিজেপির কাছে নতুন ঘটনা নয়। দলের কর্মীদের এই ফল দেখে আতঙ্কিত হওয়া ঠিক নয়। দলের এই খারাপ ফলের অন্তর্তদন্ত করব আমরা। আমি সম্মানজনকভাবে এই হার স্বীকার করছি।’ প্রসঙ্গত, কর্ণাটকে ভোটের ফলাফলপ্রকাশের ২৪ ঘণ্টা আগে,  কংগ্রেসের তরফে রণদীপ সুরজেওয়ালা বলেছিলেন, ‘বিজেপি হার স্বীকার করে নিয়েছে।’ এরপর ১৩ মে কর্ণাটক ভোটের ফলাফল এল।

(খাটল না মেরুকরণ, দুর্নীতি থেকে মুখ ফেরাল মানুষ, কেন কর্ণাটকে পাঁকে পড়ল পদ্ম)

( ঘরের লক্ষ্মী প্রতিমা কোন দিকে রাখবেন? অর্থভাগ্য তুঙ্গে রাখতে বাস্তুমতে কিছু টিপস)

( Karnataka Poll Video: কর্ণাটক জয়ের পর সনিয়া প্রসঙ্গে কান্নায় ভাসলেন আবেগঘন শিবকুমার, সিদ্দারামাইয়া দিলেন কাকে ধমক?)

উল্লেখ্য, এই ভোটে কংগ্রেসের জয়ে একাধিক বিষয় ২০২৪ লোকসভা নির্বাচনের আগে উঠে আসছে। বেঙ্গালুরুর মতো প্রযুক্তিনগরী সম্বলিত একটি রাজ্যে বিজেপির এই হার অনেকেই মেরুকরণ বিরোধী রাজনীতির পক্ষে জনমত, বলে মনে করছে। এছাড়াও কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' যেমন কংগ্রেসকে মাইলেজ দিয়েছে, তেমনই বিজেপির ঘুম কেড়েছে লিঙ্গায়েত ভোটব্যাঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির মূল ভোটব্যাঙ্ক লিঙ্গায়েতদের মন জয় করতে পারেনি বিজেপি। এছাড়াও কর্ণাটকে দলিত, ওবিসির দিকেও সেভাবে তাকাতে পারেনি তারা। এমনকি কর্ণাটকে ভোক্কালিগা সম্প্রদায়ও বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে, কংগ্রেস তার নিজের ভোটব্যাঙ্কে মুসলিম, দলিত, ওবিসিকে ধরে রাখতে পেরেছে। এমনকি লিঙ্গায়েত বেল্টেও কংগ্রেস বেশ পোক্ত ভোট শেয়ার রেখেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন