কর্ণাটকে জয়ের পর কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ একটি টুইটে লেখেন, ‘ভোটের ফলাফল যেদিকে যাচ্ছে, তাতে এটা নিশ্চিত যে কংগ্রেস জিতেছে আর প্রধানমন্ত্রী হেরেছেন।'
1/5শিয়রে ২০২৪ লোকসভা ভোট। তার আগে রাজস্থান সমেত একাধিক রাজ্যে বিধানসভা ভোট। আর সেই প্রেক্ষাপটে বিজেপির থেকে কর্ণাটক ছিনিয়ে নিল কংগ্রেস। যখন শতাব্দী প্রাচীন এই পার্টির টালমাটাল অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, যখন বিভিন্ন রাজ্যে বিশেষত উত্তর পূর্বে কংগ্রেস তাঁর পোক্ত জমি হারিয়েছে, তখন কন্নড়ভূমে বিজেপিকে মাত দিয়ে বিজয়রথ এগিয়ে নিয়ে গেল মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে থাকা কংগ্রেস। কর্ণাটকের ভূমিপুত্র মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর কর্ণাটকে কংগ্রেসের এই জয় বেশ প্রাসঙ্গিক। তবে জয়ের পর কংগ্রেস নেতাদের কটাক্ষের নিশানায় নরেন্দ্র মোদী! (PTI Photo/Shailendra Bhojak) (PTI)
2/5কর্ণাটকে জয়ের পর কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ একটি টুইটে লেখেন, ‘ভোটের ফলাফল যেদিকে যাচ্ছে, তাতে এটা নিশ্চিত যে কংগ্রেস জিতেছে আর প্রধানমন্ত্রী হেরেছেন। বিজেপি তার নির্বাচনী প্রচারকে প্রধানমন্ত্রীর উপর গণভোট হিসাবে তুলে ধরেছিল এবং বলেছিল, রাজ্য তাঁর আশীর্বাদ পাচ্ছে। আর তা সিদ্ধামূলকভাবে নস্যাৎ হয়ে গিয়েছে।’ রমেশ বলছেন, কংগ্রেস তার ভোটের লড়াই সাধারণ ইস্যুগুলিকে, স্থানীয় ইস্যুগুলিকে, সামনে রেখে লড়েছে। তিনি তাঁর টুইটে লিখছেন,' প্রধানমন্ত্রী বিভক্তির ইঞ্জেকশন দিয়েছেন এবং মেরুকরণের চেষ্টা করেছেন। কর্ণাটকের ভোট বেঙ্গালুরুতে এমন একটি ইঞ্জিনের জন্য যা অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামাজিক সম্প্রীতির সমন্বয় ঘটাবে।' (PTI Photo/Ravi Choudhary) (PTI)
3/5কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি টুইটে লিখছেন ‘টিভি চ্যানেলে হারের পর মোদীর মুখ উধাও হয়ে যায়। কিন্তু রাহুল গান্ধীর মুখ আজ কেন দেখানো হচ্ছে না? কোনওক্রমে রাহুল গান্ধী এই জয়ের অংশিদারিত্ব না পান, এটাই চেষ্টা মিডিয়ার। কিন্তু জনতা যখন সৌজন্যবোধ জানায়, তখন অনেক বড়বড় রথি মহারথীদেরই ঘরে বসিয়ে দেয়। ’ (PTI Photo) (PTI)
4/5উল্লেখ্য, কর্ণাটক বিধানসভা ভোটে সকাল থেকেই ভোট গণনার শুরুতেই কার্যত চালিয়ে ব্যাট করে গিয়েছে কংগ্রেস। ম্যাজিক ফিগার পার করে ১২৯ টি আসন দখল করে এবার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে কর্ণাটকের মসনদে বসতে চলেছে মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বাধীন এই দল। হেভিওয়েট নেতা ডি শিবকুমার, সিদ্দারামাইয়ারা বিপুল ভোটে জয়ের পথে। দুপুর ১২ টা পর্যন্ত ফলাফলে কংগ্রেস-১২৯ টি আসন, বিজেপি ৭৪ টি, জেডিএস ২২ টি আসন দখলে রেখেছে। (PTI/File) (PTI)
5/5কংগ্রেসের এই জয়ে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা', নাকি কর্ণাটকে বিজেপির দুর্বল সরকার নাকি মল্লিকার্জুন খাড়গের হোম গ্রাউন্ডের চেনা পিচ ফ্যাক্টর হিসাবে উঠে এসেছে, তা নিয়ে রয়েছে জল্পনা। উল্লেখ্য, এই ভোটে ভোক্কালিগা ও লিঙ্গায়েত ভোট ফ্যাক্টরও বড় দিক হিসাবে উঠে আসছে। . (PTI Photo/Shailendra Bhojak) (PTI05_13_2023_000029B) (PTI)