বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Karnataka elections results: কর্ণাটকে জয়ের পথে কংগ্রেস, চলছে নাচ আর মিষ্টি বিলি

Karnataka elections results: কর্ণাটকে জয়ের পথে কংগ্রেস, চলছে নাচ আর মিষ্টি বিলি

বেঙ্গালুরুতে কংগ্রেস শিবিরে উল্লাস PTI Photo/Shailendra Bhojak)  (PTI)

দিল্লিতেও কংগ্রেস অফিসের বাইরে উল্লাসের ছবি। সেখানে দেখা যাচ্ছে রাস্তায় ঢোল নিয়ে বেরিয়ে পড়েছেন সাধারণ কংগ্রেস কর্মীরা। ভাঙরা নাচের তালে উল্লাসে ফেটে পড়ছেন কংগ্রেস কর্মীরা।

সংস্কৃতি ফালোর

কুর্সি বদলের পথে কর্ণাটক। অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস। কর্ণাটকের মসনদ থেকে সরে যেতে হবে বিজেপিকে। আর সময় যত এগিয়েছে ততই দিল্লিতে কংগ্রসে কর্মীদের উল্লাস বাড়তে শুরু করেছে। ফাটছে খুশির আতসবাজি। বিলি হচ্ছে লাড্ডু। দিল্লির পাশাপাশি বেঙ্গালুরুতেও কংগ্রেসের পার্টি অফিসের বাইরে লাড্ডু বিলি করা হচ্ছে।

দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অফিসের বাইরে দেখা যায় ফাটছে আতসবাজি। বিলি হচ্ছে লাড্ডু।এদিকে কর্ণাটকে প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের অফিসের বাইরে বিলি হচ্ছে মিষ্টি। কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারাইমাইয়াকে এদিন দেখা যায় তিনি থাম্বস আপ চিহ্ন দেখাচ্ছেন। অন্তত ১১৪টি আসনে এগিয়ে গিয়েছে কংগ্রেস। বিজেপি সব মিলিয়ে অন্তত ৭৩টি আসনে এগিয়ে রয়েছে।

দিল্লিতেও কংগ্রেস অফিসের বাইরে উল্লাসের ছবি। সেখানে দেখা যাচ্ছে রাস্তায় ঢোল নিয়ে বেরিয়ে পড়েছেন সাধারণ কংগ্রেস কর্মীরা। ভাঙরা নাচের তালে উল্লাসে ফেটে পড়ছেন কংগ্রেস কর্মীরা। জয়ের দিকে এগোচ্ছে কংগ্রেস। আর ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে আনন্দ। আসলে জয়ের স্বাদকে পুরোপুরি উপভোগ করতে চাইছেন কংগ্রেস কর্মীরা।

 

দিল্লিতে কংগ্রেস পার্টি অফিসের বাইরে লেখা হয়েছে কর্ণাটক বিজয়। সেখানে পার্টির সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, ও প্রিয়াঙ্কা গান্ধীর ছবি রয়েছে। এদিকে দিল্লিতে কংগ্রেসের পার্টি অফিসের বাইরে দেখা যায় এক কংগ্রেস কর্মী বীর হনুমান সেজে উল্লাসে মেতেছেন। কংগ্রেস নেতারা পার্টি অফিসের বাইরে মিষ্টি বিলি করছেন।

এদিকে এদিন ভোট গণনার আগে সিমলাতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা যায় মন্দিরে পুজো দিতে। কংগ্রেস নেতা পবন খেরা জানিয়েছেন, বিজেপির জন্য একটা বার্তা গেল এবার কর্ণাটকের ভোটে। মানুষ বলতে চাইছেন মানুষের সমস্যায় পাশে থাকুন। ভারতকে বিভাজন করবেন না।

এদিকে ভোট গণনার প্রথম দিকে দেখা গিয়েছিল বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কিন্তু যত সময় এগিয়েছে ততই এগিয়ে গিয়েছে কংগ্রেস। ততই উল্লাস বেড়েছে কংগ্রেস শিবিরে। ভোটের ফলাফল যত বেরিয়েছে ততই হতাশ হয়েছে গেরুয়া শিবির। তবে শেষ পর্যন্ত এই ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।

গত ১০ মে ভোট হয়েছিল কর্ণাটকে। সেখানে এবার ভোটদানের হার ছিল প্রায় ৭৩.১৯ শতাংশ।

 

বন্ধ করুন