বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Karnataka New CM Tussle: উপ-মুখ্যমন্ত্রী ও ৬ দফতর- অফার শিবকে, বলছে সূত্র; ‘রাজার’ নাম কবে? জানাল কংগ্রেস

Karnataka New CM Tussle: উপ-মুখ্যমন্ত্রী ও ৬ দফতর- অফার শিবকে, বলছে সূত্র; ‘রাজার’ নাম কবে? জানাল কংগ্রেস

রাহুল গান্ধীর সঙ্গে সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার। (ছবি সৌজন্যে, টুইটার ANI)

গত শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলেও এখনও মুখ্যমন্ত্রী বেছে উঠতে পারেনি কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের মধ্যে কে নয়া সরকারের মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠছে। ‘মাইন্ডগেম’ খেলছে দু'পক্ষই।

উপ-মুখ্যমন্ত্রিত্ব ও ছ'টি দফতরের মন্ত্রী - ডিকে শিবকুমারকে কংগ্রেস এমনই 'অফার' দিয়েছে বলে সূত্রের খবর। সূত্র উদ্ধৃত করে 'হিন্দুস্তান টাইমস' জানিয়েছে যে সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে সরকারিভাবে মুখ খোলা হয়নি। কর্ণাটকে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত রণদীপ সুরজেওয়ালা শুধু গুজবে কান না নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেইসঙ্গে তাঁর দাবি, আগামিকালের মধ্যে মুখ্যমন্ত্রী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কর্ণাটকে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সুরজেওয়ালা।

গত শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলেও এখনও মুখ্যমন্ত্রী ঠিক করে উঠতে পারেনি কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমারের মধ্যে কে নয়া সরকারের মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠছে। ‘মাইন্ডগেম’ খেলছে দু'পক্ষই। আজ নয়াদিল্লিতে কংগ্রেস সাংসদ তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে আলাদাভাবে দেখা করেন সিদ্দারামাইয়া এবং শিবকুমার। প্রথমে রাহুলের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দেখা করেন। কিছুক্ষণ পরে আসেন শিবকুমার। দু'জনকেই রাহুলের সঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে।

আরও পড়ুন: Karnataka CM Post: ‘বেশিরভাগ বিধায়ক আমাকে মুখ্যমন্ত্রী চান’, বলছেন সিদ্দা, ডিকে শিবির চাইছে ‘ন্যায় হোক’

তবে একাধিক মহলের দাবি, শেষপর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মুখে হাসি বজায় থাকবে। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সিদ্দারামাইয়া। হাতে অধিক বিধায়ক থাকায় তাঁকে শেষপর্যন্ত মুখ্যমন্ত্রিত্বের কুর্সিতে বসানো হবে বলে সংশ্লিষ্ট মহলের দাবি। সূত্র উদ্ধৃত করে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, শিবকুমারকে উপ-মুখ্যমন্ত্রিত্ব এবং ছ'টি দফতরের ‘অফার’ দেওয়া হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কুর্সি না পাওয়ার ‘ক্ষতে’ প্রলেপ দেওয়ার জন্য মলম প্রদান করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের মত।

তবে পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে কংগ্রেসের হাইকম্যান্ড। নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন ১০ রাজাজি মার্গের বাইরে কর্ণাটকে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সুরজেওয়ালা বলেন, ‘কোনওরকম জল্পনা বা গুজবে কান দেবেন না। যখন কংগ্রেসের সভাপতি সিদ্ধান্ত নেবেন, তখন আমি সেটা জানিয়ে দেব। আমি এখানে জল্পনা দূর করতে এসেছি। য একাধিক নিউজ চ্যানেলে চলছে। দয়া করে সেইসব গুজবে কান দেবেন না।’

আরও পড়ুন: DK Shivakumar: 'আমি পিঠে ছুরিকাঘাত করব না', বিলম্বিত দিল্লি যাত্রার আগে মন্তব্য ডিকে শিবকুমারের

সেইসঙ্গে কর্ণাটকে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সুরজেওয়ালা বলেন, ‘আপাতত দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে আলোচনা চালাচ্ছেন। যখন কংগ্রেস কোনও সিদ্ধান্ত নেব, আমরা জানিয়ে দেব। আগামী ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে কর্ণাটকে নয়া মন্ত্রিসভা গঠিত হয়ে যাবে।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন