গত লোকসভা ভোটে ‘ন্যায়’ প্রকল্পের কথা প্রচারে এনেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।এবার নির্বাচনী প্রচারে এসে সেই ‘ন্যায়’ প্রকল্পের কথা তুলে ধরেন রাহুল। নির্বাচনী প্রচারে এসে রাহুল সাফ জানিয়ে দিলেন, কেরালায় ক্ষমতায় এলে ন্যায় প্রকল্প চালু হবে। কেরালাকে দিয়েই ‘ন্যায়’ প্রকল্পের কাজের সূচনা করতে চান রাহুল।
কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমান চান্ডির কেন্দ্র কোট্টায়ামে সভা করতে যান রাহুল। সেখানেই জনসভায় দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘আমি আপনাদের টাকা ন্যায়ের মাধ্যমে আপনাদেরই ফেরত দিতে চাই। ন্যায়ের মাধ্যমে গরিব মানুষের অ্যাকাউন্টে বছরে ৭২,০০০ টাকা চলে যাবে। নতুন এই ধারণা পরীক্ষামূলকভাবে কেরালাকে দিয়েই শুরু করতে চাই।’
এবারে কেরালায় কংগ্রেসের ইস্তাহারে 'ন্যায়' প্রকল্পের পাশাপাশি জায়গা করে নিয়েছে গরিব মানুষের জন্য পাঁচ লাখ গৃহ নির্মাণ, গৃহকর্মীদের জন্য ২,০০০ টাকার পেনশন প্রকল্প। কংগ্রেস নেতা টুইটে সরব ছিলেন কেন্দ্রের বিরুদ্ধে। তিনি বলেন, ‘যেভাবে সীমান্তে জওয়ানরা প্রাণ দিচ্ছেন, দিল্লি সীমান্তে কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের অপমান করার অধিকার কেন্দ্রের নেই। কেন্দ্রকে এর জবাব দিতে হবে।’