ক্ষমতা কি ধরে রাখতে পারবে বাম সরকার? নাকি কেরালার মসনদে বসবে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রোটিক ফ্রন্ট (ইউডিএফ)? আগামী মাসদুয়েকের মধ্যে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চলেছেন কেরালাবাসী। শুক্রবার দক্ষিণ ভারতের রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্টও প্রকাশ করল নির্বাচন কমিশন।
২০২১ সালে কেরালার বিধানসভা ভোটের নির্ঘণ্ট :
একদফায় হবে কেরালায় ভোট। ১২ মার্চ থেকে শুরু হবে মনোনয়ন প্রক্রিয়া। চলবে ২০ মার্চ অবধি। ২১ মার্চ মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ২২ মনোনয়ন স্ক্রুটিনি। ৬ এপ্রিল ভোটগ্রহণ হবে। ২ মে ভোটগণনা।
পূর্ববর্তী কয়েকটি ভোটের পরিসংখ্যান :
এমনিতে কেরালায় মোট বিধানসভা আসনের সংখ্যা ১৪০। ২০১৬ সালের বিধানসভা ৭৭ টি আসনে জয়লাভ করেছিল বাম জোট। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রোটিক ফ্রন্টের (ইউডিএফ) দখলে গিয়েছিল ৪৭ টি আসন। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবির মধ্যে পড়েছিল বামেরা। চিরাচরিত বাম দুর্গ হিসেবে পরিচিত আসনেও ওড়েনি লাল ঝাণ্ডা। ২০ টির মধ্যে ১৯ টি আসনেই জিতেছিল ইউডিএফ জোট। বামেদের দখলে এসেছিল একটি মাত্র আসন।
তবে গত বছর স্থানীয় নির্বাচনে ঘুরে দাঁড়ায় বাম। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত লাল আবির ওড়ে। ১৪ টির মধ্যে ১০ টি জেলা পঞ্চায়েতে জিতেছে বামেরা। ১৫২ টি ব্লক পঞ্চায়েতের মধ্যে বামেদের ঝুলিতে গিয়েছে ১০৮ টি আসন। আর ৯৪১ টির মধ্যে ৫১৪ টি গ্রাম পঞ্চায়েতে জিতেছেন বাম প্রার্থীরা। পুরসভার লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল ইউডিএফ। বামেরা যেখানে ৩৫ টি পুরসভায় জয়লাভ করেছে, সেখানে ইউডিএফের দখলে এসেছে ৪৫ টি পুরসভা। পঞ্চায়েত ও পুরসভা - কোনও নির্বাচনেই সেভাবে দাগ কাটতে ব্যর্থ হয় বিজেপি।