হাড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ছিল না বামেদের তালিকায়। তবে এবার সেই কেন্দ্রে প্রার্থী দিল আইএসএফ। উপনির্বাচনে এই একটি মাত্র আসনেই প্রার্থী দিয়েছে তারা। এই কেন্দ্রে আইএসএফের প্রার্থী হয়েছেন পিয়ারুল ইসলাম। এদিকে গত বারও এই কেন্দ্রে প্রার্থী হয়েছিল আইএসএফের তরফে। সেক্ষেত্রে এবারও উপনির্বাচনে প্রার্থী হতে চেয়ে আইএসএফের তরফে বামেদের কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদন অনুসারেই নওশাদ সিদ্দিকির দলের তরফে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। এখানে আলাদা করে আর প্রার্থী দিচ্ছে না বামফ্রন্ট।
এদিকে এবারের উপনির্বাচনে বামেদের প্রার্থী তালিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার সিপিএম তাদের শরিক দলের প্রার্থীদের অধিকাংশ আসন ছেড়ে দিয়েছে। এমনকী সিপিআইএম(এল) কেও নৈহাটির আসনটি ছেড়ে দিয়েছে। এদিকে কংগ্রেসের সঙ্গে এবার আসন সমঝোতা করেনি বামেরা। তবে আইএসএফের সঙ্গে তাদের পুরনো সম্পর্ক এবারও থাকছে। হাড়োয়ার আসনটি ছাড়াই তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। আর সেই হাড়োয়া থেকে প্রার্থী দিল আইএসএফ।
হাড়োয়া কেন্দ্রে প্রার্থী দেওয়া প্রসঙ্গে নওশাদ সিদ্দিকি জানিয়েছেন, আমাদের সঙ্গে বামফ্রন্টের আলোচনা হয়েছে। এখন যা পরিস্থিতি বিজেপি ও তৃণমূলকে একযোগে হারাতে হবে। আমাদের ইচ্ছে ছিল মাদারিহাটে, তালডাংরায় প্রার্থী দেওয়ার। কিন্তু বৃহত্তর আঙ্গিকে বিজেপি ও তৃণমূলকে হারাতে আমরা কেবলমাত্র হাড়োয়াতেই প্রার্থী দিয়েছি।
এদিকে বিজেপি, তৃণমূল, বাম, আইএসএফ সকলেই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল। কিন্তু কংগ্রেসের প্রার্থীরা কোথায় গেলেন? সূত্রের খবর, কংগ্রেসও মঙ্গলবার রাতের দিকে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কার্যত একলা চলো নীতি নিল কংগ্রেস। বলা ভালো বাধ্য হল কংগ্রেস।
কোচবিহারের সিতাই কেন্দ্রে এবার বামেদের প্রার্থী হচ্ছেন অরুণ কুমার বর্মা। ফরওয়ার্ড ব্লকের তরফে এখানে প্রার্থী করা হচ্ছে। মাদারিহাট( এসটি) কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন পদম ওঁরাও। তিনি আরএসপি দলের নেতা। নৈহাটিতে সিপিআই(এমএল) লিবারেশনের দেবজ্যোতি মজুমদার বামেদের প্রার্থী হচ্ছেন। মেদিনীপুরে বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন সিপিআইয়ের মণি কুন্তল খামরুই। আর তালডাংরা থেকে বামফ্রন্টের প্রার্থী হচ্ছে সিপিআইএমের দেবকান্তি মোহন্তি।
৬ কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিজেপিও। সিতাই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন দীপক কুমার রায়। মাদারিহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রাহুল লোহার। নৈহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রূপক মিত্র। হাড়োয়া কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী বিমল দাস। মেদিনীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী শুভজিৎ রায়। আর তালডাংরা থেকে বিজেপির প্রার্থী হচ্ছে শ্রীমতি অনন্যা রায় চক্রবর্তী।