বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Life Threat on Mallikarjun Kharge: মল্লিকার্জুন খাড়গে ও তাঁর পরিবারকে 'শেষ করার' ছক! 'হাসি পাচ্ছে' অভিযুক্ত BJP নেতার

Life Threat on Mallikarjun Kharge: মল্লিকার্জুন খাড়গে ও তাঁর পরিবারকে 'শেষ করার' ছক! 'হাসি পাচ্ছে' অভিযুক্ত BJP নেতার

মল্লিকার্জুন খাড়গে এবং বিজেপি নেতা মণিকান্ত রাঠোড়

অভিযুক্ত বিজেপি নেতা বলেন, 'আমি খুব অবাক হয়েছিলাম। কংগ্রেস যে নির্বাচন হেরে যাওয়ার বিষয়ে এতটা ভীত, তা দেখে আমার হাসিও পাচ্ছে। এই কারণে তারা এই সব ভুলভাল অভিযোগ তুলছে। আমি কংগ্রেসের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি। কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল করেছে, সেটি ভুয়ো।'

কর্ণাটকের বিধানসভা নির্বাচনের বাকি আর তিনদিন। এরই মধ্যে কংগ্রেসের তরফে এক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়। শতাব্দী প্রাচীণ দলের তরফে দাবি করা হয়, দলের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং তাঁর পরিবারকে খুন করার পরিকল্পনা করা হচ্ছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসক দল বিজেপির দিকেই। এই নিয়ে বেঙ্গালুরুতে কংগ্রেসের তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানেই একটি অডিয়ো ক্লিপ (অডিয়ো বার্তার সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) চালানো হয়। তাতে দাবি করা হয়, চিত্তপুরের বিজেপি প্রার্থী মণিকান্ত রাঠোড় কংগ্রেস সভাপতিকে গালিগালাজ করেছেন। শুধু তাই নয়, খাড়গে এবং তাঁর পরিবারকে 'শেষ করার' কথাও বলছিলেন মণিকান্ত। এই আবহে অভিযুক্ত বিজেপি নেতা এবার মুখ খুললেন।

উল্লেখ্য, যে চিত্তরপুর কেন্দ্র থেকে মণিকান্ত বিজেপির টিকিটে লড়ছেন, সেই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে। এদিকে মণিকান্তের নাম রয়েছে প্রায় ৩০টি মামলায়। এর আগেও প্রিয়াঙ্ককে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মণিকান্তকে। পরে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। এর আগে কালাবুরাগি থেকে একবছরের জন্য 'নির্বাসিত' করা হয়েছিল। এহেন বিতর্কিত নেতাকে খাড়গে পুত্রর বিরুদ্ধে প্রার্থী করেছে বিজেপি। আর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মণিকান্ত বলেন, 'কংগ্রেস হেরে যাওয়ার ভয় পাচ্ছে।'

বিজেপি নেতা বলেন, 'আমি খুব অবাক হয়েছিলাম। কংগ্রেস যে নির্বাচন হেরে যাওয়ার বিষয়ে এতটা ভীত, তা দেখে আমার হাসিও পাচ্ছে। এই কারণে তারা এই সব ভুলভাল অভিযোগ তুলছে। আমি কংগ্রেসের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি। কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল করেছে, সেটি ভুয়ো। আমি কাউকে কোনও হুমকি দিইনি।' এর আগে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এই বিষয়ে বলেছিলেন, 'কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়গে, তাঁর স্ত্রী এবং তাঁর সন্তানদের হত্যার ষড়যন্ত্রের বিষয়টি এড়িয়ে যাওয়া যায় না। এই হুমকি যিনি দিয়েছেন, তিনি কোনও সাধারণ মানুষ নন। তিনি বিজেপির মধ্যমণি চিত্তপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী। আমি জানি প্রধানমন্ত্রী এই বিষয়ে নীরবতা পালন করবেন। কর্ণাটক পুলিশ বা নির্বাচন কমিশনও এই নিয়ে কিছুই করবে না। তবে কর্ণাটকের মানুষ এই ইস্যুতে চুপ বসে থাকবেন না। এর যোগ্য জবাব দেওয়া হবে।'

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.