বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Tripura Assembly Elections Highlights: বিক্ষিপ্ত হিংসার মধ্যেই শেষ ত্রিপুরা নির্বাচনের ভোটগ্রহণ, ভোট পড়ল ৮১.১%
বিক্ষিপ্ত হিংসার অভিযোগ ত্রিপুরার ভোটে। (PTI)

Tripura Assembly Elections Highlights: বিক্ষিপ্ত হিংসার মধ্যেই শেষ ত্রিপুরা নির্বাচনের ভোটগ্রহণ, ভোট পড়ল ৮১.১%

Tripura Assembly Elections Highlights: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আজ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। নির্বাচন সংক্রান্ত যাবতীয় লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

Tripura Assembly Elections Highlights: শেষ হল ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ভোট প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে যাবতীয় ব্যবস্থা রেখেছিল নির্বাচন কমিশন। তবে বিক্ষিপ্ত হিংসার অভিযোগ উঠেছে। ৬০ টি আসনে ভোট পড়েছে ৮১.১ শতাংশ।

16 Feb 2023, 05:00:39 PM IST

শেষ ত্রিপুরা নির্বাচনের ভোটগ্রহণ, ৩ টে পর্যন্ত পড়েছে ৭০% ভোট

শেষ হল ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ।

16 Feb 2023, 04:36:22 PM IST

প্রাসাদ বিক্রি করে বিজেপি বিধায়ক কিনে নেব, দাবি প্রদ্যোতের

দরকার পড়লে ভোটের পর প্রাসাদ বিক্রি করে বিজেপি বিধায়ক কিনে নেবেন বলে চাঞ্চল্যকর দাবি করলেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোৎ মাণিক্য দেববর্মা। এদিকে ভোটগ্রহণের শেষলগ্নে তিনি ভোটারদের উদ্দেশে আবেদন করেন, ভোট খুব ধীর গতিতে হচ্ছে বলে কেউ যেন ভোটের লাইন ছেড়ে বাড়ি না চলে যান।

16 Feb 2023, 04:34:10 PM IST

‘বাম-কংগ্রেস জোট মানুষ টানতে ব্যর্থ’

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন দাবি করলেন, তিপ্রা মোথা অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। আদিবাসী জায়গায় বুথগুলিতে বল প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে বাম-কংগ্রেসের জোট মানুষ টানতে ব্যর্থ বলে দাবি করলেন তিনি। 

16 Feb 2023, 04:31:31 PM IST

কাকরাবান বিধানসভা কেন্দ্রের দুই বুথে হাতাহাতির অভিযোগ

কাকরাবান বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বুথে হাতাহাতির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, সেই কেন্দ্রের ৩ থেকে ৪ নম্বর ভোটকেন্দ্রে হাতাহাতির খবর পাওয়া গেছে। সেক্টরের ম্যাজিস্ট্রেট এই বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। এদিকে গোলাঘাটি বিধানসভার বিজেপি প্রার্থী হিমানী দেববর্মা অভিযোগ করেছেন, তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।

16 Feb 2023, 04:23:15 PM IST

৭০% ভোট পড়েছে দুপুর ৩টে পর্যন্ত

দুপুর তিনটে পর্যন্ত ত্রিপুরায় ভোটদানের হার প্রায় ৭০ শতাংশ। 

16 Feb 2023, 03:14:11 PM IST

অমরপুরে বাম পোলিং এজেন্টকে বেধড়ক মারধর

এদিকে গোমতী জেলার অমরপুরে বাম পোলিং এজেন্টকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। 

16 Feb 2023, 03:13:07 PM IST

সিপিএমের অঞ্চল সম্পাদকের উপর হামলার অভি

বক্সনগরে সিপিএমের অঞ্চল সম্পাদকের উপর হামলার অভিযোগ উঠল। তাঁকে লাঠি দিয়ে বিজেপি কর্মীরা মেরেছে বলে অভিযোগ। 

16 Feb 2023, 01:35:09 PM IST

‘মানুষ আমাদের সুযোগ দেবেন’

তিপ্রা মথার প্রধান প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মন বলেন, ‘বিধানসভা নির্বাচনে ৯০ শতাংশ ভোট পড়বে, এ বিষয়ে আমি আশাবাদী। ত্রিপুরার মানুষ আমাদের সুযোগ দেবে।’ শাসকদলের বিরুদ্ধে অশান্তি করার অভিযোগও তোলেন প্রদ্যোৎ। 

16 Feb 2023, 12:39:45 PM IST

ভোটাধিকার প্রয়োগ করলেন বিপ্লব

ত্রিপুরার গোমতীতে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিপ্লব দেব। ভোট দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা কোনও নির্বাচনকেই ছোট বা বড় বলে মনে করি না। জনতাই আমাদের কাছে সব এবং আমাদের কর্তব্য হল তাদের সম্মান করা। সাধারণ মানুষই আমাদের ২০১৮ সালে ক্ষমতায় এনেছিলেন। এবারও তাই হবে।’

16 Feb 2023, 12:24:09 PM IST

বাম পোলিং এজেন্টকে মারধর, বোমা পড়ল দুই বাম কর্মীর বাড়িতে

ত্রিপুরার কাঁকড়াবন-শালগড়া বিধানসভা কেন্দ্রে সিপিএমের পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ উঠল এবার। অপরদিকে বিশালগড়ে দুই বাম কর্মীর বাড়িতে বোমা মারারও অভিযোগ উঠেছে। এর আগে আজ সকালেই মুখ্যমন্ত্রী মানিক সাহা অবশ্য অভিযোগ করেছিলেন, বোমার সংস্কৃতি বাম-কংগ্রেসের। সেখানে তাঁরই দল এখন বোমাবাজির অভিযোগে অভিযুক্ত।

16 Feb 2023, 11:48:16 AM IST

১১টা পর্যন্ত ত্রিপুরায় ভোট পড়েছে প্রায় ৩২.০৬ শতাংশ

সকাল ১১টা পর্যন্ত ত্রিপুরায় ভোট পড়েছে প্রায় ৩২.১১ শতাংশ। এরই মাঝে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। এক সিপিআই কর্মী হাসপাতালে ভরতি হয়েছেন।

16 Feb 2023, 11:45:11 AM IST

‘দলীয় কর্মীরা মার খাচ্ছেন’

নিজের ভোটাধিকার প্রয়োগের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম নেতা মানিক সরকার অভিযোগ করলেন, অনেক দলীয় কর্মী মার খেয়েছেন বিজেপি কর্মীদের হাতে। 

16 Feb 2023, 11:42:36 AM IST

শতাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনে

ত্রিপুরার মুখ্য নির্বাচন কমিশনার জানালেন, এখনও পর্যন্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনে। তিনি আরও জানান, প্রতিটি ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত অপ্রীতিকর কোনও ঘটনার খবর নেই বলে দাবি করেনি তিনি।

16 Feb 2023, 10:51:38 AM IST

এক জখম বাম কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

শান্তিবাজারে সিপিআই কর্মীকে মারধরের ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করল। এক জখম বাম কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

16 Feb 2023, 10:43:21 AM IST

ভোট দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

ভোট দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিধানসভার প্রধান বিরোধী দলনেতা মানিক সরকার। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির মাঝেই নিজের বুথে গিয়ে ভোটদান করেন মানিকবাবু। 

16 Feb 2023, 10:38:04 AM IST

আক্রান্ত দুই সিপিএম কর্মী

শান্তিবাজারে অশান্তি নিয়ে সরব বামেরা। অভিযোগ, সেই বিধানসভা কেন্দ্রের কালাছড়াতে দুই সিপিএম কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীদের হাতে। উল্লেখ্য, শান্তিরবাজার নিয়ে গতকালই জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বামেরা।

16 Feb 2023, 10:31:43 AM IST

অশান্তি ঘিরে দাবি পালটা দাবি শাসক-বিরোধীর

ত্রিপুরায় বিরোধীদের দাবি, বিজেপি কর্মীরা আম নাগরিকদের ভোট দিতে বাধা দিচ্ছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের পালটা দাবি, বাম-কংগ্রেস জোটের ক্যাডাররা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

16 Feb 2023, 10:30:12 AM IST

শান্তিবাজারেও অশান্তির অভিযোগ

শান্তিবাজারেও অশান্তির অভিযোগ উঠল। বিরোধীদের মারধর এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের কর্মীদরে বিরুদ্ধে। এই আবহে সেখানে বিরোধীরা পথ অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে ভোটগ্রহণ চলাকালীনই। 

16 Feb 2023, 10:23:14 AM IST

ভোটের হার আপডেট করল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৩.২৩ শতাংশ ভোট পড়েছে ত্রিপুরার সব আসনে। এর আগে ওয়েবসাইটে দেখানো হচ্ছিল, সকাল ৯টা পর্যন্ত ১২.৭৬ শতাংশ ভোট পড়েছে। এমনিতে ভোটের হার বেশ ভালো বলেই মনে করা হচ্ছে। তবে বিভিন্ন জায়গায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীরা।

16 Feb 2023, 10:21:06 AM IST

খয়েরপুর বিধানসভা কেন্দ্রে ভোটারদের আটকানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ধনপুরের পর এবার পুরনো আগরতলার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নাথপাড়া এলাকায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ভোটারদের বুথে যাওয়া থেকে বিরত রাখতে লাঠি দিয়ে মারধর করা হয়। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। 

16 Feb 2023, 10:08:25 AM IST

নির্ভয়ে ভোট দিন, ত্রিপুরাাসীদের বার্তা খড়গের

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে ত্রিপুরার ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করলেন। এবার বামেদের সঙ্গে জোট গড়ে ভোটে লড়ছে কংগ্রেস। 

16 Feb 2023, 10:02:04 AM IST

ভোটারদের আটকানোর অভিযোগ, পথ আটকে অবরোধ

ত্রিপুরার ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর ও দুর্লভপুরে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি ভোটারদের আটকাচ্ছে বলে পথ অবরোধ করে প্রতিবাদ দেখানো হয়। পরে অবশ্য নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর জওয়ান ও পুলিশকর্মীরা এসে বিক্ষোব্ধ ভোটারদের বুথে নিয়ে যান। 

16 Feb 2023, 09:59:40 AM IST

'তিপ্রা মথার মতো দল পাঁচ বছর অন্তর আসে'

তিপ্রা মথা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী মানিক সাহার। ত্রিপুরায় বিজেপির সামনে তিপ্রা মথাকে কোনও চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন না মানিক সাহা। তিনি বলেন, ‘পাঁচ বছর অন্তর তিপ্রা মথার মতো এরকম দল আসে৷ ওদের নিয়ে ভাবার কিছু নেই।’

16 Feb 2023, 09:49:23 AM IST

৯টা পর্যন্ত প্রায় ১২.৭৬ শতাংশ ভোট পড়েছে ত্রিপুরায়

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত প্রায় ১২.৭৬ শতাংশ ভোট পড়েছে ত্রিপুরার সব আসনে। বৃদ্ধদের বুথে সাহায্য করছে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত বাহিনীর জওয়ানরা।

16 Feb 2023, 08:54:51 AM IST

রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান মোদীর

রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার জন্য ত্রিপুরাবাসীকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে প্রচারে এসে বারবার রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের বার্তা দিয়েছিলেন মোদী। আজ টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণের জন্য ত্রিপুরার সমস্ত মানুষদের আবেদন জানাচ্ছি। বিশেষ করে রাজ্যের যুব প্রজন্মকে ভোট দেওয়ার আর্জি জানাচ্ছি।’

16 Feb 2023, 08:30:20 AM IST

ভোট দিলেন মানিক সাহা

নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যবাসীকেও অবাধে নিজের নিজের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। 

16 Feb 2023, 08:28:14 AM IST

‘চ্যালেঞ্জটা হল…’, মুখ খুললেন মানিক

মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করছেন যে আমার সামনে কী চ্যালেঞ্জ রয়েছে? চ্যালেঞ্জটা হল কংগ্রেস ও বামের জোট বেঁধেছে। এই জোট যেন শান্তি বিঘ্নিত না করে।’

16 Feb 2023, 08:20:25 AM IST

'উন্নয়নমুখী সরকার' গড়ার স্বার্থে ভোট দিন: শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনগণকে 'উন্নয়নমুখী সরকার' গড়ার স্বার্থে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

16 Feb 2023, 08:18:45 AM IST

শান্তিপূর্ণ ভোটের জন্য সকাল সকাল ‘প্রার্থনা’ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘সর্বত্র শান্তিপূর্ণ ভোটের জন্য আমি সকালে প্রার্থনা করেছি। দেখবেন মানুষ ভোট দিতে এসেছে। আমি নিশ্চিত যে বিজেপি এখানে সরকার গঠন করবে।’

16 Feb 2023, 08:16:26 AM IST

ভোটগ্রহণ দিতে সবাইকে আহ্বান নড্ডার

জেপি নড্ডা: আমি সমস্ত ভোটারদের গণতন্ত্রের এই উৎসবে অংশ নিতে এবং ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রতিটি ভোট সুশাসন, উন্নয়নের যাত্রা অব্যাহত রাখবে। সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ত্রিপুরার জন্য নির্ণায়ক হিসাবে প্রমাণিত হবে এক একটি ভোট। 

16 Feb 2023, 07:43:21 AM IST

সকলকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিজেপির

বিজেপির তরফে সব ভোটারকে বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আবেদন জানানো হয়েছে। ত্রিপুরা বিজেপির তরফে এক টুইট করে এই নিয়ে লেখা হয়েছে, ‘আজ প্রত্যেকে সকাল সকাল বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে পৌঁছে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন।’ 

16 Feb 2023, 07:38:43 AM IST

বিজেপির বিরুদ্ধে অভিযোগ বাম-কংগ্রেস, তৃণমূলের

বিরোধী বাম-কংগ্রেস জোট এবং তৃণমূলের তরফে শাসক বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা হয়েছে গতকাল থেকেই। দুই পক্ষেরই দাবি, বিজেপি ভোটারদের ভয় দেখাচ্ছে। যদিও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

16 Feb 2023, 07:36:09 AM IST

আদিবাসী অধ্যুষিত ২০টি আসনে ঘুরতে পারে খেলা

আদিবাসী অধ্যুষিত অন্তত ২০টি বিধানসভায় খেলা ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। গতবার এই আসনগুলির মধ্যে বেশ কয়েকটিতেই জয় পেয়েছিল বিজেপির জোটসঙ্গী আইপিএফটি। তবে এবার তিপ্রা মোথা এই আসনগুলিতে নিজেদের প্রভাব বিস্তার করেছে। এর ফলে এই ২০ আসনই শেষ পর্যন্ত ফলাফলের ভাগ্য নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে। 

16 Feb 2023, 07:33:47 AM IST

পাঁচ দশকের শত্রুতা ভুলো জোট বাম-কংগ্রেসের

বিজেপিকে হারাতে বিগত পাঁচ দশকের শত্রুতা ভুলেছে বাম এবং কংগ্রেস। পশ্চিমবঙ্গ মডেলেই এই প্রথম ত্রিপুরায় বাম ও কংগ্রেস জোট করে ভোটে লড়ছে। বিজেপিকে ঠেকাতে ‘হাতে উঠেছে কাস্তে’। 

16 Feb 2023, 07:28:27 AM IST

হিংসা বিহীন ভোটের লক্ষ্য নির্ধারণ কমিশনের

ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিতে জানিয়েছেন, রাজ্যে ভোট চলাকালীন যাতে কোনও হিংসা না হয়, তা নিশ্চিত করা হবে। এর জন্যই ভোট নিরাপত্তার দায়িত্বে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামনো হয়েছে। এর মধ্যে ২৫৯ কোম্পানি সিআরপিএফ। 

16 Feb 2023, 07:25:46 AM IST

২০১৮ সালের নির্বাচনের হিসেব 

এর আগে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৩৬টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল বিজেপি। জোটসঙ্গী আইপিএফটি পেয়েছিল ৮টি আসন। মাত্র ১৬টি আসনে পেয়ে গদিচ্যুত হয়েছিল বামেরা।

16 Feb 2023, 07:24:36 AM IST

সকাল থেকে একাধিক বুথে লম্বা লাইন পড়েছে

সকাল থেকেই ত্রিপুরার বিভিন্ন বুথে ভোটারদের ভিড় দেখা গিয়েছে। পাশাপাশি বুথের বাইরে দেখা গিয়েছে কড়া নিরাপত্তা। 

16 Feb 2023, 07:23:45 AM IST

২৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ

ত্রিপুরার ৬০টি আসনে আজ মোট ২৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। সকাল সাতটা থেকে ইতিমধ্যেই ভোটগ্রহণ চালু হয়ে গিয়েছে। 

16 Feb 2023, 07:23:04 AM IST

কড়া নিরাপত্তার ব্যবস্থা 

সব মিলিয়ে ২৫০টি নাকা চেকিং করা হচ্ছে এলাকায়। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। অসম, মিজোরাম সীমান্ত এলাকাতেও কড়া নিরাপত্তা রয়েছে। সব মিলিয়ে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী থাকছে।

16 Feb 2023, 07:22:40 AM IST

আজকের নজরকাড়া আসন

মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা টাউন বরদোয়ালি আসন থেকে লড়তে নেমেছেন। কংগ্রেসের আশিস কুমার সাহার বিরুদ্ধে তিনি ভোটে লড়তে নেমেছিলেন। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন আগরতলা আসনে দাঁড়িয়েছেন। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির পাপিয়া দত্ত। ধনপুর আসন থেকে দাঁড়িয়েছেন প্রাক্তন বিজেপি এমপি প্রতিমা ভৌমিক। এই আসনটি বাম জমানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের খাসতালুক।

16 Feb 2023, 07:22:15 AM IST

লড়াইতে ঝাঁপিয়েছে তৃণমূলও

এদিকে এবার ত্রিপুরায় ভোটযুদ্ধে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেসও। ২৮টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে একাধিকবার গিয়ে প্রচার করে এসেছেন। সে রাজ্যে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে শেষ পর্যন্ত তৃণমূল সে রাজ্যে কেমন ফল করে, তা নিয়ে সংশয়ে রয়েছে অনেকেই। 

16 Feb 2023, 07:20:29 AM IST

তিপরা মোথা ফ্যাক্টর

রাজপরিবারের সদস্য প্রদ্যোত কিশোর দেববর্মা এখন তিপরা মোথার প্রধান। সেই দল ৪২টি আসনে এককভাবে প্রার্থী দিয়েছে। তবে প্রদ্যোৎ কিশোর নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন না এবার। দলের তরফ থেকে জানানো হয়েছে বৃহত্তর তিপরাল্যান্ডের সাংবিধানিক সমাধান না হওয়া পর্যন্ত তারা অন্য কোনও দলের সঙ্গে সমঝোতা করবে না।

16 Feb 2023, 07:19:17 AM IST

জোট সমীকরণ কী?

বিজেপি ৫৫টি আসনে লড়ছে। তার সহযোগী প্রার্থী দিয়েছে ৬টি আসনে। এদিকে এবার বাম কংগ্রেসের মধ্যে আসন বোঝাপড়া হয়েছে ত্রিপুরায়। বামেরা এবার ৪৭টি আসনে প্রার্থী দিয়েছেন। ১৩টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। এদিকে ৪৭টি আসনের মধ্যে ৪৩টি আসনেই প্রার্থী দিয়েছে সিপিএম। বাকি আসনে বাম শরিকরা প্রার্থী দিয়েছে।

16 Feb 2023, 07:19:17 AM IST

১১০০টি বুথে ভোটার সংখ্যা ২৮.১৩ লাখ

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে ৩৩৩৭টি বুথে ভোটগ্রহণ হবে আজ। তার মধ্যে ১১০০টি বুথ স্পর্শকাতর ও ২৮টি অতি স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২৮.১৩ লাখ ভোটার রয়েছেন। তার মধ্যে ১৩.৯৮ লাখ মহিলা ও ১৪.১৪ লাখ পুরুষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৭জন।

ভোটযুদ্ধ খবর

Latest News

স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.