১০৮ পুরসভার ভোট সম্পন্ন হয়েছে রবিবার। উত্তেজনাপ্রবণ সেই ভোট পর্বের পর ২ রা মার্চ বুধবার ছিল তার ফলাফলের তারিখ। এই দিন নদিয়ার একাধিক জায়গায় প্রকাশিত হতে চলেছে পুরভোটের ফলাফল। নদিয়ার ভোট যুদ্ধে রয়েছে কৃষ্ণনগর পুরসভা, এছাড়াও নবদ্বীপের ২৪টি ওয়ার্ড, রানাঘাট পুরসভার ২০ টি, তাহেরপুরের ১৩ টি,বীরনগরের ১৪ টি, শান্তিপুরের ২৪ টি ওয়ার্ড, এছাড়াও রয়েছে কল্যাণী , হরিণঘাটা (১৭ ওয়ার্ড), চাকদহ (২১ ওয়ার্ড), গয়েশপুর (১৮ ওয়ার্ড) পুরসভার ভোট। এদিকে বিভিন্ন জটের সম্মুখীন থাকা হাওড়ায় নজর থাকবে উলুবেড়িয়া পুর এলাকার দিকে। হুগলি পুরসভায় ভোট হয়েছে হুগলি-চুঁচুড়া, বাঁশবেড়িয়া, বৈদ্যবাটি, শ্রীরামপুর, চাঁপদানি, ভদ্রেশ্বর, রিষড়া, কোন্নগর, আরামবাগ, উত্তরপাড়া-কোতরং, তারকেশ্বর, ডানকুনি জায়গা। ফলে। এই এলাকাগুলির ফলাফলের দিকে থাকবে নজর। তবে তারই মাঝে আলাদা করে নজর কেড়েছে নদিয়া তাহেরপুর। সেখানে বামেরা ছিনিয়ে নিয়েছে পুরসভা। এছাড়া নদিয়ার বাকি আসনে তৃণমূল। অন্যদিকে হাওড়ার উলুবেড়িয়া ও হুগলির সর্বত্রই উড়েছে তৃণমূলের বিজয় নিশান।
খোলা যায়নি ইভিএম, শ্রীরামপুরের একটি ওয়ার্ডে পুনর্নির্বাচন
ইভিএম খুলতে না পারায় শ্রীরামপুরের ১ টি ওয়ার্ডে ফের নির্বাচন। ফলাফল ৪ মার্চ। শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বুথে পুনর্নির্বাচন ঘোষণা করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। নন্দলাল ইনস্টিটিউশন রুম নম্বর নম্বর ৩।এই বুথে EVM থেকে তথ্য উদ্ধার করা যায়নি।
ভোট জয়ের পর মমতার বার্তা
বাংলা জুড়ে ১০৮ আসনের মধ্যে সেঞ্চুরি হাঁকাবার পর তৃণমূল কার্যত বিজয়ের উল্লাসে মাতোয়ারা। ‘আমরা যেন দায়িত্ব, নম্রতা, আনুগত্য ভুলে না যাই’ জয়ের পর এই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নদিয়ায় নবদ্বীপে বিজয়োল্লাস
বিরোধীশূন্য করে নবদ্বীপ পৌরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। পৌরসভার 24 টি ওয়ার্ডের বিরোধী শিবির বিজেপি, কংগ্রেস, সিপিআইএম সহ সিপিআইএমের প্রার্থীদের পরাজিত করে প্রতিটি ওয়ার্ডেই রেকর্ড মার্জিনের ব্যবধানে জয়যুক্ত হয়েছেন তৃণমূল মনোনীত প্রার্থীরা।
তাহের পুরে বাম-জয়োল্লাস!
এই জয় শান্তির জয়, উন্নয়নের জয়। তাহেরপুর পৌরসভা দখল রেখে প্রতিক্রিয়া দিলেন বামেদের জয়ী প্রার্থীরা। উল্লেখ্য,গোটা রাজ্য জুড়ে সবুজ ঝড় অব্যাহত থাকলেও একমাত্র নদীয়া তাহেরপুর পৌরসভা বামেরা নিজেদের দখলে রাখল।
হাওড়ার উলুবেড়িয়ার ফলাফল
উলুবেড়িয়া পৌরসভা ভোটের ৩২ টি আসনের মধ্যে তৃণমূল ২৮ টা,কংগ্রেস ১, বিজেপি ১, নির্দল ১ , সিপিএম ১।
কোন্নগর
মোট ওয়ার্ড ২০টি
তৃণমূল ১৭
সিপিএম ১(৭)
কংগ্রেস ১(১৩)
নির্দল ১(২০)
ডানকুনি
মোট ওয়ার্ড সংখ্যা ২১
তৃণমূল ১৯
কংগ্রেস ১(৭)
নির্দল ১(২)
তারকেশ্বর
তারকেশ্বর বিরোধী শূন্য। ১৫ টি আসনেই সেখানে ফুটেছে ঘাসফুল।
আরামবাগ
আরামবাগ মোট ওয়ার্ড ১৯
তৃণমূল ১৮
বিজেপি ১(১৯)
রিষড়া
মোট ওয়ার্ড সংখ্যা ২৩
তৃণমূল ১৯
বিজেপি ২(১০,১১)
কংগ্রেস ১(২)
নির্দল ১(১৭)
চাঁপদানী
মোট ওয়ার্ড- ২২
তৃনমূল ১১
নির্দল ১০
কংগ্রেস ১(৭
হুগলি-চুঁচুড়া পুরসভা
মোট ওয়ার্ড ৩০
তৃণমূল -২৯
সিপিএম ১(১)
বৈদ্যবাটি
মোট ওয়ার্ড সংখ্যা- ২৩
তৃণমূল ১৭
সিপিএম ১(৮)
কংগ্রেস ২(৬,৭)
নির্দল ২(৪,১৭)
হুগলির বাঁশবেড়িয়া
মোট ওয়ার্ড ২২
তৃণমূল ২১
সিপিএম ১(৪)
কোন্ননগর পুরসভা
তৃণমূল ১২
সিপিএম ১(৭ ওয়ার্ড)
কংগ্রেস ১(১৩ ওয়ার্ড)
নদিয়ার কৃষ্ণনগর থেকে বীরনগর পুরসভার ফলাফল
কৃষ্ণনগর পৌরসভার ফলাফল:-
তৃণমূল -১৬
কংগ্রেস -৪
নির্দল -৪
বিজেপি -১
শান্তিপুর পৌরসভার ফলাফল:-
তৃণমূল - ২২
বিজেপি -২
বীরনগর পৌরসভার ফলাফল:-
তৃণমূল- ১১
নির্দল -২
বিজেপি- ১
নদিয়ার চাকদহ থেকে নবদ্বীপের ফলাফল
চাকদহ পৌরসভার ফলাফল:-
তৃণমূল -২১
বিরোধী - ০
রানাঘাট পৌরসভার ফলাফল:-
তৃণমূল - ১৯
বিজেপি -১
তাহেরপুর পৌরসভার ফলাফল:-
বামফ্রন্ট -৮
তৃণমূল -৫
নবদ্বীপ পৌরসভার ফলাফল:-
তৃণমূল -২৪
বিরোধী-০
নদিয়ায় হরিণঘাটা থেকে কল্যাণী বিরোধীদের
হরিণঘাটা পৌরসভার ফলাফল একনজরে:-
তৃণমূল -১৭
বিরোধী- ০
গয়েশপুর পৌরসভার ফলাফল একনজরে:-
তৃণমূল - ১৮
বিরোধী- ০
কল্যাণী পৌরসভার ফলাফল একনজরে:-
তৃণমূল -১৯
বিরোধী- ০
কংগ্রেসের হাতছাড়া তাহেরপুর
তিন দশক পর কংগ্রেসের হাতছাড়া হল তাহেরপুর পুরসভা।
কৃষ্ণনগর পুরসভায় জয়ীদের তালিকা
১নং ওয়ার্ড,নির্দল প্রার্থী অসিত সাহা জয়ী, 220 ভোটে
২নং ওয়ার্ড,তৃণমূল প্রার্থী সুমিতা বিশ্বাস দাস 22ভোটে জয়ী,
৩নং ওয়ার্ড,তৃণমূল প্রার্থী মিলন ঘোষ জয়ী 565 ভোটে,
৪নং ওয়ার্ড নির্দল প্রার্থী অসীম কুমার বিশ্বাস জয়ী
৫নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী অর্পিতা চক্রবর্তী জয়ী,
৬নং ওয়ার্ড কংগ্রেস প্রার্থী,দেবানন্দ শর্মা জয়ী,
৭নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী গৌতম মালাকার জয়ী,
৮নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী প্রগতি চৌধুরী জয়ী
৯নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রিতা দাস জয়ী,
১০নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী,এক্স পুরপ্রধান অসীম সাহা জয়ী,
১১নং ওয়ার্ড বিজেপি প্রার্থী বর্ণালী গুই দত্ত,মাত্র 11 ভোটে জয়ী,
১২নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী প্রদীপ (মলয়) দত্ত জয়ী,
১৩ নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী শিশির কর্মকার জয়ী,
১৪ নং কংগ্রেস প্রার্থী শান্তশ্রী সাহা জয়ী,
১৫নং ওয়ার্ড তৃণমূল জয়ী, এক্স পুরপ্রশাসক নরেশ দাস ৮৪ ভোটে,
১৬নং ওয়ার্ড নির্দল প্রার্থী সুমিত ঘোষ জয়ী,
১৭নং ওয়ার্ড কংগ্রেস প্রার্থী মনিকা কর জয়ী,
১৮নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী আবুলহোসেন বিশ্বাস জয়ী,
১৯নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী সৌগত কৃষ্ণ দেব জয়ী,
২০নং ওয়ার্ড কংগ্রেস প্রার্থী উজ্জ্বলা ঘোষ জয়ী,
২১নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী বুলবুল সরকার,55 ভোটে জয়ী,
২২নং ওয়ার্ড কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী অয়ন দত্ত জয়ী,
২৩নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী শুভশ্রী দাস জয়ী,
২৪ নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী প্রকাশ দাস জয়ী,
২৫নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী পলাশ দাস জয়ী
কৃষ্ণনগর পুরসভায় জয়ীদের তালিকা
কৃষ্ণনগর পুরসভা ভোটের ফলাফল-
তৃণমূল ১৬ টি
জাতীয় কংগ্রেস ৪ টা
নির্দল ৪ টে
বিজেপি ১ টি আসনে জয়ী হয়েছে।
তাহেরপুর সিপিএমের
তাহেরপুর পুরসভা দখলে রেখে দিল সিপিএম। তাহেরপুরে ৮ টিতে জয়ী বামেরা, ৫ টি তৃণমূলের। এদিকে, ১০৮ আসনের মধ্যে গোটা বাংলায় ৯০ টি পুরসভা দখল করে নিয়েছে তৃণমূল।
হরিণঘাটা পৌরসভা বিরোধীশূন্য
হরিণঘাটা পুরসভা বিরোধীশূন্য। ১৭ টি আসনের সব কয়টিতেই দখল রাখল শাসকদল।
কৃষ্ণনগরের চূড়ান্ত ফলাফল
কৃষ্ণনগরের ৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী জয়ী' ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়ী,৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী জয়ী।
নদিয়ায় উৎসব
ফলাফল ঘোষণার পরই নদিয়ায় শুরু উৎসব। সবুজ আবিরে সাজলেন জয়ীরা।
হুগলিতে ঘাসফুল সুনামি!
হুগলির তারকেশ্বর , মহেশতলা পুরসভা দখল করে নিল তৃণমূল। শুরু বিজয়োৎসব।
চলছে পর পর রাউন্ড গণনা
অন্তত ২ থেকে ১৮ রাউন্ড চলবে গণনা। ইতিমধ্যেই বহু জায়গায় ঘোষণা হয়েছে ফলাফল।
উত্তরপাড়া পৌরসভা
উত্তরপাড়ার পুরসভার ভোটে ১ নং ওয়ার্ড তৃণমূল প্রার্থী পার্থ মজুমদার ৪৮৯ ভোটে জয়ী, ২ নং ওয়ার্ড সন্দীপ দাস তৃণমূল প্রার্থী জয়ী, ৪ নং ওয়ার্ড সিপিআইএম প্রার্থী প্রবীর কংস বণিক জয়ী।
নবদ্বীপের ফলাফল
নবদ্বীপ পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী ঝন্টু লাল দাস ২৬৯১ ভোটে জয়লাভ করেন। নবদ্বীপ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ২১৫৮ ভোটে জয়ী মিতালি হালদার
হুগলিতে ঘাসফুল ঝড়
চন্দননগর পুর কর্পোরেশনের ভোটে হুগলিতে কার্যত ঘাসফুলের বিজয় নিশান দাপটে উড়তে দেখা গিয়েছিল। এরপর ২ মার্চের সকাল থেকেই হুগলির বুকে একই ট্রেন্ড দেখা যাচ্ছে পুরসভা ভোটের আঙিনায়। কোন্ননগরে ২ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, বৈদ্যবাটিতে ২ টি, ডানকুনিতে ১ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। উত্তরপাড়া কোতরং পুরসভায় ২ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল।
শুরু গণনা
বিভিন্ন কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়ে গেল ভোট গণনা।
নিরাপত্তা জোরদার
প্রতিটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে তিন জেলার পুরসভা ভোটেই। আর খানিকবাদেই সামনে আসতে চলেছে ভোটের ফলাফলের ট্রেন্ড।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণনা
অপেক্ষার অবসান। আর খানিক বাদেই শুরু হবে ১০৮ পুরসভা ভোটের ফলাফল গণনা।