বাংলা নিউজ > ভোটযুদ্ধ > LIVE Result North and South 24 parganas Municipal Vote: ভাটপাড়া থেকে ব্যারাকপুরে বড়সড় ধাক্কা বিজেপি শিবিরে!
ইভিএম (প্রতীকী ছবি) (HT_PRINT)

LIVE Result North and South 24 parganas Municipal Vote: ভাটপাড়া থেকে ব্যারাকপুরে বড়সড় ধাক্কা বিজেপি শিবিরে!

দুই ২৪ পরগনার ধুন্ধুমার ভোটের লড়াইতে শেষ হাসি কার? জবাব দিতে চলেছে ২ রা মার্চের ফলাফল।

রবিবার সম্পন্ন হয়েছে রাজ্যের ১০৮ টি পুরসভার ভোট। এরপর বুধবার ২ রা মার্চ  পুরভোটের ফলাফল প্রকাশিত হতেই  চারিদিকে তৃণমূল মাতে ‘অকাল হোলি’ তে। ফলাফল ঘিরে স্বভাবতই তৃণমূল থেকে বিজেপি, কংগ্রেস থেকে বামেদের ফলাফলের দিকে নজর ছিল সকলের।  পুরভোটে বাংলার রাজনৈতিক রাশ কোন পার্টির হাতে থাকে তা জানান দিয়েছে ২ রা মার্চ ২০২২। উল্লেখ্য, ১০৮ পুরসভার মধ্যে এবার উত্তর ২৪ পরগণায় মোট ২৫ টি পুরসভায় ভোট হচ্ছে। বরানগর, খড়দা, টিটাগড়, পাণিহাটি ,কামারহাটি, উত্তর ব্যারাকপুর, ভাটপাড়া, নৈহাটি , হালিশহর, কাঁচড়াপাড়া ,অশোকনগর-কল্যাণগড়,উত্তর দমদম,দক্ষিণ দমদম, মধ্যমগ্রাম,মধ্যমগ্রাম,বাদুরিয়া, টাকি,বসিরহাট, গোবরডাঙা, বনগাঁ, হাবড়া,বারাসতে পুরসভার ফলাফল প্রকাশ আজ। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার হাইভোল্টেজ কেন্দ্র, বারুইপুর,রাজপুর- সোনারপুর,জয়নগরের দিকে নজর সকাল থেকেই ছিল। তবে দিনের শেষে শেষ হাসি হাসে তৃণমূল। 

02 Mar 2022, 06:46:35 PM IST

নিশানা মদনের 

"যাওয়া আসা শুধু স্রোতে ভাসা"আজ এখানে কাল ওখানে,পরিস্কার করে কিছু না বললেও অসমাপ্ত কিছু মন্তব্য করে দলের শীর্ষ নেতৃত্বের দিকে নিশানা কামারহাটির বিধায়ক মদন মিত্রের। কামারহাটি মানুষকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি, বলে ইঙ্গিতবহ বার্তা দেন মদন মিত্র।

02 Mar 2022, 05:51:40 PM IST

মমতার বার্তা

শান্তি সমৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে কাজ করার ডাক মমতার।  তৃণমূলের বিপুল জয়ের পর বারাণসীতে অখিলেশ যাদবের হয়ে প্রচার করতে রওনা হন মমতা।

02 Mar 2022, 01:22:45 PM IST

নৈহাটি, ভাটপাড়া, ব্যারাকপুরে ফুটেছে ঘাসফুল!

নৈহাটি ৩১ টি ওয়ার্ডের মধ্যে ৩১টি ওয়ার্ড তৃণমূলের দখলে।। ব্যারাকপুর ২৪টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ড তৃণমূলের দখলে।।ভাটপাড়া ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৫টি তে ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।

02 Mar 2022, 12:25:32 PM IST

অর্জুনগড়ে ৩৫ এ ৩৫ তৃণমূল!

ভাটপাড়ায় ৩৫ আসনেই জয়ী তৃণমূল।

02 Mar 2022, 12:18:40 PM IST

হাবরা , গোবরডাঙার ফলাফল

হাবরা পৌরসভা দখল নিল তৃণমূল কংগ্রেস মোট ২৪ টি আসনের মধ্যে ২৪ টি দখল নিল তৃণমূল কংগ্রেস বিরোধীশূন্য হাবড়া পৌরসভা। গোবরডাঙ্গা পৌরসভা দখল নিল তৃণমূল কংগ্রেস মোট আসন ১৭টি। গোবরডাঙায় তৃণমূল কংগ্রেস ১৫ টি, ১ টি বামেরা, ১ টি নির্দল পেল।

02 Mar 2022, 12:17:39 PM IST

মধ্যমগ্রাম পৌরসভা দখল নিল তৃণমূল কংগ্রেস 

মোট আসন ২৮ টিতৃণমূল কংগ্রেস ২৪ টিবামফ্রন্ট ৪ টি ১১,১৩,১৯ ও ২০ টি ওয়ার্ড

02 Mar 2022, 12:17:03 PM IST

অশোকনগর পৌরসভা দখল নিল তৃণমূল কংগ্রেস 

তৃণমূল কংগ্রেস ২০টিসিপিএম ২ টি ২০ ও ২১ নম্বর ওয়ার্ডকংগ্রেস ১ টি ১৩ নম্বর ওয়ার্ড

02 Mar 2022, 12:16:07 PM IST

বারাসাত পৌরসভা দখল নিল তৃণমূল কংগ্রেস ৩৫ টি ওয়ার্ডের মধ্যে

তৃণমূল কংগ্রেস ৩০ টি ওয়ার্ডসি পি আই এম ৩ টি ১২,১৭,ও ৩১ নম্বর ওয়ার্ডনির্দল ২ টি ১৮ ও ২৮ নম্বর ওয়ার্ড

02 Mar 2022, 12:15:30 PM IST

বসিরহাটের ফলাফল

বসিরহাট পুরসভার ২৩ টি ওয়ার্ডের ২২টিতে তৃণমূল কংগ্রেস ও ১টিতে কংগ্রেস জয়ী।

02 Mar 2022, 12:14:53 PM IST

গারুলিয়া 

গারুলিয়ায় ২১ টির মধ্যে তৃণমূল ১৯, ফরোয়ার্ড ব্লক ১ এবং নির্দল ১ টিতে জয়ী।

02 Mar 2022, 12:14:27 PM IST

কাঁচরাপাড়ার ফলাফল

কাঁচরাপাড়া পুরসভার ২৪ টি ওয়ার্ডের মধ্যে ২৪টি তৃণমূল কংগ্রেসের দখলে।।

02 Mar 2022, 12:14:10 PM IST

টাকির ফলাফল

টাকি পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৫ টি আসনে ও বিজেপি ২ টি আসনে জয়ী।

02 Mar 2022, 11:41:14 AM IST

উত্তর ২৪ পরগনার ফলাফল

উত্তর ২৪ পরগনার ২৫ পুরসভায় দখল রাখল তৃণমূল।

02 Mar 2022, 11:37:40 AM IST

জয় ঘিরে প্রতিক্রিয়া মন্ত্রীর 

মধ্যমগ্রাম ও বারাসত পুরসভা তৃণমূল দখল নিয়ে বারাসতে প্রতিক্রিয়া খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।মন্ত্রী জানান বিরোধীদের সব অভযোগ সঠিক নয়, আর সেটাই প্রমাণ হল।বিরোধীরা বারবার অভিযোগ করেছিল, ভোট লুট হয়েছে ছাপ্পা হয়েছে,সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা মধ্যমগ্রামে ৪টে আসন পেয়েছে এবং একই ভাবে বারাসতেও বিরোধীরা পেয়েছে।

02 Mar 2022, 11:06:13 AM IST

অর্জুনগড়ে ধস বিজেপির

অর্জুন সিংয়ের গড় ভাটপাড়ায় বড় ধাক্কা বিজেপির। ভাটপাড়া পুরসভা জিতে নিল তৃণমূল।

02 Mar 2022, 10:47:20 AM IST

রাজপুর সোনারপুরে দখল তৃণমূলের

রাজপুর সোনারপুর পৌরসভা দখল নিল তৃণমূল। ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ৩৩ টিতে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। ১৬ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেন সিপিআইএম প্রার্থী অর্চনা মিত্র। এবং ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থী শিশির ভট্টাচার্য্য জয়লাভ করেন।

02 Mar 2022, 10:08:03 AM IST

শুভ্রাংশুর জয়

১৬৪৬ ভোটে জয়লাভ কাঁচরাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা মুকুল রায় পুত্র শুভ্রাংশু রায়ের।

02 Mar 2022, 10:07:28 AM IST

বারাসতের ফলাফল

বারাসাতে ২৪ টি ওয়ার্ডের প্রাথমিক ট্রেন্ডে ২০ টি তে এগিয়ে তৃণমূল, ২ টি সিপিএম, ২ টি তে নির্দল এগিয়ে।

02 Mar 2022, 10:06:47 AM IST

শুরু সবুজ আবির খেলা

ভোট গণনা শেষ হওয়ার আগেই আনন্দ মাতলেন সোনারপুর রাজপুর পৌরসভার তৃণমূল কর্মী সমর্থকরা।

02 Mar 2022, 09:49:41 AM IST

খড়দার ফলাফল

খড়দার ৭ পুরসভা তৃণমূলের দখলে। দিকে দিকে উড়ছে ঘাসফুলের ঝাণ্ডা।

02 Mar 2022, 09:17:57 AM IST

ডায়মন্ডহারবার, বারুইপুরের ফলাফল

ডায়মন্ডহারবার ও বারুইপুর পুরসভা দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস।

02 Mar 2022, 08:47:32 AM IST

খড়দায় ৫ ওয়ার্ডে এগিয়ে সিপিএম

উত্তর ২৪ পরগনার খড়দায় ৫ ওয়ার্ডে এগিয়ে রয়েছে সিপিএম।  ইতিমধ্যেই গণনা শুরু হতে একাধিক জায়গায় তৃণমূলের এগিয়ে থাকার খবর উঠে আসতে শুরু করেছে। তারই মাঝে বামেরা এগিয়ে রয়েছে খড়দায়।

02 Mar 2022, 08:14:45 AM IST

শুরু ভোট গণনা

সকাল ৮ টা থেকে শুরু হয়ে গেল ভোট গণনা। বিভিন্ন কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হচ্ছে গণনা।

02 Mar 2022, 07:29:13 AM IST

কড়া নিরাপত্তা

প্রতিটি কেন্দ্রের ৭ মিটারের মধ্যে রয়েছে ১৪৪ ধারা। কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি বরদাস্ত করবে না কমিশন। জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

02 Mar 2022, 07:26:53 AM IST

বজবজের ফলাফল

বজবজের ২০ ওয়ার্ডের ১৮ টিতে জয়ী তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী দল।

02 Mar 2022, 07:16:59 AM IST

শুরু হচ্ছে গণনা

গণনা ঘিরে আঁটো সাটো নিরাপত্তা গোটা ২৪ পরগনা জুড়ে।

ভোটযুদ্ধ খবর

Latest News

হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি?

Latest IPL News

হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.