LIVE Result North and South 24 parganas Municipal Vote: ভাটপাড়া থেকে ব্যারাকপুরে বড়সড় ধাক্কা বিজেপি শিবিরে!
Updated: 02 Mar 2022, 06:46 PM IST- দুই ২৪ পরগনার ধুন্ধুমার ভোটের লড়াইতে শেষ হাসি কার? জবাব দিতে চলেছে ২ রা মার্চের ফলাফল।
রবিবার সম্পন্ন হয়েছে রাজ্যের ১০৮ টি পুরসভার ভোট। এরপর বুধবার ২ রা মার্চ পুরভোটের ফলাফল প্রকাশিত হতেই চারিদিকে তৃণমূল মাতে ‘অকাল হোলি’ তে। ফলাফল ঘিরে স্বভাবতই তৃণমূল থেকে বিজেপি, কংগ্রেস থেকে বামেদের ফলাফলের দিকে নজর ছিল সকলের। পুরভোটে বাংলার রাজনৈতিক রাশ কোন পার্টির হাতে থাকে তা জানান দিয়েছে ২ রা মার্চ ২০২২। উল্লেখ্য, ১০৮ পুরসভার মধ্যে এবার উত্তর ২৪ পরগণায় মোট ২৫ টি পুরসভায় ভোট হচ্ছে। বরানগর, খড়দা, টিটাগড়, পাণিহাটি ,কামারহাটি, উত্তর ব্যারাকপুর, ভাটপাড়া, নৈহাটি , হালিশহর, কাঁচড়াপাড়া ,অশোকনগর-কল্যাণগড়,উত্তর দমদম,দক্ষিণ দমদম, মধ্যমগ্রাম,মধ্যমগ্রাম,বাদুরিয়া, টাকি,বসিরহাট, গোবরডাঙা, বনগাঁ, হাবড়া,বারাসতে পুরসভার ফলাফল প্রকাশ আজ। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার হাইভোল্টেজ কেন্দ্র, বারুইপুর,রাজপুর- সোনারপুর,জয়নগরের দিকে নজর সকাল থেকেই ছিল। তবে দিনের শেষে শেষ হাসি হাসে তৃণমূল।
"যাওয়া আসা শুধু স্রোতে ভাসা"আজ এখানে কাল ওখানে,পরিস্কার করে কিছু না বললেও অসমাপ্ত কিছু মন্তব্য করে দলের শীর্ষ নেতৃত্বের দিকে নিশানা কামারহাটির বিধায়ক মদন মিত্রের। কামারহাটি মানুষকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি, বলে ইঙ্গিতবহ বার্তা দেন মদন মিত্র।