৩৪ বছর এই বাংলায় দাপিয়ে শাসন করেছে সিপিএম। একটা সময় ছিল যখন সিপিএমের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস ছিল না অনেকেরই। আর এখন পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে। ভোটপর্বের মধ্য়ে একটা ছবি পোস্ট করেছে সিপিএম। সেই ছবিতে দেখা যাচ্ছে এক যুবক সাইকেলে লাল পতাকা বেঁধে এগিয়ে যাচ্ছে। সাইকেলের কেরিয়ারে অপর একজন রয়েছেন বলে মনে হচ্ছে। তবে তাঁকে দেখা যাচ্ছে না ভালো করে। সাইকেলটি সবুজ সাথীর সাইকেল নয়।তবুও এই ছবিকে ঘিরে নানা মস্করা নেট পাড়ায়।
একেবারে নির্ভেজাল একটা ছবি। সেই ছবিতে আছে মধ্যবিত্তের রোজকার লড়াইয়ের একটা ইঙ্গিত। নতুন স্বপ্নের জন্য ছুটে চলার গল্প বলছে এই ছবি। ক্যাপশান দেওয়া হয়েছে ,আনতে চলেছি লাল টুকটুকে দিন…
সেই ছবি পোস্ট করেছে বঙ্গ সিপিএম। আর সেই ছবি পোস্ট করতেই নানা মন্তব্য ভাসছে সোশ্য়াল মিডিয়ায়। এক নেট নাগরিক লিখেছেন , নোটাকে হারিয়ে দিয়ে..
অপর এক নেট নাগরিক লিখেছেন, যারা দেখবেন এই টুইটটা তাদের এই টিভি সিরিয়ালের কথা মনে পড়বেই মুঙ্গরিলাল কা হাসিন স্বপ্ন। অপর একজন লিখেছেন, হ্যাঁ সাইবাড়ির রক্ত মাখা ভাতের মতোই। অপর এক নেটনাগরিক পর পর হাসির ইমোজি পোস্ট করেছেন। অপর এক নেট নাগরিক লিখেছেন, স্বপ্নে। অপর একজন লিখেছেন দিবাস্বপ্নে। অপর একজন শুধুই লিখেছেন হা হা হা হা…
কিন্তু কেন এমন হল?
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গোটা দেশের মতোই বাংলায় সিপিএমের একেবারেই ক্ষয়িষ্ণু অবস্থা। কংগ্রেসের সঙ্গে গাটছড়া বেঁধে কিছু জায়গায় পুরনো জমি ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে সিপিএম। কিন্তু যেভাবে সিপিএমের জনভিত্তি ধসে গিয়েছে তাতে নতুন করে ফের জমি ফেরত পাওয়া যে কতটা কঠিন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বামেরা।
তবে অনেকের মতে, বাম আমলে সিপিএমের বিরুদ্ধে কথা বলার মতো সাহস ছিল না অনেকেরই। তবে বর্তমানে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। এখন সিপিএম কোনও বিষয় নিয়ে মুখ খুললেই কার্যত ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরা। নানা মস্করা চলে সিপিএমকে ঘিরে। সেক্ষেত্রে এবারের লোকসভা ভোটে শেষ পর্যন্ত কতটা সুবিধা করতে পারে সিপিএম সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।
তবে সিপিএমের ওই পোস্টে একজন লিখেছেন, ৩৪ বছরে অনেক কারখানা বন্ধ করেছি। বাকি কারখানা বন্ধ করতে আমাদেরকে ভোট দিন।