ভোট প্রচার শুরু হওয়ার আগে তিনি নিজেই বলেছিলেন, নিজে অন্যান্য কেন্দ্রে প্রচারের থাকবেন, তাঁর কেন্দ্রে প্রচার করবেন স্থানীয়রা। তাঁর কেন্দ্রে প্রচারে স্থানীয়রা থাকলেও, শনিবার থেকে নিজেই ডায়মন্ড হারবার কেন্দ্রে মেগা প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একাধিক রোড শো, জনসভায় ‘মেগা প্রচার’ শুরু করবেন তিনি। তবে শুধু ডায়মন্ড নয়, যাদবপুর, জয়নগর, মথুরাপুর ও বারাসতেও প্রচার করবেন অভিষেক।
শনিবার থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ছ’টি রোড শো করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি তিনটি জনসভাও করবেন।
জনসভায় থাকবেন মমতাও
১৮ থেকে ২৮ মের মধ্যে একাধিক রোড শো ও জনসভা রয়েছে অভিষেকের। ২৯ মে ডায়মন্ড হারবারের জনসভায় অভিষেকের সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এছাড়া তৃণমূল সূত্রে খবর, আগামী ২৩ মে যাদবপুর ও মথুরাপুরেও জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ মে রোড শো হবে বারাসতে এবং জয়নগরে হবে সভা। ২৬ তারিখ জয়নগর ও মথুরাপুরে থাকছে জনসভা, ২৭ তারিখ বসিরহাটে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন। উত্তরীয় পরিয়ে বরণ করে ঘরে তুলেছিলেন অভিষেক, সেই অর্জুনকেই বললেন ‘ভিজে বেড়াল’
ডায়মন্ডকে ১ নম্বর চান অভিষেক
জয়ের মার্জিনে ডায়মন্ড হারবারকে এক নম্বরে চান অভিষেক। মনোনয়ন জমা দেওয়ার দিনেই নিজে সে কথা সংবাদিকদের জানিয়েছেন তিনি। অভিষেক বলেন, ‘আমি আশা করব, মানুষ যেভাবে আমাদের ভালোবাসা, আশীর্বাদ দিয়েছেন, একইভাবে ভালোবাসা আশীর্বাদ-বর্ষণ করে আমাদের জয়ের ধারা (অব্যাহত রাখবেন)। ডায়মন্ড হারবার থেকে জয়ের ব্যবধান শুধু বাড়াবেন না, যাতে বাংলার মধ্যেও জয়ের মার্জিনের নিরিখে ডায়মন্ড হারবার এক নম্বরে থাকে, সেটা মানুষ যেন নিশ্চিত করেন, সেই আর্জি জানাব। যদি উন্নয়নের ক্ষেত্রে ডায়মন্ড হারবার এক নম্বর হয়, তাহলে জয়ের মার্জিন এবং প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও (এক নম্বরে থাকার বিষয়ে) আমি আশাবাদী। মানুষ কখনও মুখ ফিরিয়ে নেন না।’
আরও পড়ুন। ‘যে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয় সে কী করে নারীদের উন্নয়ন করবে’, সৌমিত্রকে তোপ অভিষেকের
গতবারের মার্জিন
২০১৯ সালে অভিষেকের জয়ের মার্জিন ছিল ৩.২ লাখের বেশি। এবার সেটা তা বাড়িয়ে কমপক্ষে চার লাখের গণ্ডি পার করতে চান, সেটা আগেই জানিয়েছেন। তবে এখানেই শেষ নয় টার্গেট এখন রাজ্যে মধ্যে এক নম্বর হওয়া।