সোশ্যাল মিডিয়ায় বিজেপি যে অত্যন্ত সক্রিয়, সেটার প্রমাণ ২০১৪ সালেই মিলেছিল। চটকদারি স্লোগান হোক বা আকর্ষণীয় গান- বিজেপির প্রচার কৌশলে কখনও চমকের অভাব হয় না। আর এবার তেলাঙ্গানা বিজেপির তরফে যে প্রচারের ভিডিয়ো প্রকাশ করা হল, তাতেও ঠিক সেই ব্যাপারটাই ফুটে উঠল। জনপ্রিয় গায়ক কৈলাস খেরের এভারগ্রিন গান 'আল্লাহ কে বান্দে হাসদে'-র অনুকরণে বিজেপির তরফে যে গান বানানো হল, তাতে কংগ্রেস-সহ বিরোধীদের আক্রমণ শা.নানো হল। ওই গানের ছন্দ মিলিয়ে কয়েকটি লাইনে কংগ্রেসকে তুমুল খোঁচা দেওয়া হয়। আর কয়েকটি লাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের প্রশংসা করা হয়েছে। সঙ্গে বলা হয়েছে, ‘আল্লাহ কে বান্দে হাসদে, ফির সে মোদী হি আয়েগা।’ আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে বা যাঁর মাথা থেকে সেই চিন্তাটা বেরিয়েছে, তাঁকে বা তাঁদের কুর্নিশ জানিয়েছে নেটপাড়া।
গানে কী কী কথা আছে?
১) 'টুটা ভারত ইনকি বজায় সে, অ্যায়সা টুটা, কি ফির জুড় না পায়া।' (ওদের কারণে ভারত এমনভাবে ভেঙে টুকরো-টুকরো হয়ে গিয়েছে যে আর জোড়েনি।)
২) 'বাঁটা বাঁটা, হামকো হাত নে অ্যায়সে বাঁটা, ফির মিল না পায়া।' (হাত আমাদের মধ্যে এমনভাবে বিভেদ তৈরি করে দিয়েছে যে ফের সকলে একত্রিত হতে পারেননি।)
৩) 'গিরতা হ্যা শান হামারা, গিরতা হ্যা রুকা হ্যা অব।' (আমাদের মর্যাদা পড়ে যাচ্ছিল, এখন সেই পতন আটকেছে।)
৪) 'আজাদি কে জামানে সে লেকর, হালত বদলে অব।' (স্বাধীনতার পর থেকে এখন পরিস্থিতি বদলেছে।)
৫) 'হে আল্লাহ কে বান্দে হাসদে, আল্লাহ কে বান্দে হাসদে, জো ভি হো মোদী হি আয়েগা।'
৬) 'আল্লাহ কে বান্দে হাসদে, আল্লাহ কে বান্দে হাসদে, ফির সে মোদী হি আয়েগা।'
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া
বিজেপির সেই ভিডিয়ো দেখে নেট দুনিয়া তারিফ না করে পারেনি। এক নেটিজেন বলেন, 'যাঁর মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়েছে, দয়া করে তাঁদের বেতন বাড়িয়ে দিন।' অপর একজন বলেন, 'অ্যাডমিন এবং প্রোডাকশন টিমের প্রশংসা প্রাপ্য।' যদিও কেউ-কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। এক নেটিজেন বলেন, ‘হোয়্যাটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ইতিহাস পড়ার পরে এরকম ভিডিয়ো বানিয়েছে বিজেপি।’