বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Attack on Srijan Bhattacharya rally: সৃজনের গাড়িতে হামলা, TMC-র বিরুদ্ধে অভিযোগ, ‘CPM ছাগলের ৩য় সন্তান’ পালটা অরূপ

Attack on Srijan Bhattacharya rally: সৃজনের গাড়িতে হামলা, TMC-র বিরুদ্ধে অভিযোগ, ‘CPM ছাগলের ৩য় সন্তান’ পালটা অরূপ

সৃজনের গাড়িতে হামলা, TMC-র বিরুদ্ধে অভিযোগ, ‘CPM ছাগলের ৩য় সন্তান’ পালটা অরূপ

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। সেখানে প্রচারে গিয়েছিলেন সৃজন ভট্টাচার্য। তিনি ছিলেন হুড খোলা গাড়িতে। তাঁর সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকরা। অনেকেই অটোতে করে আবার বাইকে করে প্রার্থীর প্রচারের মিছেলে যাচ্ছিলেন। অভিযোগ, পঞ্চসায়ের এলাকায় পৌঁছতেই তৃণমূল কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায়।

যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচারে ফের বাধা দেওয়ার অভিযোগ উঠল। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়ার পাশাপাশি পতাকা ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূলের উপর দায় চাপিয়েছে সিপিএম। যদিও তৃণমূল অভিযোগের কথা অস্বীকার করেছে। তাদের বক্তব্য, সিপিএম কোনও লড়াইয়ের জায়গায় নেই। তাই তাদের উপর হামলা করার কোনও মানে নেই। এ প্রসঙ্গে যাদবপুরের সিপিএমকে ‘ছাগলের তৃতীয় সন্তান’ বলে মন্তব্য করেছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী।

আরও পড়ুন: বাড়ি আছে, ব্যাঙ্কে রয়েছে প্রচুর টাকা, কোটিপতি সৃজন! আর কী আছে বাম প্রার্থীর

অভিযোগ, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। সেখানে প্রচারে গিয়েছিলেন সৃজন ভট্টাচার্য। তিনি ছিলেন হুড খোলা গাড়িতে। তাঁর সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকরা। অনেকেই অটোতে করে আবার বাইকে করে প্রার্থীর প্রচারের মিছেলে যাচ্ছিলেন। অভিযোগ, পঞ্চসায়ের এলাকায় পৌঁছতেই তৃণমূল কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায়। সিপিএম প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুড়তে শুরু করে। পাশাপাশি গাড়িতে থাকা পোস্টারও তারা ছিঁড়ে নেয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি বেঁধে যায়। তখন খবর পেয়ে সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও সেখানে পৌঁছয়। পরে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনীতি তরজা। সিপিএমের বক্তব্য, তৃণমূল ভালোমতোই বুঝতে পেরেছে এবার যাদবপুরে তারা জিততে পারবে না। সেই কারণে তারা বারবার সিপিএম কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। প্রসঙ্গত, দুদিন আগেই যাদবপুরে ক্যানসার আক্রান্ত এক সিপিএম কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। আর এবার বাম প্রার্থীর গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ উঠল। এ প্রসঙ্গে সৃজনের কটাক্ষ, তৃণমূল যতই হামলা করুক না কেন সিপিএমকে আটকানো যাবে না। এই ভোটে সিপিএমের জয় নিশ্চিত।

পালটা সিপিএমকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তিনি যাদবপুরের সিপিএমকে ছাগলের তৃতীয় সন্তান বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য, সিপিএম তৃতীয় স্থানে থাকবে। তাই সিপিএমের সঙ্গে তৃণমূলের লড়াইয়ের কোনও মানে হয় না। তৃণমূলের আর কোনও কাজ নেই যে তাদের বাধা দিতে যাবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝগড়া, রাগে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অজিত পাওয়ার: রিপোর্ট দু একটা মৃত্যু চাইছে সরকার, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি জীবন শাস্তি দেয় না,শেখায়! আমার পরীক্ষা শেষই হচ্ছে না! জন্মদিনেও আবেগঘন হার্দিক.. স্ত্রী ২ থেকে সরফিরা, পুজোর সপ্তাহে হলের ভিড় এড়িয়ে ঘরে বসে দেখুন এই সব ছবি 'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল? 'নবরাত্রির সময় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে বিজেপি...' বোলিংয়ের সময় গম্ভীরের কোন টোটকায় সাফল্য পান নীতীশ? ম্যাচ জিতে রহস্য ফাঁস তারকার… ঢাক বাজছে চড়াম চড়াম, মেয়েকে নিয়ে গ্রামের পুজোয় কেষ্ট, দিলেন না অঞ্জলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের বাংলাদেশের দুর্গাপুজোর অনুষ্ঠানে ‘মুসলমানি গান,’ চমকে উঠলেন সনাতনীরা, গ্রেফতার ২

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.