বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > BJP on Seat Target in WB vote:বাংলার ৪২ এ কতগুলি আসন দখলের টার্গেট সেট শাহের? দ্বিতীয় দফার আগে তুলে ধরলেন শাহি-অঙ্ক
BJP on Seat Target in WB vote:বাংলার ৪২ এ কতগুলি আসন দখলের টার্গেট সেট শাহের? দ্বিতীয় দফার আগে তুলে ধরলেন শাহি-অঙ্ক
1/4 প্রথমদফার ভোট পর্ব গিয়েছে মিটে। উত্তরবঙ্গের তিন জেলায় প্রথম দফার ভোট শেষ হতেই এবার নজরে দ্বিতীয় দফার ভোট। আর তার আগে মঙ্গলবার রাজ্যে প্রচারের পারদ চড়ালেন অমিত শাহ। রাজ্যে মঙ্গলবার মালদা ও উত্তর দিনাজপুরে ভোটের প্রচারে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে বিজেপির স্লোগান এবারের ভোটে ‘আবকি বার ৪০০ পার’ সেখানে প্রথম দফার ভোট পার হতেই বাংলা থেকে বিজেপিকে কতগুলি আসন দখল করতে হবে, তার টার্গেট সেট করে দিলেন অমিত শাহ। (ANI Photo)
2/4 উত্তরবঙ্গের দুই জেলার ঝোড়ো প্রচারে এদিন সিএএ থেকে শুরু করে কাটমানি দুর্নীতি ইস্যুতে মমতা সরকারকে বিঁধতে থাকেন শাহ। এদিন তিনি, বিজেপির মালদা উত্তরের লোকসভা কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মু ও দক্ষিণের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে প্রচার করেন। এছাড়াও রায়গঞ্জ লোকসভা কেনেদ্রের প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে করণদিঘিতে সভা করেন শাহ। এই জোড়া সভা থেকেই বাংলার ৪২ আসনে বিজেপির টার্গেটে কতগুলি আসন রাখতে হবে, তার বার্তা দিয়ে দেন শাহ।(ANI Photo)
3/4 সামনেই দ্বিতীয় দফার লোকসভা ভোট। তুঙ্গে রাজনৈতিক পারদ। তারই মাঝে অমিত শাহ বললেন, বাংলায় ৩০ থেকে ৩৫ আসন দখল আপাতত বিজেপির টার্গেট। সভা থেকে বারবার ৩০ এর বেশি আসন দখলের বিষয়ে জোর দেন বিজেপির চাণক্য। মঙ্গলবারের সভা থেকে দুর্নীতি ইস্যুতে তিনি নাম না করে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানান। (ANI Photo)
4/4 অমিত শাহ বলেন, ‘তৃণমূলের এক মন্ত্রীর বাড়ি থেকে ৫১ কোটি টাকা পাওয়া গিয়েছে। তৃণমূলের যে নেতারা দশ বছর আগে ঝুপড়িতে থাকতেন, সাইকেলে ঘুরতেন, তাঁদের এখন চারতলা বাড়ি।’ এছাড়াও সিএএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তিনি বলেন, ‘আমি কথা দিচ্ছি হিন্দু শরণার্থীরা নাগরিকত্ব পাবেন।’ এছাড়াও মমতা সরকারের বিরুদ্ধে কাটমানি ইস্যুতেও অভিযোগের পারদ চড়ান শাহ। তিনি বলেন, ‘এখানে কাটমানির দুর্নীতি চলছে, বিজেপি এলে বন্ধ হয়ে যাবে। ’ (PTI Photo) (PTI04_22_2024_000167B)