বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > খারাপ আবহাওয়া ভেস্তে দিল শাহের প্ল্যান, আসতে পারলেন না দার্জিলিঙে, বার্তা ফোনে

খারাপ আবহাওয়া ভেস্তে দিল শাহের প্ল্যান, আসতে পারলেন না দার্জিলিঙে, বার্তা ফোনে

খারাপ আবহাওয়ার জেরে দার্জিলিংয়ে নামতে পারল না শাহের কপ্টার, ফোনেই দিলেন বার্তা (KK Arora)

ভোট প্রচারে ঝড় তুলতে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে দার্জিলিংয়ের লেবংয়ে সভা করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আজ দার্জিলিংয়ের লেবংয়ের গোর্খা মাঠে রাজুর নির্বাচনী প্রচারের সভায় উপস্থিত হওয়ার কথা ছিল অমিত শাহের। বাগডোগরা থেকে বায়ুসেনা হেলিকপ্টারে তাঁর লেবংয়ে নামার কথা ছিল। 

খারাপ আবহাওয়ার কারণে দার্জিলিংয়ের জনসভায় যোগ দিতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রবিবার দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ রাজু বিস্তার হয়ে নির্বাচনী প্রচারের সভায় যোগ দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে আকাশ মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন অবস্থায় থাকার ফলে হেলিকপ্টারে করে সভাস্থলে অবতরণ করতে পারেননি অমিত শাহ। প্রায় ৩ ঘণ্টা ধরে অপেক্ষা করেও দুর্যোগ না কাটায় তিনি সভা না করে বাধ্য হয়ে ফিরে যান। যদিও তিনি পৌঁছাতে না পারলেও ফোনে অডিয়োবার্তা পৌঁছে দেন। দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা তাঁর সেই অডিয়ো বার্তা শোনান।

আরও পড়ুন: বাংলা থেকে কত আসন? মমতার সঙ্গে কি কোনও সেটিং আছে? চমকে দেওয়া জবাব দিলেন শাহ

এবারও দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী হয়েছেন রাজু বিস্তা। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় দার্জিলিং লোকসভা আসনে ভোট। এই ভোট প্রচারে ঝড় তুলতে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে দার্জিলিংয়ের লেবংয়ে সভা করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আজ দার্জিলিংয়ের লেবংয়ের গোর্খা মাঠে রাজুর নির্বাচনী প্রচারের সভায় উপস্থিত হওয়ার কথা ছিল অমিত শাহের। বাগডোগরা থেকে বায়ুসেনা হেলিকপ্টারে তাঁর লেবংয়ে নামার কথা ছিল। ফলে স্বাভাবিকভাবে তাঁকে ঘিরে সকাল থেকেই মাঠে ভিড় জমতে শুরু করে। 

এই সভা ঘিরে সকাল থেকেই পাহাড় সহ সমতলের বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। কিন্তু, মেঘলা আবহাওয়া কুয়াশা থাকার কারণে শাহের হেলিকপ্টার দার্জিলিংয়ের লেবং হেলিপ্যাডে নামতে পারেনি। দুবার নামার চেষ্টার পর অবশেষে অমিত শাহ হেলিকপ্টারে করে বিহারের উদ্দেশে রওনা হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। আজ দার্জিলিংয়ে সভার লক্ষ্যে শনিবারই অমিত শাহ শিলিগুড়িতে এসে পৌঁছান। রাত্রিবাস করেন শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে। 

সভায় আসতে না পেরে অমিত শাহ অডিয়ো বার্তায় দুঃখপ্রকাশ করেন এবং রাজু বিস্তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। সংক্ষিপ্ত অডিয়ো বার্তায় অমিত শাহ জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে দার্জিলিংয়ের সভায় যোগ দিতে না পারায় তিনি দুঃখিত। 

অমিত শাহ আরও বলেন, চা বাগান, পাহাড়বাসীর সমস্যার সমাধান শুধুমাত্র বিজেপিই করতে পারে। তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ক্ষমতায় আসবে বলে তিনি জানান। বিজেপি প্রার্থী রাজু বিস্তাও দুঃখপ্রকাশ করেন। তিনি জানান, দার্জিলিং থেকে শিলিগুড়ি মাত্র ১৭ মিনিটের পথ। কিন্তু, সেই পথে আসতে না পারায় জনতা যেমন দুঃখিত তেমনই অমিত শাহ এখানে আসার জন্য ৩ ঘণ্টা অপেক্ষা করেছেন। প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচারে যোগ দিয়েছিলেন অমিত শাহ। আগামী ২৩ এপ্রিল মালদা ও রায়গঞ্জে সভা করবেন তিনি।

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

কল্যাণীতে ঘর ভাড়া মাসে মাত্র ১৫ টাকা! রয়েছে অ্য়াটাচ্ড বাথ! কীভাবে সম্ভব? ডার্বিতে মোহনবাগানের রক্ষণের বড় ভরসা রদ্রিগেজ, কোচকে চিন্তায় রাখছে চোট আসছে করবা চৌথ ২০২৪! ৫ মহাযোগে বৃষ সহ বহু রাশি লাকি, গাড়ি কিনতে পারেন কারা? বাবা যখন মেয়ে! মঞ্চে তাঁকে দেখে সন্তানরা কি চমকে গিয়েছিল? কী বললেন ক্রুষ্ণা ADHD-তে আক্রান্ত আলিয়া! কী এই রোগ, কাদের হয়? কীই বা লক্ষণ মোবাইলে আসক্তি, মায়ের বকুনি খেয়ে চরম পদক্ষেপ, মুম্বইয়ে আত্মঘাতী কিশোরী ‘কত ন্যাকামি দেখব! ডাক্তারদের অনশন তো এখন হাসপাতাল পর্যন্ত,’ এবার বেলাগাম কল্যাণ আশ্বিনেই সায়নদীপের সঙ্গে বিয়ে সেরেছেন, দেবীবরণে নতুন বউ রূপসা উৎসবে ছিলেন না, তবে দশমীতে ঘরোয়া আড্ডায় শোভন-সোহিনী-স্বস্তিকা-শ্রাবন্তীরা 'ডাক্তারদের ১০টির মধ্যে ৭ দাবিই পূরণ রাজ্যের', দ্রোহের কার্নিভালে মুখ্যসচিবও?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.