সপ্তম তথা শেষ দফার ভোটের জন্য বসিরহাট-সহ রাজ্যের ৯টি কেন্দ্রে হিংসাহীন পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার রাজ্যে নিযুক্ত নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক, বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের কর্তারা দফায় দফায় বৈঠক করেন। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, নয় কেন্দ্রে ৯৬৭ কোম্পানি অর্থাৎ ৭৭ হাজারেরও বেশি আধা সেনা মোতায়েন করা হবে।
কলকাতায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
কলকাতা পুলিশ নিয়ন্ত্রিত এলাকায় মোতায়েন করা হচ্ছে ২৪৬ কোম্পানি আধা সেনা। এছাড়া প্রায় সাড়ে ১১ হাজার কলকাতা পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি, ৫৯৯টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) রাস্তায় টহল দেবে। এই নয় কেন্দ্রে মোট কিউআরটির সংখ্যা দাঁড়াবে ১৯৫০।
আরও পড়ুন। লোকসভা ভোটের শেষ দফায় বাংলায় কত আসন পাবে BJP? মোদীর সফরকাল অঙ্ক কষলেন সুকান্ত
বড় সংখ্যক বাহিনী মোতায়েনের পরিকল্পনা
বারুইপুর পুলিশ জেলা: ১৬০ কোম্পানি আধা সেনা এবং প্রায় সাড়ে চার হাজার রাজ্য পুলিশ।
বসিরহাট ও সন্দেশখালি: ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তিন হাজারেরও বেশি রাজ্য পুলিশ।
ডায়মন্ড হারবার: ১১০ কোম্পানি আধা সেনা এবং প্রায় চার হাজার রাজ্য পুলিশ।
সুন্দরবন পুলিশ জেলা: ১১৪ কোম্পানি আধা সেনা এবং তিন হাজারের বেশি রাজ্য পুলিশ।
বারাকপুর ও বারাসত পুলিশ জেলা: ৮১ কোম্পানি করে বাহিনী।
বিধাননগর পুলিশ কমিশনারেট: ৫৯ কোম্পানি বাহিনী।
রাজ্য ও কলকাতা পুলিশের বিশেষ ভূমিকা
রাজ্য ও কলকাতা পুলিশের ৩৩ হাজারেরও বেশি কর্মীকে ভোটের কাজে নামানো হচ্ছে। এই বিশাল সংখ্যক বাহিনী মোতায়েনের মাধ্যমে নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসন নিশ্চিত করতে চাইছে যে, শেষ দফার ভোট শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
আরও পড়ুন। ‘বিজেপির বেশি সাফল্য আসবে পশ্চিমবঙ্গ থেকেই’, মোদীর সমালোচনায় বাম– কংগ্রেস–তৃণমূল
ওয়েব কাস্টিংও থাকছে
পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী ছাড়াও প্রতিটা বুথে থাকছে ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা। সেই ওয়েবকাস্টিং-এ স্থানীয় ভাবে ছাড়াও দিল্লির নির্বাচন কমিশনের দফতর থেকে নজরদারি চালানো হবে।
আরও পড়ুন। ষষ্ঠ দফার নির্বাচন পর্যন্ত তৃণমূলের আসন সংখ্যা কত? আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন অভিষেক