ভুবনেশ্বর লোকসভা কেন্দ্রটি ওড়িশা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র এবং রাজ্যের রাজধানী। প্রথম লোকসভা নির্বাচন অর্থাৎ ১৯৫২ সাল থেকেই এই কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। জয়দেব, ভুবনেশ্বর সেন্ট্রাল, ভুবনেশ্বর নর্থ, একামরা ভুবনেশ্বর, জাতনি, বেগুনিয়া, খুরদা এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে পুরি লোকসভা কেন্দ্র গঠিত। ২০১৯ সালের লোকসভা নির্বাচন এই কেন্দ্রটি থেকে বিজেপির অপরাজিতা সারেঙ্গি ৪৮.৪৫ শতাংশ ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হন। ঐতিহাসিক ভাবে এই কেন্দ্রটিতে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম ভালো ফলাফল করলেও বর্তমানে কেন্দ্রটি বিজু জনতা দল এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ। ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীরা জয়ী হন।
এবার ফের তারকা সাংসদ অপরাজিতা সারেঙ্গিকে দাঁড় করিয়েছে বিজেপি। বিপক্ষে মূল প্রতিপক্ষ বিজেডির মন্মথ রৌত্রে। কংগ্রেসের ইয়াসির নওয়াজ ও সিপিআইএমের সুরেশ পানিগ্রাহিও আছেন লড়াইয়ের ময়দানে। বিজেপির শীর্ষ নেতারা এসে অপরাজির জন্য প্রচার করে গিয়েছেন। এবার মোটের ওপর ওড়িশায় লোকসভায় বিজেপি ভালো করবে এমনটাই প্রত্যাশিত। তবে বিধানসভায় ধারে ও ভারে এগিয়ে বিজেডি। সেই কারণেই শেষ অবধি একটুর জন্য জোটটা হয়নি এই দুই দলের মধ্যে। তবে আপাতত ভোটের ময়দানে কেউ একে অপরকে এক ইঞ্চিও জমি ছেড়ে দিচ্ছেন না। ফলে অপরাজিতার কাজটা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। তবে ওড়িশার রাজধানীতে মর্যাদার এই লড়াইয়ে কিছুটা হলেও তিনি স্বস্তিতে আছেন।
১৯৭৭-এর লোকসভা নির্বাচনে শিবাজী পট্টনায়ক ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পক্ষ থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৮১ এবং ১৯৮৪ সালে চিন্তামণি পানিগ্রাহী জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৮৯ এবং ১৯৯১ সালে ফের ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর শিবাজী পট্টনায়ক এই কেন্দ্র থেকে জয়ী হন জাতীয় কংগ্রেসকে হারিয়ে। ১৯৯৬ নির্বাচনের সৌম্যরঞ্জন পট্টনায়ক শেষবারের জন্য কংগ্রেসের পক্ষ থেকে জয়ী হয়েছিলেন এই কেন্দ্রে। এরপর ১৯৯৮, ১৯৯৯, ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালের নির্বাচনে পরপর পাঁচবার বিজু জনতা দলের পক্ষ থেকে প্রসন্নকুমার পাতাসানি সাংসদ নির্বাচিত হন। ওড়িশার অন্যান্য কেন্দ্রের মতো এই কেন্দ্রেও জাতীয় কংগ্রেসের জনসমর্থন ক্রমশ কমে গিয়ে ভারতীয় জনতা পার্টির ক্রমউত্থান হয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রায় ২০ শতাংশ ভোট বৃদ্ধি করে বিজু জনতা দলের প্রার্থীকে পরাজিত করেন।
এবার এক নজরে দেখে নেওয়া যাক ভুবনেশ্বর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলির গত নির্বাচনের ফলাফল। বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে একমাত্র জয়দেব কেন্দ্রটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত, এই কেন্দ্রে বিজেডির প্রার্থী অরবিন্দ ঢালী গত নির্বাচনে জয়ী হন। ভুবনেশ্বর সেন্ট্রাল, ভুবনেশ্বর নর্থ এবং একামরা ভুবনেশ্বর তিনটি কেন্দ্রে যথাক্রমে বিজেডির পক্ষ থেকে অনন্ত নারায়ণ জেনা, সুশান্ত কুমার রাউত এবং অশোকচন্দ্র পাণ্ডা জয়ী হন। জাতনি বিধানসভা কেন্দ্রটিতে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সুরেশ কুমার রাউত্রে জয়ী হন। বেগুনিয়া এবং খুরদা কেন্দ্রে বিজু জনতা দলের রাজেন্দ্র কুমার সাহু এবং জ্যোতিরীন্দ্রনাথ মিত্র জয়ী হয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটিতে বিজেপির প্রভাব বৃদ্ধি পেলেও বিজু জনতা দলের পক্ষেও যথেষ্ট জনসমর্থন রয়েছে। এবার বিধানসভাতে সেই ট্রেন্ডটা কিছুটা বদলায় কিনা, সেটাও জানতে আগ্রহী রাজ্যবাসী।