আগামী ৬ মাসের মধ্যে ভেঙে খান খান হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। কাকদ্বীপের সভা থেকে নাম না করে এই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের সভা থেকে তৃণমূলসহ বিরোধী ইন্ডি জোটের দলগুলিকে ব্যাপক আক্রমণ করেন মোদী। পরিবারতান্ত্রিকতা ও দুর্নীতির অভিযোগে তাদের বিদ্ধ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন - যে খেয়েছে তার পেট থেকে বার করে যার খেয়েছে তাকে ফেরত দেব, গ্যারান্টি দিলেন মোদী
পড়তে থাকুন - ভোট জিহাদিদের সাহায্য করতে OBC যুবার সংবিধানসিদ্ধ অধিকার লুঠ করেছে TMC: মোদী
বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে শেষ সভা করেন প্রধানমন্ত্রী। বাংলায় অভূতপূর্ব সাড়া পেয়েছেন বলে দাবি করে রাজ্যের ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মোদী গোটা বক্তব্য জুড়ে এদিন নিশানা করেন তৃণমূল ও ইন্ডি জোটকে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘৪ জুনের পরে পরবর্তী ৬ মাসে দেশে বিরাট রাজনৈতিক ভূমিকম্প আসবে। সমস্ত পরিবারবাদী পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এদের কর্মীরাও এখন হাঁপিয়ে উঠেছে। তারাও দেখছে, দেশ কোন দিকে যাচ্ছে আর এই পার্টিগুলো কোন দিকে যাচ্ছে।’
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে এক সভায় মোদী বলেন, ‘১০ বছর আগে যখন আপনারা আমাকে সুযোগ দিয়েছিলেন, তখন আমি গোটা দেশকে গ্যারান্টি দিয়েছিলাম, না খাউঙ্গা, না খানে দুঙ্গা। আমি কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। এখন মোদী দেশকে ও পশ্চিমবঙ্গকে একটা আরও বড় গ্যারান্টি দিচ্ছে। মোদীর গ্যারান্টি হচ্ছে, যে খেয়েছে তার পেট থেকে বার করব। আর যার কাছ থেকে খেয়েছে তাকে ফেরত দেব।’
আরও পড়ুন - ভোট জিহাদ এগিয়ে নিয়ে যেতে সাধু - সন্তদের আক্রমণ করছে তৃণমূল, অশোকনগরে বললেন মোদী
মোদীর হুঁশিয়ারি, ‘তৃণমূলের নেতাদের কাছেও এই যে নোটেরা পাহাড় বেরিয়েছে। প্রতিটা টাকার হিসাব হবে। যার থেকে লুঠ করা হয়েছে তাকে কী করে ফেরত দেওয়া যায় সেজন্য আমি আইনি রাস্তা বানাচ্ছি। এখন পর্যন্ত মানুষের থেকে লুঠ করা প্রায় ১৭ হাজার কোটি টাকা ফেরত দেওয়া হয়ে গিয়েছে। বাংলাতেও আপনার লুঠ হওয়া সম্পদ আপনাকে ফিরিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘আমি এই দুর্নীতিবাজদের কালো সম্পদের নোংরা আয় এক্স-রে করব। এমন এক্স-রে যে এদের আগামী প্রজন্ম দুর্নীতি করার আগে একশ’ বার ভাববে।’