সতেরো + দুই + ছয়- অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি (টিডিপি), জনসেনার সঙ্গে আসন বণ্টনের ফর্মুলা চূড়ান্ত করে ফেলল বিজেপি। লোকসভা নির্বাচনে সেভাবেই অন্ধ্রপ্রদেশে লড়াইয়ের সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। অন্যদিকে, বিধানসভা নির্বাচনেরও আসনের ফর্মুলা চূড়ান্ত হয়ে গিয়েছে। বিজেপি লড়াই করবে ১০টি বিধানসভা আসনে। ১৪৪টি বিধানসভা আসনে টিডিপি লড়াই করতে চলেছে। আর অভিনেতা পবন কল্যাণের দল জনসেনা পার্টি লড়াই করবে ২১টি আসনে। যদিও সরকারিভাবে সেই আসন বণ্টনের বিষয়ে আপাতত বিজেপি বা টিডিপির তরফে কোনও মন্তব্য করা হয়নি।
অন্ধ্রপ্রদেশে একইসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হবে। যে রাজ্যে মোট ১৭৫টি বিধানসভা আসন আছে। মোট লোকসভা আসনের সংখ্যা হল ২৫। সেই নির্বাচনের আসন বণ্টনের ফর্মুলা ঠিক করতে সোমবার বৈঠকে বসেন টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু, জনসেনার প্রধান পবন, বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং বিজেপির জাতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পণ্ডারা। সেই বৈঠক শুরুর আগেই টিডিপি সূত্রে খবর মিলছিল, বিজেপি যে ছ'টি আসনে লড়াই করবে, সেই বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছে। শুধু কোথায় কোথায় লড়বে, সেটা নির্ধারণ করার বিষয় ছিল।
তবে যে টিডিপির সঙ্গে জোট করছে বিজেপি, সেই দলের সঙ্গে অতীতে হাতে হাত মিলিয়ে চলেছিল গেরুয়া শিবির। কিন্তু আবার অনেক সময় দু'দলের সম্পর্ক একেবারে তলানিতে নেমেছে। ২০১৯ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু বলেছিলেন, ‘নরেন্দ্র মোদী হলেন কট্টর জঙ্গি।’ সেইসঙ্গে তিনি বলেছিলেন, 'এখানে উপস্থিত থাকা সংখ্যালঘু ভাইদের কাছে একটি অনুরোধ করতে চাই। আপনারা যদি মোদীকে ভোট দেন, তাহলে অনেক সমস্যা হবে। মোদী তিন তালাক বিরোধী আইন এনেছেন, যাতে আপনাদের জেলে পুরে দেওয়া যায়। তাই তো?'
সেই আক্রমণের দিনকয়েক আগেই টিডিপি সুপ্রিমোকে খোঁচা দিয়েছিলেন মোদী। চন্দ্রবাবুকে 'ইউ-টার্ন বাবু' বলে কটাক্ষ করেছিলেন। মোদী বলেছিলেন, 'আমায় জানানো হয়েছে যে টিডিপি একটি নতুন কর্মসূচি শুরু করেছে। যা সেবামিত্র অ্যাপের মাধ্যমে সাইবার অপরাধ চালাচ্ছে। ওরা সেবাও করছে না, বন্ধুও নয় ওরা। বরং ওরা মানুষের ডেটা চুরি করছে।'