এবারের ভোটে নিঃসন্দেহে তুরুপের তাস হল লক্ষ্মীর ভাণ্ডার। হুগলিতে দেখা যাচ্ছে একেবারে লক্ষ্মী সেজে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল কর্মীরা। তবে এসবের মধ্য়েই সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আশ্বাস দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এদিকে পুরুলিয়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোচবিহারের এক বিজেপি নেত্রীর ভাষণের রেকর্ডিং শোনান। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার তিন মাসের মধ্য়ে বন্ধ হয়ে যাবে বলে দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। এনিয়েই বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তবে বিজেপি নেতৃত্ব আগেই জানিয়েছেন যে বাংলায় ক্ষমতায় আসার পরে এই লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়িয়ে দেওয়া হবে। ১০০০ হাজার থেকে ২০০০ এমনকী ৩০০০ এরও আশ্বাস দিয়েছিল বঙ্গ বিজেপি।
পুরুলিয়ায় প্রচারে গিয়েছিলেন অভিষেক। সেখানে প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে প্রচার করেন তিনি। সেখানেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তোলেন তিনি। সেখানে তিনি বলেন, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার আমরা বুক দিয়ে আগলে রাখব। প্রধানমন্ত্রী বন্ধ করতে চাইলেও পারবেন না। তিনি সেই বিজেপি নেত্রীর বক্তব্যের অডিয়ো শোনান। তবে এর আগেও তিনি ওই অডিয়োকে হাতিয়ার করে ময়দানে নেমেছিলেন।
অভিষেক বলেন, আপনারা ভয় পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বলে? আরে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। বিজেপি জিতলে তো! এখান থেকে তো তৃণমূলই জিতবে।
অভিষেক বলেন, পুরুলিয়াতে গত বিধানসভা ভোটে আমরা তিনটি আসনে জিতেছিলাম। বাকি ৬টা আসনে আমরা হেরেছিলাম। তবে বিজেপির জেতা আসনে বিজেপিকে ভোট দেওয়া মহিলাকেও আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি। অভিষেকের দাবি, বিধানসভা ভোটে হেরে গিয়ে বাংলার ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি।
তবে বিজেপি নেতৃত্ব কিন্তু পালটা দাবি করছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। এদিকে এদিন অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা করে বেশি দেব আমরা। পরিষ্কার জানিয়ে দিলেন অমিত শাহ।
সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করা তো দূরের কথা ক্ষমতায় আসার পরে লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়িয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় এসে সেই প্রসঙ্গ তুলে দিলেন তিনি।
শাহ আমতার সভা থেকে বলেন, মমতাদিদি বলেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে না বিজেপি। আমরা কোনও প্রকল্প বন্ধ করে দেব না। আমরা ১০০ টাকা বাড়িয়ে দেব। ওরা মিথ্যা বলছেন।