এখনও ভোটের দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তার আগেই বিজেপির তরফে ২০ আসনের প্রার্থী ঘোষণা করা হল। আর সেখান থেকেই জানা গিয়েছে এবার লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে বিজেপির হয়ে লড়বেন হিরণ চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে একই সেন্টার থেকে তৃণমূলের হয়ে কি দাঁড়াবেন দেব? তবে কি এবার ভোটের ময়দানে জমে উঠবে তাঁদের হাড্ডাহাড্ডি লড়াই? সোজাসুজি এবার দেব বনাম হিরণ?
দেব বনাম হিরণ?
এদিন বিজেপির তরফে ২০ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হল। ২ মার্চ বিকেলে লোকসভা নির্বাচনের ডেট ঘোষণার আগেই বিজেপি তাঁদের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ্যে আনল। সেখান থেকেই জানা গেল এবার লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ঘাটাল থেকে লড়বেন হিরণ চট্টোপাধ্যায়। এখন প্রশ্ন তাঁর বিপরীতে কি তবে দেবকে দেখা যাবে?
আরও পড়ুন: বাউন্ডুলে ঘুড়ি ভালোবাসায় বাঁধা পড়ল অবশেষে, বিয়ে সারলেন অনুপম-প্রশ্মিতা
আরও পড়ুন: মাদকাসক্তির থেকে কাঞ্চনকে টেনে বের করেন শ্রীময়ীই! বিয়ের আগে বললেন, 'উত্তেজনায় ফুটছি...'
দেব ঘাটাল থেকে গত দুই বার জিতেছেন। তবে তিনি এবার সিদ্ধান্ত নিয়েছিলেন যে রাজনীতিকে বিদায় জানিয়ে পুরোপুরি ভাবে সিনেমায় মনোনিবেশ করবেন। কিন্তু মাঝে একদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান তিনি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে ঘাটাল মাস্টার প্ল্যান এবং সেখানকার স্থানীয়দের উন্নতি নিয়ে এমন কিছু বলেন যাতে মত পরিবর্তন করেন তিনি। আভাস দেন তিনি এবারেও লোকসভা নির্বাচনে লড়বেন। জানান, 'আমি রাজনীতি ছাড়তে চাইলেও, রাজনীতি আমায় ছাড়বে না।' তবে দেব শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে লড়াই করেন কিনা সেটা এখনও অজানা। সময় উত্তর দেবে। তৃণমূলের তরফে এখনও প্রার্থী তালিকা প্রকাশ্যে আসেনি।
তবে এই বিষয়ে বলে রাখা ভালো দেবকে ইঙ্গিত করে কখনও নাম নিয়ে, কখনও নাম না করে হিরণ একাধিক মন্তব্য করেছেন। পাল্টা জবাব দিয়েছেন দেবও। তবে কি এবার তাঁদের সেই লড়াই ভোটের ময়দানে গড়াতে চলেছে? উত্তর সময়ই দেবে।
আরও পড়ুন: 'মন জিতে নিলেন', মা নীতার জন্য আবেগঘন বার্তা অনন্তের, নিমেষে ভাইরাল প্রাক বিবাহ অনুষ্ঠানের ভিডিয়ো
আরও পড়ুন: 'খুবই লক্ষ্মী বউমা...' বিয়ের এক বছর পর রিসেপশন সত্যজিতের নাতি সৌরদীপের! মানিকবাবুর নাতবউ কে?
অন্যান্য আসনে বিজেপির প্রার্থী
এবার বনগাঁ থেকে বিজেপির হয়ে লড়বেন শান্তনু ঠাকুর। হুগলি থেকে দাঁড়াচ্ছেন তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মু, বিষ্ণুপুর থেকে দাঁড়িয়েছেন সৌমিত্র খাঁ। সুকান্ত মজুমদার এবার বালুরঘাটের প্রার্থী।