হাইপ্রোফাইল প্রার্থীতালিকা- আর সেটা পড়ে শোনাতে গিয়ে একাধিক নামে হোঁচট খেলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পদক বিনোদ তাওড়ে। বিশেষত পশ্চিমবঙ্গের একাধিক কেন্দ্রের নাম এমনভাবে বললেন, যা বুঝতে কিছুটা সময় লেগে গেল। শুধু তাই নয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রার্থী বিষ্ণুপদ রায়ের নাম ঘোষণা করতেও গিয়ে হোঁচট গেলেন। যা দেখে অনেকের ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের জন্য বিজেপির প্রার্থীতালিকার ঘোষণার দৃশ্য মনে পড়ে গেল। সেইসময় একাধিক বিধানসভা কেন্দ্রের নাম পড়ে শোনাতে গিয়ে হোঁচট গিয়েছিলেন অরুণ সিং। যা নিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তুমুল কটাক্ষ করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। যিনি বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান।
শনিবার লোকসভা ভোটের জন্য প্রথম দফায় ১৯৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গেও ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই দায়িত্বটা বর্তায় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তাওড়ের উপরে। পশ্চিমবঙ্গের প্রার্থীতালিকার শুরুতেই কোচবিহার ও আলিপুরদুয়ারে কাকে টিকিট দেওয়া হয়েছে, সেটা ঘোষণা করা হয়েছে। কিন্তু বালুরঘাট নাম আসতেই হোঁচট খান বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক। পরে কাঁথি নাম বলতে গিয়েও একই অবস্থা হয়।
আরও পড়ুন: Dev vs Hiran: লোকসভায় এবার বিজেপির ঘাটালের প্রার্থী হিরণ, ভোটের ময়দানে লড়াই জমবে দেবের সঙ্গে?
প্রথম দফায় পশ্চিমবঙ্গের ২০ জন বিজেপি প্রার্থী
১) কোচবিহার: নিশীথ প্রামাণিক (গতবার জিতেছিলেন)।
২) আলিপুরদুয়ার: মনোজ টিগ্গা।
৩) বালুরঘাট: সুকান্ত মজুমদার (গতবার জিতেছিলেন)।
৪) মালদা উত্তর: খগেন মুর্মু (গতবার জিতেছিলেন)।
৫) মালদা দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরী।
৬) বহরমপুর: নির্মলকুমার সাহা।
৭) মুর্শিদাবাদ: গৌরীশংকর ঘোষ।
৮) রানাঘাট: জগন্নাথ সরকার (গতবার জিতেছিলেন)।
৯) বনগাঁ: শান্তনু ঠাকুর (গতবার জিতেছিলেন)।
১০) জয়নগর: অশোক কাণ্ডারী।
১১) হাওড়া: রথীন চক্রবর্তী।
১২) হুগলি: লকেট চট্টোপাধ্যায় (গতবার জিতেছিলেন)।
১৩) যাদবপুর: অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
১৪) কাঁথি: সৌমেন্দু অধিকারী।
১৫) ঘাটাল: হিরণ চট্টোপাধ্যায়।
১৬) পুরুলিয়া: জ্যোতির্ময় সিং মাহাতো (গতবার জিতেছিলেন)।
১৭) বাঁকুড়া: সুভাষ সরকার (গতবার জিতেছিলেন)।
১৮) বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ (গতবার জিতেছিলেন)।
১৯) আসানসোল: পবন সিং।
২০) বোলপুর: প্রিয়া সাহা।