বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Candidates of AAP: দিল্লি আর হরিয়ানায় প্রার্থীর নাম ঘোষণা করে দিল আপ, কারা কোথায় জেনে নিন

Candidates of AAP: দিল্লি আর হরিয়ানায় প্রার্থীর নাম ঘোষণা করে দিল আপ, কারা কোথায় জেনে নিন

অরবিন্দ কেজরিওয়াল। মুখ্য়মন্ত্রী দিল্লি।  (PTI)

দিল্লি ও হরিয়ানায় লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে আম আদমি পার্টি।

অলোক কেএন মিশ্র

সামনেই লোকসভা ভোট। তার আগে প্রার্থীর নাম ঘোষণা করল আপ। 

দিল্লি ও হরিয়ানার লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করল আম আদমি পার্টি। আপ এবং কংগ্রেস আসন ভাগাভাগির ব্যবস্থা চূড়ান্ত করার দু'দিন পরে প্রার্থীদের সম্পর্কে ঘোষণা করা হয়েছে। আপের তরফে কোথায় কাকে প্রার্থী করা হয়েছে সেটা জেনে নিন।  পূর্ব দিল্লি থেকে আপের প্রার্থী হচ্ছেন কোন্ডলির বর্তমান বিধায়ক কুলদীপ কুমার। এই কেন্দ্রে বর্তমানে রয়েছেন বিজেপির গৌতম গম্ভীর। আপ নয়াদিল্লি থেকে মালব্য নগরের বিধায়ক সোমনাথ ভারতীকে প্রার্থী করেছে, বর্তমানে বিজেপির মীনাক্ষী লেখি এই আসনে প্রতিনিধিত্ব করছেন। ভারতী দিল্লি জল বোর্ডের ভাইস চেয়ারম্যানও। 

পশ্চিম দিল্লির প্রাক্তন কংগ্রেস সাংসদ মহাবল মিশ্র এবার আপের টিকিটে একই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭০ বছর বয়সী এই নেতা বহু বছর আগে কংগ্রেস ছেড়ে পূর্বাঞ্চলীয় ভোটারদের নিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির পরবেশ ভার্মার বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন। 

 তিনি জানিয়েছেন,... জনগণের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি আগেও মানুষের সঙ্গে ছিলাম এবং আমার বিশ্বাস মানুষ আমাকে পুরস্কৃত করবেন। 

আপ দক্ষিণ দিল্লি আসন থেকে তুঘলকাবাদের বিধায়ক সাহি রাম পাহলওয়ানকে প্রার্থী করেছে। বর্তমানে এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন বিজেপির রমেশ বিধুরি।

আপের সঙ্গে আসন সমঝোতার ফর্মুলা অনুযায়ী, উত্তর-পূর্ব দিল্লি, উত্তর পশ্চিম ও চাঁদনি চক আসনে লড়বে কংগ্রেস। লোকসভায় তিনটি আসনই বিজেপির প্রতিনিধিত্ব করে। 

হরিয়ানায় কুরুক্ষেত্র থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুশীল গুপ্তাকে প্রার্থী করেছে আপ। এদিকে আপ ইতিমধ্যে অসমের জন্য তিনজন এবং গুজরাটের জন্য দু'জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। 

২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় দিল্লির তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একই ধরনের আসন সমঝোতার ফর্মুলা প্রস্তাব করেছিলেন। কিন্তু দুই পক্ষের মধ্যে আলোচনা ভেস্তে যায়। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি রাজধানীর সাতটি আসনই জিতেছিল আপ এবং কংগ্রেসের পরাজয়, যারা সম্মিলিতভাবে ৫০ শতাংশেরও কম ভোট পেয়েছিল। 

আপ ছাড়াও, কংগ্রেস দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সাথে আসন ভাগাভাগির চুক্তিও করেছে, যেখানে লোকসভায় ৮০ জন সদস্য পাঠানো হয়। কংগ্রেস এবার ১৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এসপি এবং অন্যান্য সহযোগীরা বাকি ৬৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ভোটযুদ্ধ খবর

Latest News

'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার তিলোত্তমার ন্যায়বিচারের আশায় এবার দেবীর আরাধনা লণ্ডনের প্রবাসী বাঙালিদের 'পথে এবার নামো সাথী' গানে রাস্তাতে নাচলেন শ্রীলেখা, লিখলেন, ‘জানি মোটা লাগছে…' সপ্তমীর দুপুর জমে যাক চিংড়ি পোস্তর সাথে, রাঁধবেন কীভাবে? গণতন্ত্রে বিশ্বাসী রূপা চান তৃণমূলের 'ভালো নেতা'দের ভোট দিয়ে জেতাক মানুষ আগামিকাল কেমন কাটবে? রবিবারে ভাগ্যের সাহায্য পাবেন? জানুন ৬ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.