নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠতেই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। ভোটের একদিন আগে রবিতে এই যৌন হেনস্থার অভিযোগ উঠতেই তা নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। তা নিয়ে কমিশনকে অভিযোগও জানানো হয়েছিল। এই আবহে অভিযুক্ত জওয়ানকে সরানো হয়েছে দায়িত্ব থেকে। অপরদিকে ৩৪১, ৩৫৪ এবং ৫০৯ ধারায় উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে। অবশ্য অভিযুক্ত জওয়ানকে এখনও গ্রেফতার করা হয়েছে কি না, তা জানা যায়নি। (আরও পড়ুন: 'BJP এজেন্টের গায়ে হাত দিলে...', সুর চড়ালেন লকেট, রচনাকে আহ্বান বিজেপিতে)
আরও পড়ুন: আজ ভোট বাংলার ৭ আসনে, ২০২১ সালের নিরিখে আসন ধরে ধরে কোথায় এগিয়ে BJP, TMC?
আরও পড়ুন: ভোট পঞ্চমীর ৪৯টি আসনের কটিতে গতবার ফুটেছিল পদ্ম? আজকের দফায় কে কোথায় এগিয়ে?
রিপোর্ট অনুযায়ী, বিএসএফ-এর জি/৯৬ ব্যাটালিয়নের জওয়ানের বিরুদ্ধে এই যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযুক্ত জওয়ানের নাম যোগীন্দর পাল। অভিযোগ, এক মহিলা রবিবার উলুবেড়িয়ার চণ্ডীপুর অঞ্চলে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে কুপ্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর দু’জন জওয়ান অভিযোগকারী মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এর মধ্যে যোগীন্দর পালের নামে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে। এদিকে ওই জওয়ানকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের তরফে এই নির্দেশ দেওয়া হয়। অবশ্য, কেন্দ্রীয় বাহিনীর মুখ্য জনসংযোগ আধিকারিক আগেই জানিয়েছিলেন অভিযুক্ত কর্মীকে অপসারণ করার কথা। (আরও পড়ুন: মুম্বইয়ের ৬ লোকসভা আসনে ভোট আজ, দল ভাঙনের জগাখিচুড়িতে কে কোথায় শক্তিশালী?)
আরও পড়ুন: LS Voting LIVE: ‘রাহুল আমায় বলেন…’,ভোটের সকালে বড় দাবি আমেঠির কংগ্রেস প্রার্থীর
আরও পড়ুন: WB Lok Sabha Vote LIVE: সকাল সকাল 'অশান্তি', ভোট পঞ্চমীতে তপ্ত বাংলা
এদিকে গতকাল এই যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছিলেন, 'যে কেন্দ্রীয় বাহিনীকে রক্ষক করে বাংলায় পাঠানো হচ্ছে, তাঁরাই বাংলার মহিলাদের শ্লীলতাহানি করছেন? যৌন নির্যাতন করছেন। উলুবেড়িয়ায় যা হয়েছে তাকে কোনও বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা ঠিক নয়। বিজেপি জানে বাংলায় তৃণমূলের শক্তি মহিলারা। তাঁদের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জেতেন। আর তাই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে সেই মহিলাদেরই ভয় দেখানোর চেষ্টা হচ্ছে।'