আজ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালালেন নির্বাচনী আধিকারিকরা। রিপোর্টে দাবি করা হল, তামিলনাড়ুতে তল্লাশি চালানো হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারে। তবে জানা যাচ্ছে, সোমবার সকালের এই তল্লাশি চালিয়েছিলেন নির্বাচনী আধিকারিকরা। রিপোর্ট অনুযায়ী, কেরলের ওয়েনাড়ে নির্বাচনী প্রচারে যাওয়ার জন্য হেলিকপ্টারে করে তামিলনাড়ুর নীলগিরিতে যান রাহুল গান্ধী। তাঁর হেলিকপ্টার সেখানে অবতরণ করতেই নির্বাচন কমিশনের 'ফ্লাইং স্কোয়াড'-এর আধিকারিকরা পৌঁছে যান এবং হেলিকপ্টারে তল্লাশি চালান। এদিকে শুধু রাহুল গান্ধী নয়, আজ বেহালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারেও তল্লাশি চালান তিন নির্বাচনী আধিকারিক। (আরও পড়ুন: রোড শো চলাকালীন নিজের জুতো হাতে নিয়ে পালিশ সুভাষ সরকারের! কিন্তু কেন?)
আরও পড়ুন: বাংলা 'প্ল্যান' করার আগেই কারখানার জায়গা বাছবে টেসলা? কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী
আরও পড়ুন: 'এটা নিয়েও মিম হবে আবার...', প্রচারে রচনার এই কাজ দেখে মন্তব্য TMC বিধায়কেরই!
উল্লেখ্য, একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছিল আয়কর দফতরের বিরুদ্ধে। তবে আয়কর দফতরের এক আধিকারিক জানিয়ে দেন, বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের চপারে কোনও তল্লাশি বা অভিযান হয়নি। এদিকে ইডিও বেহালায় কোনও হেলিকপ্টারে তল্লাশি চালায়নি বলে জানায়। এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেছিলেন, তাঁর হেলিকপ্টারে তল্লাশি অভিযান চালিয়েছিল আয়কর দফতরের আধিকারিকরা। তবে কিছুই খুঁজে পাওয়া যায়নি সেই তল্লাশিতে। তবে পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক আইটি আধিকারিক সংবাদমাধ্য়মে জানান, আদর্শ নির্বাচনী আচরণবিধি ভেঙে কোথাও হিসেব বর্হিভূত টাকা নিয়ে যাওয়া হচ্ছে কি না সেটা দেখার জন্য রুটিন ভেরিফিকেশন হয়েছিল। বেহালার ফ্লাইং ক্লাবের এটিসির তথ্য় অনুসারে তা করা হয়। প্রয়োজনীয় তথ্য় সংগ্রহের জন্য় সেখানে গিয়েছিল কুইক রেসপন্স টিম। তবে অভিষেকের হেলিকপ্টারে কোনও তল্লাশি চালানো হয়নি বলে দাবি করা হয়। যদিও তৃণমূল দাবি করে, গতকাল হেলিকপ্টারের ভিতরে রাখা প্রতিটি ব্যাগ খুলে দেখেছিলেন আয়কর আধিকারিকেরা। (আরও পড়ুন: সোমে 'শনির দশা', ১৫ মিনিটেই শেয়ার বাজার থেকে 'হাওয়া' ৫ লাখ কোটি!)
আরও পড়ুন: ১৯-এ ছিল, ২৪-এ নেই! CAA নিয়ে অনড় থাকলেও NRC 'উধাও' BJP-র সংকল্প থেকে!
আরও পড়ুন: এই দেশে পা রাখার আগেই টাটার সঙ্গে বড় চুক্তি টেসলার, দাবি রিপোর্টে
তবে গতকালকের 'তল্লাশি' নিয়ে সংশয় থাকলেও আজকের তল্লাশি নিয়ে সংশয় নেই। আজ ভোটপ্রচারে হলদিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার 'পরিদর্শন' করেন নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য। রিপোর্ট অনুযায়ী, দুপুর ১২টা নাগাদ বেহালা ফ্লাইং ক্লাবে দাঁড়িয়েছিল অভিষেকের হেলিকপ্টারটি। সেই সময় একটি গাড়িতে চেপে কমিশনের তিন প্রতিনিধি সেখানে যান। সেই তিন প্রতিনিধি মিলে অভিষেকের হেলিকপ্টারে তল্লাশি চালান। তবে অভিযান প্রসঙ্গে প্রশ্ন করা হলে নির্বাচনী আধিকারিকরা শুধু জানান, নির্দেশ মতো সেখানে এসেছিলেন তাঁরা।