ভোট গ্রহণের এক দিন আগে ভোট লুঠেরাদের রুখতে দলীয় কর্মীদের তিন হাত লম্বা বাঁশ কেটে রাখার পরামর্শ দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিদান দেন তিনি। তৃণমূলের দাবি, হার নিশ্চিত বুঝে ভুলভাল বকছেন দেবদাস।
আরও পড়ুন: ‘পিসি-ভাইপোকে ছাড়ব না…হারিয়ে দেখাব,’ জেল থেকে বেরিয়েই বিস্ফোরক সন্দেশখালির মাম্পি
পড়তে থাকুন: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA
লোকসভা নির্বাচনে এবার বনগাঁ কেন্দ্রে বিজেপির শান্তনু ঠাকুরের সঙ্গে লড়াই তৃণমূলের পাল্টিবাজ নেতা বিশ্বজিৎ দাসের। সোমবার বনগাঁয় ভোটগ্রহণ। তার আগে সাংবাদিক বৈঠকে দেবদাসবাবু বলেন, বিজেপির কর্মীরা আগে থেকে ৩ হাত লম্বা বাঁশ কেটে রাখুন। যদি ভোট দিতে গিয়ে কেউ কোনও বাধা পান তাহলে বাঁশ দিয়ে পায়ে বাড়ি দেবেন। মায়েদের বলব, খুন্তুি, ঝাঁটা তৈরি রাখবেন। আর দরকারে কেন্দ্রীয় বাহিনীকে খবর দেবেন।
CAA কার্যকর হওয়ার পর এবার বনগাঁ কেন্দ্রের দিকে নজর রয়েছে গোটা দেশের। দেশের অন্যতম উদ্বাস্তু সম্প্রদায় মতুয়াদের তীর্থ ক্ষেত্র ঠাকুরনগর ঠাকুরবাড়ি এই কেন্দ্রের অন্তর্গত। মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর এবারও সেখানে বিজেপি প্রার্থী। বনগাঁ কেন্দ্রের মধ্যে নদিয়া জেলার ২টি বিধানসভা রয়েছে। বিজেপির দাবি, এবারে বনগাঁয় তাদের জয় নিশ্চিত। এবারের ভোটে গতবারের ব্যবধানকেও ছাপিয়ে যাবেন শান্তনু ঠাকুর। আর বিজেপির জয়রথ থামাতে বনগাঁয় ভোটলুঠের পরিকল্পনা করেছে তৃণমূল। ভোটারদের ভয় দেখানো থেকে শুরু করে ছাপ্পা ভোটের পরিকল্পনা করেছে তারা।
আরও পড়ুন: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতাকে নিশানা শুভেন্দুর
পালটা তৃণমূলের দাবি, শান্তনু ঠাকুরের ওপর মতুয়া ভক্তরাই ক্ষুব্ধ। নাগরিকত্বের নামে মতুয়াদের টুপি পরিয়েছে তৃণমূল। তাই এবার বনগাঁয় বিজেপির হার নিশ্চিত। আর সেকথা বুঝেই হতাশায় হিংসায় প্ররোচনা দিচ্ছেন দেবদাস মণ্ডল।