রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একাধিক রাজনৈতিক কর্মসূচি বাতিল করতে বাধ্য হলেন নেতৃবৃন্দ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাদবপুর লোকসভা এলাকায় নির্ধারিত মিছিল বাতিল করা হয়েছে। রবিবার দুপুরে হরিনাভি থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হয়ে রাজপুর বাজার পর্যন্ত তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে মিছিল করার কথা ছিল মমতার। সেই মিছিলটি বাতিল করা হয়েছে।
তবে পূর্বঘোষিত দুটি জনসভা এখনও হবে বলেই জানিয়েছে তৃণমূলের একটি সূত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার সোনারপুর ইউনিয়ন স্পোর্টিংয়ের ময়দানে এবং যাদবপুর এলাকার বারো ভূতের মাঠে জনসভা করবেন তিনি।
আরও পড়ুন। মুখ্যমন্ত্রীর পাড়ায় সিপিএমের প্রচারে পুলিশের বাধা, কমিশনকে তোপ মীনাক্ষীর
বাতিল অভিষেকের কর্মসূচিও
অন্যদিকে, বাদুড়িয়া বিধানসভা এলাকায় প্রচার কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঘূর্ণিঝড়ের প্রভাবে অভিষেককে সড়কপথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে রবিবার বিকেলে নির্ধারিত রোড-শোও বাতিল করা হয়েছে অভিষেকের দফতর থেকে।
বাতিল সুকান্ত-শুভেন্দুর কর্মসূচিও
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সন্দেশখালিতে নির্ধারিত কর্মসূচিও বাতিল হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির কারণে তাঁর কর্মসূচি স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন। ঝাড়খণ্ড থেকে ‘থ্রেট কল’, তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে খুনের হুমকি, তদন্তে পুলিশ
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও মথুরাপুর লোকসভা এলাকায় নির্ধারিত পৃথক তিনটি জনসভা বাতিল করতে হয়েছে। পাথরপ্রতিমা, কাকদ্বীপ, এবং মন্দিরবাজার এলাকায় তাঁর জনসভার প্রস্তুতি সম্পন্ন হলেও আবহাওয়ার পূর্বাভাসের কারণে রাজ্য বিজেপির দফতর থেকে জেলা নেতৃত্বকে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে শুভেন্দু অধিকারী সভাগুলিতে যোগ দিতে পারছেন না।
রেমাল ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া বিপর্যস্ত হয়েছে। একাধিক নেতা-নেত্রীর কর্মসূচি বাতিল হওয়ায় রাজনৈতিক প্রচারের কৌশলে কিছুটা পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন সব পক্ষ। আবহাওয়ার উন্নতির পর পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দলের নেতারা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তিন জেলাতেই ভারী বৃষ্টি হবে। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে বলে হাওয়া অফিস জানিয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় প্রতি ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।