রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে প্রকাশ্যে বিরোধিতা করলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। RSS না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারতেন না বলে শুভেন্দুবাবু যে মন্তব্য করেছিলেন তার বিরোধিতা করেন তিনি। প্রকাশ্যে জানান, RSS রাজনীতিতে থাকে না।
আরও পড়ুন - পিসি- ভাইপো যার বাড়িতেই লুকিয়ে থাকুক, সওকতকে চুলের মুঠি ধরে জেলে ভরা উচিত CBIএর: শুভেন্দু অধিকারী
পড়তে থাকুন - মহিলাদের ফোন নম্বর জোগাড় করতে সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করাচ্ছেন TMC নেতারা
বুধবার সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেন, RSS পাশে না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারতেন না। বৃহস্পতিবার সকালে এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ‘আরএসএস কাউকে ক্ষমতায় আনে না, ক্ষমতা থেকে সরায় না। হতে পারে তখন উনি মমতার সঙ্গে ছিলেন। কী হয়েছে না হয়েছে আমার জানা নেই। ক্ষমতার সঙ্গে আরএসএসএর কোনও সম্পর্ক নেই। তারা সমাজ পরিবর্তনের কাজ করে।’
RSSএর সঙ্গে মমতার ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে বামেরা। তাদের দাবি, প্রকাশ্যে হিন্দুত্বের রাজনীতির বিরোধিতা করলেও গোপনে RSSএর শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামপন্থীদের দুর্বল করতেই মমতার সঙ্গে RSSএর আঁতাত বলে দাবি তাদের।
আরও পড়ুন - বিরাট ভূমিকম্প আসবে, ৪ জুনের পর সব পরিবারবাদী পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে
ওদিকে স্কুল জীবন থেকে সংঘের স্বংসেবক হিসাবে কাজ করে চলেছেন দিলীপ ঘোষ। স্কুলের এক শিক্ষকের সান্নিধ্যে এসে RSSএর মতাদর্শে আকৃষ্ট হন তিনি। RSSএর প্রচারক হিসাবে গোটা দেশে কাজ করেছেন তিনি। দীর্ঘদিন আন্দামানে সংঘের কাজকর্ম পরিচালনা করেছেন দিলীপবাবু। সক্রিয় রাজনীতিতে এলেও সংঘের সঙ্গে তাঁর যোগাযোগ এখনও অটুট। এমনকী সক্রিয় রাজনীতি ছেড়ে সংঘের কাজে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।