রাজ্যে ভোটপ্রচারে এসে ফের একবার পাক অধিকৃত কাশ্মীর দখলের প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির শংকর বসুর ভোট প্রচারে এসে তিনি বলেন, ‘আগে আমাদের এখানে কাশ্মীরে আজাদির স্লোগান উঠত, এখন পাক অধিকৃত কাশ্মীকে আজাদির স্লোগান উঠছে। এটাই মোদী ম্যাজিক।’
আরও পড়ুন: 'TMC-তে ভোট দিচ্ছে, বিজেতিতে যাচ্ছে,' চতুর্থ দফা মিটতেই ইভিএম নিয়ে অভিযোগ মমতার
পড়তে থাকুন: গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয়, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
এদিন শাহ বলেন, ‘৩৭০ ধারা কাশ্মীর থেকে প্রত্যাহার করা উচিত ছিল কি না? কাশ্মীর আমদের নয় তো কাদের? মমতা দিদি বলেন ৩৭০ ধারা প্রত্যাহার কোরো না। আমি সংসদে ওদের প্রশ্ন করলাম, কেন প্রত্যাহার করব না? তখন বলেছিল, রক্তের নদী বয়ে যাবে। মনে রেখো এটা মোদীর শাসন। ৫ বছর হয়ে গেছে, রক্তের নদী তো পরের কথা কারও একটা ঢিল ছোড়ারও সাহস হয়নি। নরেন্দ্র মোদী ৩৭০ ধারা প্রত্যাহার করে গোটা ভারতকে চিরদিনের জন্য ভারতের অন্তর্ভুক্ত করেছেন’।
বিরোধীদের আক্রমণ করে শাহ বলেন, ‘ইন্ডি জোটের সরকার যখন ছিল তখন কাশ্মীরে হরতাল হত। এখন মোদীজির সরকারের ম্যাজিক দেখুন। কাশ্মীদের ভারতের অংশে হরতাল হয় না। পাক অধিকৃত কাশ্মীরে হরতাল হয়। আগে এখানে আজাদির স্লোগান উঠত, এখন পাক অধিকৃত কাশ্মীরে আজাদির স্লোগান ওঠে। ২ কোটি ১১ লক্ষ পর্যটকরা কাশ্মীরে গিয়ে নতুন রেকর্ড গড়েছেন। আর পাক অধিকৃত কাশ্মীরে আটার দাম রেকর্ড করেছে’।
এর পরই শাহের ঘোষণা, ‘পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ নয়? এই মণিশংকর আইয়ার, ফারুক আবদুল্লা আমাদের ভয় দেখান। বলছেন, পাকিস্তানের কাছে অ্যাটম বোম্ব আছে। পাক অধিকৃত কাশ্মীরের নাম মুখে এনো না। আমি আজ বলে যাচ্ছি, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ আর আমরা তাকে নিয়ে ছাড়ব’।
আরও পড়ুন: একই কেন্দ্রে বিজেপির ২ প্রার্থীর মনোনয়ন, বারাসতে প্রকাশ্যে দলের গোষ্ঠীকোন্দল
পাকিস্তান প্রশাসনের ওপর নিপীড়নের অভিযোগে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে পাক অধিকৃত কাশ্মীরের একাংশ। পুলিশের সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন সেখানকার বাসিন্দারা। এমনকী ভারতের পতাকাও উড়িয়েছেন বিক্ষোভকারীরা। এমনকী পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বলেও সূত্রের খবর। জানা গিয়েছে, মূল্যবৃদ্ধি, বেকারস্তসহ একাধিক সমস্যায় নাভিশ্বাস উঠেছে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের।