নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 'কুরুচিকর' মন্তব্য করার জেরে 'সেন্সর' হলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচন কমিশন জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বলায় ২৪ ঘণ্টা প্রচার করতে পারবেন না তিনি। মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ২৪ ঘণ্টার জন্য 'সেন্সর' করাহ হয়েছে অভিজিৎকে। (আরও পড়ুন: ৫ দফাতেই ৩১০ আসন পার BJP-র, দাবি শাহের, বাংলায় আসছে কত?)
আরও পড়ুন: ১২% এগিয়ে থেকেও 'হার' চব্বিশের বাংলার, আসন ধরে ধরে সামনে ভোটের কোন অঙ্ক?
আরও পড়ুন: কলকাতায় খাড়গের ছবিতে কালি ইস্যুতে বঙ্গ কংগ্রেসের থেকে রিপোর্ট চাইল হাইকমান্ড
উল্লেখ্য, সন্দেশখালি ইস্যুতে মমতাকে পালটা আক্রমণ শানাতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও?' বিজেপি নেতার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সঙ্গে সময় বেঁধে দেওয়া হয়েছিল তার জবাব দিতে। এবার জানা গেল। সময়সীমার মধ্যেই নির্বাচন কমিশনের শোকজন নোটিশের জবাব লিখে চিঠি পাঠিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, সোমবার নির্ধারিত সময়ের মধ্যেই শোকজের জবাব পাঠিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর মঙ্গলে প্রাক্তন বিচারপতিকে সেন্সর করল কমিশন। (আরও পড়ুন: শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ৫০০ টাকার বন্ডে আগাম জামিন পেলেন রাজভবনের ৩ কর্মী)
আরও পড়ুন: কলকাতা পুরসভার ওপর বিরক্তি, মেট্রোর কাজ নিয়ে 'মঙ্গলবার্তা' শোনাবে আদালত?
উল্লেখ্য, গত ১৫ মে তমলুক লোকসভা কেন্দ্রে একটি সভা থেকে অভিজিৎ বলেছিলেন, 'আজ তৃণমূল যে সব মিথ্যে বলছে... ২০০০ টাকায় রেখা পাত্রকে কেনা হয়েছিল বলে দাবি করছে। ২০০০ টাকায় রেখা পাত্রকে কেনা হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো আট লাখ গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে ১০ লাখ গুঁজে দেয় এবং দিয়ে রেশন নিয়ে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সেই রেশন।' (আরও পড়ুন: BJP নেতার থেকে ৩৫ লাখ মিলতেই SP বদল? অভিষেকের অভিযোগের পর সামনে এল নয়া দাবি)
আরও পড়ুন: কর্মী সংখ্যা কমলেও ক্রমে 'স্মার্ট' হচ্ছে কলকাতা মেট্রো, সামনে এল নয়া তথ্য
আরও পড়ুন: 'আমার জীবনে রামকৃষ্ণ মিশনের অবদান...', মমতার তোপের পালটা 'আবেগ কার্ড' মোদীর
কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎবাবু আরও বলেন, 'তো তোমার দাম ১০ লাখ টাকা? কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে ফুলটিস কর, সেজন্য? মেকআপ কর। মেকআপ করে বেরোও? আর রেখা পাত্র গরিব মানুষ। লোকের বাড়িতে কাজ করে খাও। আমাদের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন একটু বেশি সুন্দরী। সেজন্য রেখা পাত্রকে ২,০০০ টাকায় কেনা যায়? একজন মহিলা আর একজন মহিলার সম্বন্ধে এরকম উক্তি করতে পারেন, সেটা আমরা ভাবতেও পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা তো? আমার মনে প্রশ্ন জাগে মাঝে-মাঝে।' (আরও পড়ুন: ভোটের দায়িত্বে থাকা জওয়ানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুলল BSF, বলল…)
আরও পড়ুন: ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এল বড় বদল, দিশা দেখাবে কলকাতার বাকি রুটগুলিকেও
অভিজিতের সেই মন্তব্যের প্রেক্ষিতে তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ জানায় তৃণমূল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন শোকজ নোটিশ পাঠিয়েছিল বিজেপি প্রার্থীকে। সেই চিঠির জবাবও দেন অভিজিৎবাবু। ১৭ মে নোটিস পাঠিয়েছিল কমিশন। জানিয়েছিল, বিজেপি প্রার্থী জবাব না দিলে এক তরফা পদক্ষেপ করা হবে। ২০ মে, সোমবার কমিশনকে জবাব দিয়েছিলেন অভিজিৎ। তবে তাঁর সেই জবাবে সম্পূর্ণ সন্তুষ্ট না হয়ে তাঁকে একদিনের জন্য সেন্সর করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।