প্রথম পাঁচটি দফায় দেশের কোন আসনে মোট কত ভোট পড়েছে, অবশেষে সেই তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। গত ১৯ এপ্রিলে প্রথম দফার ভোট, ২৬ এপ্রিলে দ্বিতীয় দফার ভোট, ৭ মে'তে তৃতীয় দফার ভোট, ১৩ মে'তে চতুর্থ দফার ভোট এবং ২০ মে'তে পঞ্চম দফার ভোট হলেও কোন আসনে ঠিক কতজন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, সেটা ষষ্ঠ দফার ভোটগ্রহণের দিন প্রকাশ করা হল। কমিশনের তরফে দাবি করা হয়েছে, ৭ মে পর্যন্ত কমিশনের হাতে যে তথ্য এসেছে, সেটার ভিত্তিতেই সেই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তবে তাতে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। তারইমধ্যে মোট ভোটারের পরিসংখ্যান জনসমক্ষে প্রকাশ না করার জন্য যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, সেটার প্রেক্ষিতে শনিবার কমিশনের তরফে দাবি করা হয়েছে, কোনও লোকসভা কেন্দ্রে মোট কত ভোট পড়েছে, সেটা ফর্ম ১৭সি'তে উল্লেখ করা থাকে। কেউ কী আকাশকুসুম ভাবছে, তাতে বাস্তবটা পালটে যায় না। যদিও পালটা খোঁচা দিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন করেছে যে আচমকা সেই পরিসংখ্যান প্রকাশ করা হল। হাওয়া পালটে গিয়েছে নাকি?
প্রথম দফায় দেশে ভোটারদাতার সংখ্যা ও ভোটদানের হার
কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফায় দেশের মোট ১০২টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল। মোট ভোটারের সংখ্যা ছিল ১৬,৬৩,৮৬,৩৪৪। আর ১১,০০,৫২,১০৩টি ভোট পড়েছে। অর্থাৎ ভোটদানের হার হল ৬৬.১৪ শতাংশ।
দ্বিতীয় দফায় ভোটারদাতার সংখ্যা ও ভোটদানের হার
কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, দ্বিতীয় দফায় দেশের ৮৮টি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়েছিল। মোট ভোটদানের হার ছিল ৬৬.৭১ শতাংশ। মোট ভোটারের সংখ্যা যেখানে ১৫,৮৬,৪৫,৪৮৪ ছিল, সেখানে ১০,৫৮,৩০,৫৭২ জন ভোট দিয়েছেন।
তৃতীয় দফায় দেশে কত ভোট পড়েছে?
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, তৃতীয় দেশে মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। ওই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ছিল ১৭,২৪,০৪,৯০৭। ভোট দিয়েছেন ১১,৩২,৩৪,৬৭৬ জন। অর্থাৎ ভোটদানের হার হল ৬৫.৬৮ শতাংশ।
চতুর্থ দফায় দেশে মোট কতজন ভোট দিয়েছেন?
কমিশনের তরফে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ৬৯.১৬ শতাংশ ভোট পড়েছিল। মোট ভোটারের সংখ্যা ছিল ১৭,৭০,৭৫,৬২৯। আর ১২,২৪,৬৯,৩১৯ জন ভোট দিয়েছেন।
পঞ্চম দফায় দেশে কত ভোট পড়েছে?
কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রথম পাঁচটি দফার মধ্যে সবথেকে কম ভোট পড়েছে পঞ্চম দফায়। মোট ভোটারের সংখ্যা ৮,৯৫,৬৭৯৭৩। ভোট দিয়েছেন ৫,৫৭,১০,৬১৮। অর্থাৎ ভোটদানের হার হল ৬২.২ শতাংশ।
তৃণমূলের প্রতিক্রিয়া
অবশেষে মোট ভোটদাতার পরিসংখ্যান প্রকাশ করা হওয়ার পরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে খোঁচা দিয়ে বলেছেন, ‘নাগরিক সমাজ, সংগঠন, স্বাধীন মিডিয়া এবং ইন্ডিয়া জোটের দলের লাগাতার চাপের মুখে পড়ে প্রথম দফা থেকে পঞ্চম দফা পর্যন্ত মোট ভোটদাতার সংখ্যা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। এটা মাথায় রাখবেন যে সুপ্রিম কোর্টে ওরা পরিসংখ্যান দিতে চায়নি। ওরা বলেছিল যে মানুষের সেই পরিসংখ্যান জানার অধিকার নেই। হঠাৎ কী পালটে গেল? হাওয়ার অভিমুখ পালটে গেল?’