'ট্রিলিয়নে কতগুলি শূন্য আছে' জানতে চেয়ে কখনও বিজেপি নেতাকে ট্রোল করেছেন। আবার কখনও চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বলেছেন, 'ধর্ষকদের পাশে দাঁড়ায় বিজেপি।' আর সেই গৌরব বল্লভ আজ যোগ দিলেন বিজেপিতে। লোকসভা নির্বাচনের ঠিক আগে বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এসে জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন। আর যোগদানের পরই আর্থিক নীতি নিয়ে কংগ্রেসকে আক্রমণ শানান গৌরব। তিনি দাবি করেন, নরসিমহা রাও এবং মনমোহন সিংয়ের অর্থনৈতিক সংস্কার, উদারীকরণ এবং বিশ্বায়নের নীতি নিয়ে সারাক্ষণ ‘গালিগালাজ’ করেন কংগ্রেসের নেতারা। যাঁরা ধনী, যাঁরা বিনিয়োগ করেন, তাঁদের ‘গালিগালাজ’ করেন। কিন্তু অর্থনীতির পড়ুয়া এবং শিক্ষক হিসেবে সেই কাজটা তাঁর পক্ষে করা সম্ভব নয় বলে জানান গৌরব। সেইসঙ্গে তিনি জানান, সকালে যে চিঠি দিয়েছেন, তাতে নিজের ‘হৃদয়ের সব ব্যথা-বেদনা’ তুলে ধরেছেন। যা মাঝেমধ্যেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে জানাতেন।
সেই চিঠিতে কী বলেছিলেন গৌরব?
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লেখা ইস্তফাপত্র প্রকাশ করে তিনি বলেন, ‘আমি দিনভর সনাতন-বিরোধী স্লোগান দিতে পারব না বা ধনীদের গালিগালাজ করতে পারব না। তাই আমি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছি এবং দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিচ্ছি।’ সেই রেশ ধরেই বিজেপিতে যোগদানের সময় তিনি জানান যে রামমন্দিরের অনুষ্ঠানে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস, তাতে তাঁর সায় ছিল না।
সংশ্লিষ্ট মহলের মতে, গৌরব যে বিজেপিতে চলে গেলেন, তা কংগ্রেসের জন্য একটা বড় ধাক্কা হতে চলেছে। কারণ তরুণ প্রজন্মের নেতা হিসেবে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আছে। আর যেহেতু অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন, তাই তাঁকে কংগ্রেসের শিক্ষিত এবং প্রগতিশীল মুখ হিসেবে বিবেচনা করা হত। যিনি ২০১৯ সালে 'হিন্দুস্তান টাইমস'-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে নিজের ডেস্কে সবসময় '৬:১'-র একটা ফ্রেম রাখতেন। কারণ সেই মন্ত্রটাই জীবনে মেনে চলেন। যদি এক ঘণ্টার কোনও অনুষ্ঠানে যোগ দেন, তাহলে সেটার প্রস্তুতি নিতে ছয় ঘণ্টা গবেষণা করেন।
সেইসঙ্গে ২০১৭ সালে কেন যোগদান করেছিলেন, সেই প্রসঙ্গে ওই সাক্ষাৎকরে গৌরব বলেছিলেন যে ‘আমাদের দেশে স্বাধীন, ধর্মনিরপেক্ষ এবং বুদ্ধিমান মূল্যবোধ নিয়ে একটি জোরদার মতাদর্শ আছে। যেখানে যুক্তি, বিজ্ঞান এবং উন্নয়নের উপর অগ্রাধিকার দেওয়া হয়।’
আরও পড়ুন: Mamata Banerjee Meeting Live Updates: আমার মুখটা মনে করে ভোটটা দেবেন, কোচবিহারে আর্জি মমতার