রাজ্যে শেষ দফার ভোটপ্রচারের শেষ জনসভা থেকে তোষণের অভিযোগে তৃণমূল কংগ্রেসকে তুমুল আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার কাকদ্বীপে এক জনসভা থেকে তিনি বলেন, তৃণমূল সংবিধানের ওপর হামলা করে মুসলমানদের হাতে জাল জাতি শংসাপত্র তুলে দিচ্ছে। বাংলার OBCদের অধিকার অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিচ্ছে তারা।
আরও পড়ুন - যে খেয়েছে তার পেট থেকে বার করে যার খেয়েছে তাকে ফেরত দেব, গ্যারান্টি দিলেন মোদী
পড়তে থাকুন - ভোট জিহাদিদের সাহায্য করতে OBC যুবার সংবিধানসিদ্ধ অধিকার লুঠ করেছে TMC: মোদী
এদিন মোদী বলেন, ‘তৃণমূল সরকার তোষণের লক্ষ্যে দেশের সংবিধানের ওপর খোলাখুলি হামলা করছে। আমাদের সংবিধান দলিত ও পিছিয়ে পড়া জাতিদের সংরক্ষণ দিয়েছে। কিন্তু বাংলায় সেই সংরক্ষণের খোলা লুঠপাট চলছে। মুসলমানদের জাল শংসাপত্র বানানো হচ্ছে। ওবিসিদের অধিকার ছিনিয়ে নিয়ে মুসলমানদের দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্ট এই জাল সার্টিফিকেট খারিজ করে দিয়েছে। তৃণমূল হাইকোর্টের নির্দেশ অমান্য করতে পারবে না। কিন্তু মুসলমানদের কাছে গিয়ে তারা মিথ্যে কথা বলছে। বিভ্রান্তি ছড়াচ্ছে। একবার ভাবুন, তোষণের জন্য এরা কতদূর যেতে পারে। আপনার একটা ভোট এই ভয়ানক অভিসন্ধিকে রুখবে।’
তৃণমূলের বিরুদ্ধে সরাসরি মুসলিম তোষণের অভিযোগ তুলে মোদী বলেন, ‘আজ বাংলার যুবকদের সে সুযোগ পাওয়া উচিত তা অনুপ্রবেশকারীরা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আপনার জমি - জায়গা তারা দখল করে নিচ্ছে। গোটা দেশ চিন্তিত। বাংলার সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাস বদলে ফেলা হয়েছে। এরা CAAর এত বিরোধিতা কেন করছে? CAA নিয়ে এত মিথ্যে কেন বলছে? বাংলা এদের অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতে হবে। হিন্দু উদ্বাস্তুদের, মতুয়াদের এখানে থাকতে দিতে চায় না তৃণমূল। কিন্তু আপনারা চিন্তা করবেন না, ৪ জুনের পরে তৃণমূলের এই সমস্ত ফন্দিফিরিকের হাওয়া বেরিয়ে যাবে। আমাদের মতুয়া সমাজ, নমঃশূদ্র সমাজ তাদের অধিকার মিলবেই। এটা মোদীর গ্যারান্টি। সমস্ত শরণার্থীরা গর্বের সাথে ভারতের নাগরিকত্ব পাবেন, এটা মোদীর গ্যারান্টি।’
আরও পড়ুন - ভোট জিহাদ এগিয়ে নিয়ে যেতে সাধু - সন্তদের আক্রমণ করছে তৃণমূল, অশোকনগরে বললেন মোদী
২০২৪ লোকসভা ভোটে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সংরক্ষণ। বিজেপির দাবি, দেশের দলিত ও আদিবাসীদের সংবিধানসিদ্ধ অধিকারকে মুসলিমদের হাতে তুলে দিতে চায় ইন্ডি জোটের দলগুলি। এভাবে ভোটব্যাঙ্কের রাজনীতি করে প্রকৃত পিছিয়ে পড়া জাতিগুলিকে বঞ্চিত করতে চায় তারা। এর মধ্যে পশ্চিমবঙ্গে ২০১০ সাল থেকে জারি করা সমস্ত OBC সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। যার জেরে বিজেপির এই প্রচার আরও জোরদার হয়েছে।