বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > হাজিপুর লোকসভা কেন্দ্র ২০২৪: পাসওয়ান গড়ে কাকার কাঁটা উপেক্ষা করে চিরাগের লড়াই

হাজিপুর লোকসভা কেন্দ্র ২০২৪: পাসওয়ান গড়ে কাকার কাঁটা উপেক্ষা করে চিরাগের লড়াই

রামবিলাস পাসওয়ানের মূর্তিতে প্রণাম জানাচ্ছেন ছেলে চিরাগ (PTI)

২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে এলজেপির প্রার্থী চিরাগ পাসওয়ান ও অন্যদিকে আরজেডির পক্ষ থেকে এই কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবচন্দ্র রাম। 

হাজিপুর লোকসভা কেন্দ্রটি বর্তমানে তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত একটি কেন্দ্র। বিহারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র হল হাজিপুর। ১৯৫৭ সালের প্রথম লোকসভা নির্বাচন থেকেই এই কেন্দ্রে নির্বাচন সংঘটিত হয়ে আসছে। সর্বশেষ লোকসভা নির্বাচনে ২০১৯ সালে এই কেন্দ্র থেকে লোক জনশক্তি পার্টির পক্ষ থেকে পশুপতি কুমার পারস জয়লাভ করেছিলেন। 

পঞ্চম দফায় ২০ মে এখানে ভোটগ্রহণ করা হচ্ছে। এবার পাসওয়ান পুত্র চিরাগ এখান থেকে প্রার্থী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পারসকে টিকিট না দিয়ে তার ভাইপোকে প্রার্থীপদ দিয়েছে এনডিএ। তাতে বিশেষ প্রীত নন পারস, কিন্তু শেষ বিচারে সেটা মেনে নিতে বাধ্য হয়েছেন তিনি। তবে চিরাগের জন্য প্রচারে বিশেষ দেখা যায়নি পশুপতি পারসকে। তিনি বলেছেন যে তাঁকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি।

এই কেন্দ্রের ঐতিহাসিক ফলাফলের দিকে চোখ রাখলে দেখা যাবে, প্রথম তিনটি লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস জয়লাভ করেছিল এই কেন্দ্র থেকে। ১৯৭৭ সালে রামবিলাস পাসওয়ান জনতা দলের পক্ষ থেকে এই কেন্দ্রে প্রথম জয়লাভ করেন। জনতা দল সেকুলারের পক্ষ থেকে রামবিলাস পাসওয়ান এর পরবর্তী লোকসভা নির্বাচনেও সাংসদ নির্বাচিত হন। কংগ্রেস বিরোধিতা এবং লোহিয়াপন্থী সমাজবাদী রাজনীতির গরুত্বপূর্ণ প্রভাব ছিল এই কেন্দ্রে। ১৯৮৪ সালে জাতীয় কংগ্রেস এই কেন্দ্রটিতে জিতে ফিরলেও ফের ১৯৮৯ সাল থেকে এই কেন্দ্রটি জনতা দলের বিভিন্ন গোষ্ঠীর দখলে যায়। রামবিলাস পাসওয়ান এবং রামসুন্দর দাস এই কেন্দ্রটিতে পরপর লোকসভা নির্বাচনগুলিতে জয়লাভ করেন। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে রামসুন্দর দাস জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে জয়লাভ করেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রামবিলাস পাসওয়ান লোক জনশক্তি দলের পক্ষ থেকে জয়লাভ করেন। ২০১৯ সালে নির্বাচনে এই কেন্দ্রে পশুপতি কুমার পারস ৫৩ শতাংশের বেশি ভোট নিয়ে পরাজিত করেন আরজেডি প্রার্থী শিবচন্দ্র রামকে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে এলজেপির প্রার্থী চিরাগ পাসওয়ান ও অন্যদিকে আরজেডির পক্ষ থেকে এই কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবচন্দ্র রাম। বিহারের সর্বশেষ বিধানসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের অন্তর্গত ছটি বিধানসভার মধ্যে দুটি কেন্দ্রে বিজেপি, তিনটি কেন্দ্রে আরজেডি এবং একটি কেন্দ্রে জাতীয় কংগ্রেস জয়লাভ করেছিল৷ এনডিআর জোট শরিক লোক জনশক্তি দলের সঙ্গে এবার টক্কর ইণ্ডিয়া জোটের দল আরজেডি'র। বর্তমানে বিধানসভার নিরিখে রাজ্যটির ক্ষমতায় রয়েছে বিজেপি, জেডিইউ-এর জোট। তবে কংগ্রেস, আরজেডি এবং সিপিআইএম (এমএল) লিবারেশন, সিপিআইএমেরও যথেষ্ঠ জনসমর্থন রয়েছে।

ভোটযুদ্ধ খবর

Latest News

চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.