রাজ্যে ভোট প্রচারে এসে ফের একবার সন্দেশখালি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চিকিৎসক অশোক কান্ডারির সমর্থনে এক জনসভায় মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, শেখ শাহজাহাঁকে আমার হাতে তুলে দিন। ১০ মিনিটের মধ্যে আমি ওর হিসাব বুঝে নেব।
আরও পড়ুন: দাঙ্গা করিয়েছেন, মসজিদ ভেঙেছেন, কার্তিক মহারাজকে ফের বেলাগাম আক্রমণ মমতার
পড়তে থাকুন: ‘অশুভ শক্তি’র বিনাশের ডাক দিয়ে খালি পায়ে কলকাতার রাজপথে হাঁটবেন সাধু - সন্ন্যাসীরা
এদিন হেমন্ত বলেন, ‘পরশু সকালে কলকাতা পৌঁছেই আমি সন্দেশখালি গিয়েছিলাম। সেখানে মা - বোনেদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাকে যা বললেন, শুনে মন দুঃখে ভরে গেল। সন্দেশখালিতে আজ মা - বোনেদের ওপর অত্যাচার হচ্ছে। জোর করে বাড়ি দখল করছে, মহিলাদের সম্মান নিয়ে খেলা করছে। কে করছে? করছে শেখ শাহজাহাঁর মতো একটা গুন্ডা। কিন্তু মমতা দিদি সেই গুন্ডার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেন না। আমি কাল কলকাতায় বলেছি, যদি এই শেখ শাহজাহাঁ অসমে হলে আমি ১০ মিনিটে ওর হিসাব পরিষ্কার করে দিতাম।’
তিনি বলেন, ‘আজ দিদির আপনার ভোট চাই না, আমার ভোট চাই না। দিদির শুধু শাহজাহাঁর ভোট চাই। আমি দিদিকে বলতে চাই, আপনি শাহজাহাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে না পারলে ওকে ২৪ ঘণ্টার জন্য আমার হাতে তুলে দিন। ওকে আমি অসম নিয়ে যাব আর ওপর হিসাব মিটিয়ে দেব।’
এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের ৩০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। সঙ্গে তিনি বলেন, এরাজ্যে মূল্যবৃদ্ধির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অসমের সঙ্গে এরাজ্যে পেট্রোলের দামের ফারাক লিটারে ৭ টাকা, ডিজেলে লিটারে ৩ টাকা। যদিও পশ্চিমবঙ্গ অসমের থেকে অনেক বড় রাজ্য।
আরও পড়ুন: গভীর রাতে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের আশ্রমে হামলা, সন্ন্যাসীদের নিগ্রহের অভিযোগ
এদিন নিয়োগ দুর্নীতির কথা উল্লেখ করে হেমন্ত বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের বয়স কত দেখুন। এই বয়সে উনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ান। যে বয়সে লোকে মথুরা - বৃন্দাবনে চলে যায় সেই বয়সে পার্থ চট্টোপাধ্যায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়িয়েছে। জানি না উনি কোন ট্যাবলেট খান। আর পুলিশ যখন আদালতে পেশ করে তখন লাভ সাইন দেখান। তৃণমূলের পার্টি অফিসে নিশ্চই কোনও ট্যাবলেট পাওয়া যায় যাতে লোকের বয়স কমে যায়।’