মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের রাজনীতিযোগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। সোমবার বরহমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীরবাবু দাবি করেন, কার্তিক মহারাজকে সবাই বিজেপির লোক বলেই জানে। যদিও সোমবারই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করিয়েছিলেন, ২০১৯ সালে কার্তিক মহারাজের সাহায্যে তাঁকে হারানোর চেষ্টা করেছিল তৃণমূল।
আরও পড়ুন: অনুপ্রবেশকারীদের নিমন্ত্রণ করে নিয়ে আসে আর বাঙালিদের ঘেন্না করে তৃণমূল: মোদী
পড়তে থাকুন: দিকে দিকে প্রতিবাদ, ‘ও একটা পাগলি’ মমতাকে বললেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী
সোমবার অধীরবাবু বলেন, ‘যাঁর কথা বলেছেন, তাঁর পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের প্রশ্ন রয়েছে। সাধু-সন্তের যে রকম চরিত্র হওয়া প্রয়োজন, সেই চরিত্র তাঁর নেই। উনি সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এখানকার মানুষের কাছে পরিচিত। উনি কখনও তৃণমূলের, কখনও বিজেপির। উনি কখন কোন দলের সমর্থক, তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে।’ কার্তিক মহারাজকে উদ্দেশ করে তিনি বলেন, ধর্মের কথা অন্যকে না-বলে, নিজে শিখুন, নিজে পড়ুন। আপনি আচরি ধর্ম। নিজে আগে ধর্ম পালন করুন, তার পর লোককে শেখান।
তবে তার আগে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে অন্য কথা বলেছিলেন অধীর। তিনি বলেন, কার্তিক মহারাজ বিজেপি ঘনিষ্ঠ এটা সবাই জানানে। উনি গীতা পাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। গত ভোটে শুভেন্দু অধিকারীকে দিয়ে ওনাকে হাত করে আমাকে হারানোর পরিকল্পনা করেছিলেন মমতা।’ ওদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগে উনি অধীর করতেন এখন বিজেপি করেন।’
আরও পড়ুন: হিন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ
এরই মধ্যে সোমবার সন্ধ্যায় বহরমপুর শহরে সংঘশক্তি প্রদর্শন করতে মিছিল করেন সাধু - সন্ন্যাসী ও তাঁদের ভক্তরা। পুলিশ মিছিলে বাধা দিলেও সন্ন্যাসীদের মিছিল তারা রুখতে পারেনি।