তিনি সিপিএমের প্রার্থী। কিন্তু তিনি যে বিপুল সোনা ও অর্থের মালিক তাতে লজ্জা পাবে তৃণমূলও।
1/6কলকাতা দক্ষিণকেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। প্রখর রোদ তার মধ্যে চলছে প্রচার। বাম প্রার্থীর সমর্থনে প্রচারকে কেন্দ্র করে এলাকায় লাল ঝড় তুলতে চাইছেন সিপিএম নেতৃত্ব। বস্তি থেকে বিত্তশালীদের বাড়ি পায়ে পায়ে ঘুরছেন সায়রা। তাঁর স্বামী চিকিৎসক ফুয়াদ হালিম। তবে এবার জেনে নেওয়া যাক সায়রা মনোনয়নের সময় যে হলফনামা দাখিল করেছেন তাতে তাঁর বিষয় আশয় কী রয়েছে? (PTI Photo) (Hindustan Times)
2/6তিনি যে হলফনামা দাখিল করেছেন তাতে উল্লেখ করা হয়েছে গত আর্থিক বছরে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৯৭ হাজার ৫৭০ টাকা। মনোনয়ন পেশের সময় তাঁর হাতে ছিল নগদে দেড় লাখ টাকা। সায়রা হালিমের সব মিলিয়ে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সেখানে রয়েছে ৮ লক্ষ ২১ হাজার ৮৯০ টাকা। (PTI Photo) (Hindustan Times)
3/6সিপিএম প্রার্থীর বিভিন্ন জায়গায় বিনিয়োগও রয়েছে। সব মিলিয়ে সেই অঙ্কটা প্রায় ৩৯ লাখ ৯৮ হাজার টাকা। তবে তাঁর সোনার পরিমাণ ১০২৩ গ্রাম। এই সোনারই বাজারদর প্রায় ৭৪ লাখ ৬ হাজার ৪৬ টাকা। তাঁর একটা ফ্ল্যাট রয়েছে। যার বাজারদর মোটামুটি ২০ লাখ ৫০ হাজার টাকা। . (PTI Photo)(PTI04_01_2024_000192B) (Hindustan Times)
4/6বিদেশে পড়াশোনা করেছেন সায়রা। কর্পোরেট সংস্থায় একটা সময় চাকরি করতেন। তিনিই এবার লোকসভায় বামেদের প্রার্থী। সম্প্রতি তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আশীর্বাদ নিয়ে এসেছেন। (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)
5/6ফুয়াদ হালিমের সম্পত্তির পরিমাণও উল্লেখ করা হয়েছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১২ লক্ষ ২৫ হাজার ৮৪৮ টাকা। তিনি প্রায় ১ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৪৯৮ টাকা বিনিয়োগ করেছেন। ফুয়াদের নামে রয়েছে তিনটি গাড়ি। (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)
6/6বর্তমানে ফুয়াদ হালিমের হাতে রয়েছে নগদ ১ লাখ ৭২ হাজার টাকা। ৮৯ লাখ টাকা দরে তাঁর বাণিজ্যিক ভবন রয়েছে। ২৫০ গ্রাম সোনা রয়েছে ফুয়াদের। স্ত্রীর সঙ্গে যৌথ ফ্ল্যাট রয়েছে তাঁর। দাম ২০ লাখ ৫০ হাজার টাকা। (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)