তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর যারা ‘খেয়েছে’ তাদের পেট থেকে বার করব, আর যাদের ‘খেয়েছে’ তাদের ফিরিয়ে দেব। শেষ দফার ভোটের আগে রাজ্যে ভোট প্রচারে এসে অশোকনগরের হরিপুর মাঠে এই ‘গ্যারান্টি’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এদের এমন হাল করব যে পরের প্রজন্ম দুর্নীতি করার আগে একশ’ বার ভাববে।
আরও পড়ুন: এবার রাজপথে ‘মৃত্যুঘণ্টা’ বাজালেন মমতা, নেপথ্যে সেই পরেশ পাল, BJP-র প্রশ্ন কার?
পড়তে থাকুন: সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ৮ সপ্তাহ সময় দিল হাইকোর্ট
এদিন প্রধানমন্ত্রী শুরু থেকেই তৃণমূল ও ইন্ডি জোটকে আক্রমণ করেন। দুর্নীতি নিয়ে তৃণমূলের উদ্দেশে কামান দেগে তিনি বলেন, ‘১০ বছর আগে যখন আপনারা আমাকে সুযোগ দিয়েছিলেন, তখন আমি গোটা দেশকে গ্যারান্টি দিয়েছিলাম, না খাউঙ্গা, না খানে দুঙ্গা। আমি কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। এখন মোদী দেশকে ও পশ্চিমবঙ্গকে একটা আরও বড় গ্যারান্টি দিচ্ছে। মোদীর গ্যারান্টি হচ্ছে, যে খেয়েছে তার পেট থেকে বার করব। আর যার কাছ থেকে খেয়েছে তাকে ফেরত দেব।’
মোদীর হুঁশিয়ারি, ‘তৃণমূলের নেতাদের কাছেও এই যে নোটেরা পাহাড় বেরিয়েছে। প্রতিটা টাকার হিসাব হবে। যার থেকে লুঠ করা হয়েছে তাকে কী করে ফেরত দেওয়া যায় সেজন্য আমি আইনি রাস্তা বানাচ্ছি। এখন পর্যন্ত মানুষের থেকে লুঠ করা প্রায় ১৭ হাজার কোটি টাকা ফেরত দেওয়া হয়ে গিয়েছে। বাংলাতেও আপনার লুঠ হওয়া সম্পদ আপনাকে ফিরিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘আমি এই দুর্নীতিবাজদের কালো সম্পদের নোংরা আয় এক্স-রে করব। এমন এক্স-রে যে এদের আগামী প্রজন্ম দুর্নীতি করার আগে একশ’ বার ভাববে।’
আরও পড়ুন: শাহজাহানের বিরুদ্ধে আজ চার্জশিট জমা পড়ল আদালতে, দুর্নীতির অভিযোগ ইডির
এর আগেও রাজ্যে একাধিক সভায় দুর্নীতির টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। শিক্ষক নিয়োগ দুর্নীতিসহ বিভিন্ন দুর্নীতির টাকা ফেরত দেওয়ার জন্য আইনি পথ খুঁজছেন বলে জানিয়েছিলেন তিনি। এদিন প্রধানমন্ত্রী দাবি করলেন, অন্যান্য রাজ্যে দুর্নীতির ১৭ হাজার কোটি টাকা ইতিমধ্যে ফিরিয়ে দিয়েছে তার সরকার। আর পশ্চিমবঙ্গের জন্যও সেই ব্যবস্থা করছেন তিনি।